নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছােটবেলার সেই উদাসীনতার জন্য আমার বাবা কখনো \"জীবনে বড় কিছু হতে পারবো\" সে সপ্ন দেখেন নাই। এর জন্য অবশ্য জীবনে কখনোই আফসোস করি নাই , আর এখন আল্লাহর রহমতে আমি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়ন রত অাছি।

মাসুদ_খান

ছোট থেকে উদাসীন ভাবে বেড়ে উঠেছি যা আমাকে অনেক বার ভাবুক,কবি,মুডি,অহংকারী,আন-সোসাল,একরোখা ইত্যাদি নানা রকম উপাধীতে ভূসীত করেছে। কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তন হয় অনেক কিছু আমিও এর ব্যতিক্রম রইলাম না । মজার বিষয় হল আমার এই উদাসীনতা পরিবর্তিত হল সচেতনতায়, যার দরুন অন্যের উদাসীনতা দেখলে তা পরিবর্তনের বৃথা চেষ্ঠায় লিপ্ত থাকি। প্রযুক্তি চর্চা করা খু্বই পছন্দ করি কিন্তু প্রযুক্তির ব্যাড টাইম স্পেন্ড আমাকে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে প্রায়ই বাধা প্রদান করে। আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি কিন্তু এখন ট্রাভেল করার জন্য টাকার চেয়ে সময়ের অভাবটা খুবই অনুভব করি। মুভি দেখা, হেবি সাউন্ডে গান শোন আর ক্রিকেট খেলা দেখার হবি ছিল অনেক দিনের কিন্তু নিষ্ঠুর সময় তা ক্রমশে কেড়ে নিয়ে যাচ্ছে। জীবনে পড়াশােনা কোন দ্নিই ভাল লাগে নি ,( ইভেন গল্পের বই ও ) আর কোন দিন এই পড়াশোনাকে মনে হয় না ভালোলাগাতে পারবো । এই সব ব্যাসিক কথার বাইরে আর কিছুু লেখা ঠিক হবে না ( পারসোনাল বলে কিছু জমিয়ে রাখতে হবে তো!!!! )। আজ এই পর্যন্তই, এই ব্লগে আমার বিরক্তিকর পোস্ট গুলোর জন্য সবার কাছে ক্ষামা চেয়ে নিচ্ছি।

মাসুদ_খান › বিস্তারিত পোস্টঃ

অগোছালো জীবন ।

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৯

আজন্ম আমার জীবন-টা ছিল অগোছালো ।
এভাবেই তো চলছিল ভাল ।
যখন নিজেকে একটু গোছাতে যাচ্ছিলাম।
ঠিক তখনই তোমার নিজের জীবনকে সাজাতে গিয়ে
আমাকে আবারও ঠেলে দিলে অগোছালোতে ।
বড়ই সুখে আছি নিজে নিয়ে
আমার সেই চিরোচেনা অগোছালো জীবনে।
আর হয়তো কখনোই গোছানোর চেষ্ট করা হইয়ে উঠবেনা ।
আর হয়তো কখনোই নিজেকে পরিবর্তনের আকাঙ্খা জাগবে না ।
কিবা হবে সুন্দর গোছালো জীবন দিয়ে
তার চেয়ে বেশ আছি অগোছালো জীবনে।
আর হয়-তো কারো কখনোই হবে না জানা
অগোছালো জীবন-টাা কে নিজেই করেছিলাম মানা ।
তবুও তো চলছে ভালই
এই অগোছাসলো জীবন থেকে আসবে আলো ।
জীবনে তো কত কিছুই ঘটে
তাই বলে জীবন থেমে থাকে বটে ।
ভাল আছি অগোছালো জীবন-টা নিয়ে
চল হয়তো অজীবন এভাবেই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.