![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট থেকে উদাসীন ভাবে বেড়ে উঠেছি যা আমাকে অনেক বার ভাবুক,কবি,মুডি,অহংকারী,আন-সোসাল,একরোখা ইত্যাদি নানা রকম উপাধীতে ভূসীত করেছে। কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তন হয় অনেক কিছু আমিও এর ব্যতিক্রম রইলাম না । মজার বিষয় হল আমার এই উদাসীনতা পরিবর্তিত হল সচেতনতায়, যার দরুন অন্যের উদাসীনতা দেখলে তা পরিবর্তনের বৃথা চেষ্ঠায় লিপ্ত থাকি। প্রযুক্তি চর্চা করা খু্বই পছন্দ করি কিন্তু প্রযুক্তির ব্যাড টাইম স্পেন্ড আমাকে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে প্রায়ই বাধা প্রদান করে। আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি কিন্তু এখন ট্রাভেল করার জন্য টাকার চেয়ে সময়ের অভাবটা খুবই অনুভব করি। মুভি দেখা, হেবি সাউন্ডে গান শোন আর ক্রিকেট খেলা দেখার হবি ছিল অনেক দিনের কিন্তু নিষ্ঠুর সময় তা ক্রমশে কেড়ে নিয়ে যাচ্ছে। জীবনে পড়াশােনা কোন দ্নিই ভাল লাগে নি ,( ইভেন গল্পের বই ও ) আর কোন দিন এই পড়াশোনাকে মনে হয় না ভালোলাগাতে পারবো । এই সব ব্যাসিক কথার বাইরে আর কিছুু লেখা ঠিক হবে না ( পারসোনাল বলে কিছু জমিয়ে রাখতে হবে তো!!!! )। আজ এই পর্যন্তই, এই ব্লগে আমার বিরক্তিকর পোস্ট গুলোর জন্য সবার কাছে ক্ষামা চেয়ে নিচ্ছি।
আমরা বাঙালি জাতি হিসাবে অনেক বেশি আবেগি । কিন্তু মাঝে মাঝে এই আবেগ আমাদের অসাধারন অনেক কিছু উপহার দ্যাই। আজ থেকে ৪৫ বছর পূর্বে, আমাদের এই দিনে নিজেদের পতাকা উড়ানোর কোন অধিকার ছিল না। তখনও আমরা একটি দেশ ছিলাম!!! তারপরও আমাদের কোন রূপ স্বাধীনতা ছিল না। আর এই অধিকার আদাই এর পর আজকের এই পতাকা দিবসে, আমাদের যদি একটুও দেশ প্রেম থাকে তবে সেই ঘাতক-সন্ত্রাসীদের দেশের মাটিতে আরও একবার পরাজিত করে ছাড়ব।
০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:২৯
মাসুদ_খান বলেছেন: আপনাকেও স্বাগতম & শুভ রাত্রী ।
২| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:৫১
মহা সমন্বয় বলেছেন: পাকিস্তানকে পিডায়া দেশ ছাড়া করা হইল
https://www.youtube.com/watch?v=iVe48GDxOFk
০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:৫২
মাসুদ_খান বলেছেন: এতো করুন ভাবে দেশ ছাড়া না করলেও তো হতো
৩| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:১৪
বিজন রয় বলেছেন: পরাজিত করা হয়েছে এই দিনে!!
আপনার পোস্ট স্বার্থক।
০৩ রা মার্চ, ২০১৬ রাত ২:৫৪
মাসুদ_খান বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:২১
মাসুদ মাহামুদ বলেছেন: ধন্যবাদ।
শুভ রাত্রী