![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট থেকে উদাসীন ভাবে বেড়ে উঠেছি যা আমাকে অনেক বার ভাবুক,কবি,মুডি,অহংকারী,আন-সোসাল,একরোখা ইত্যাদি নানা রকম উপাধীতে ভূসীত করেছে। কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তন হয় অনেক কিছু আমিও এর ব্যতিক্রম রইলাম না । মজার বিষয় হল আমার এই উদাসীনতা পরিবর্তিত হল সচেতনতায়, যার দরুন অন্যের উদাসীনতা দেখলে তা পরিবর্তনের বৃথা চেষ্ঠায় লিপ্ত থাকি। প্রযুক্তি চর্চা করা খু্বই পছন্দ করি কিন্তু প্রযুক্তির ব্যাড টাইম স্পেন্ড আমাকে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে প্রায়ই বাধা প্রদান করে। আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি কিন্তু এখন ট্রাভেল করার জন্য টাকার চেয়ে সময়ের অভাবটা খুবই অনুভব করি। মুভি দেখা, হেবি সাউন্ডে গান শোন আর ক্রিকেট খেলা দেখার হবি ছিল অনেক দিনের কিন্তু নিষ্ঠুর সময় তা ক্রমশে কেড়ে নিয়ে যাচ্ছে। জীবনে পড়াশােনা কোন দ্নিই ভাল লাগে নি ,( ইভেন গল্পের বই ও ) আর কোন দিন এই পড়াশোনাকে মনে হয় না ভালোলাগাতে পারবো । এই সব ব্যাসিক কথার বাইরে আর কিছুু লেখা ঠিক হবে না ( পারসোনাল বলে কিছু জমিয়ে রাখতে হবে তো!!!! )। আজ এই পর্যন্তই, এই ব্লগে আমার বিরক্তিকর পোস্ট গুলোর জন্য সবার কাছে ক্ষামা চেয়ে নিচ্ছি।
আমরা যখন নিজেদের পরিচিত মানুষের মাধ্যমে কোন একটা সুপারিশ গ্রহণ যোগ্য হওয়ার উপক্রম হয় ঠিক তখনই আমরা মনে করি আমি তো এটি বিনা-সুপারিশেই পাওয়ার যোগ্য তাহলে কোন অন্যের দ্বারস্থ হবো । তখন আমরা সেই পরিচিত মানুষ-টির কাছে এমন ভাব দেখাই যেন আমার এমন কাজ অহর অহরই হয় । এর ফলশ্রুতিতে যখন আবার আমরা কাজটি হারিয়ে ফেলি ঠিক তখনই অনেক আফসোস করি । কিন্তু এমন আফসোস করা আমাদের মোটেই উচিত না । সবচেয়ে বড় কথা হলো সেই পরিচিত মানুষের সাথে আমাদের আর কোন সর্ম্পক থাকে না অথবা সম্পর্ক থাকা সম্ভব হয় না । তাই বলতেই হয়, আমরা বাঙ্গালি কোন দিনও সঠিক সময় সঠিক জিনিসের মূল্য দিতে শিখি নাই । শিখি না কাছের মানুষের মুখ রাখতে ।
©somewhere in net ltd.