![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট থেকে উদাসীন ভাবে বেড়ে উঠেছি যা আমাকে অনেক বার ভাবুক,কবি,মুডি,অহংকারী,আন-সোসাল,একরোখা ইত্যাদি নানা রকম উপাধীতে ভূসীত করেছে। কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তন হয় অনেক কিছু আমিও এর ব্যতিক্রম রইলাম না । মজার বিষয় হল আমার এই উদাসীনতা পরিবর্তিত হল সচেতনতায়, যার দরুন অন্যের উদাসীনতা দেখলে তা পরিবর্তনের বৃথা চেষ্ঠায় লিপ্ত থাকি। প্রযুক্তি চর্চা করা খু্বই পছন্দ করি কিন্তু প্রযুক্তির ব্যাড টাইম স্পেন্ড আমাকে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে প্রায়ই বাধা প্রদান করে। আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি কিন্তু এখন ট্রাভেল করার জন্য টাকার চেয়ে সময়ের অভাবটা খুবই অনুভব করি। মুভি দেখা, হেবি সাউন্ডে গান শোন আর ক্রিকেট খেলা দেখার হবি ছিল অনেক দিনের কিন্তু নিষ্ঠুর সময় তা ক্রমশে কেড়ে নিয়ে যাচ্ছে। জীবনে পড়াশােনা কোন দ্নিই ভাল লাগে নি ,( ইভেন গল্পের বই ও ) আর কোন দিন এই পড়াশোনাকে মনে হয় না ভালোলাগাতে পারবো । এই সব ব্যাসিক কথার বাইরে আর কিছুু লেখা ঠিক হবে না ( পারসোনাল বলে কিছু জমিয়ে রাখতে হবে তো!!!! )। আজ এই পর্যন্তই, এই ব্লগে আমার বিরক্তিকর পোস্ট গুলোর জন্য সবার কাছে ক্ষামা চেয়ে নিচ্ছি।
ক্ষামা চাহে কেন, ওহে দরিদ্র । ভুল তো তোমার ইচ্ছাকৃত ছিল না কিংবা পরিক্লপিতও ছিল না। তবে দোষ যদি থাকে তা হল তুমি একটুকু সুখের স্বপ্ন দেখেছিলে। যা হোক আর্কষনে কখনো সুখের ঠিকানা থাকে না, তাতে থাকে শুধুই মােহ । আর এই অনা-কাংখিত সুখের ঠিকানার জন্য কোন দু:খের সৃষ্টি হতে পারে না, যা হতে পারে তা শুধুই কাল-ক্ষেপন। যা হোক ঐ অতিবাহিত সময়ের জন্য কখনোই মন খারাপ হওয়া উচিৎ নয়। কারণ মানুষের মন সর্বদা চাংঙ্গা থাকা জরুরী। এই বিভিন্ন মন-খুন্নতার জন্য অনেক সফলতা, অনেক সম্ভাবনা এবং বিশেষ করে অনেক আপন জনের আশা-ভরষার অপমৃত্যু ঘটতে পারে তাই নিজের সক্ষমতার উপর ভরষা রাখুন এবং এগিয়ে জান। জীবনে সফল হতে পারবেন কি না জানি না, তবে বর্থ্যতার গ্লানী নিয়ে জীবন কাটাবেন না এটা বলতে পারি। এখন সময় শুধুই এগিয়ে যাবার, পেছনে ফিরে দেখার সুযোগ নাই। আর যে ফিরে আসার মর্ম বোঝে না তাকে কেন বার বার ফিরে আশার সুযোগ করে দিবেন?? এর থেকে নিজেই এগিয়ে যান। আশা করি অনেক অনেক পথ অতিক্রম করতে পারবেন। আপনাদের সফলতার প্রত্যাশায় রইলাম।
বি:দ্র: আজ আমার জন্মদিনে প্রকৃত প্রেমিক/প্রেমিকা -দের চলার পথে উৎসাহ যোগানোর সামান্য প্রচেষ্টা মাত্র। মনে রাখবেন ""জীবনের জন্য প্রেম। প্রেমের জন্য জীবন নয়।""
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩
মাসুদ_খান বলেছেন: আপনার জন্যও রইল শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮
বিজন রয় বলেছেন: শুভ জন্মদিন।