![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট থেকে উদাসীন ভাবে বেড়ে উঠেছি যা আমাকে অনেক বার ভাবুক,কবি,মুডি,অহংকারী,আন-সোসাল,একরোখা ইত্যাদি নানা রকম উপাধীতে ভূসীত করেছে। কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তন হয় অনেক কিছু আমিও এর ব্যতিক্রম রইলাম না । মজার বিষয় হল আমার এই উদাসীনতা পরিবর্তিত হল সচেতনতায়, যার দরুন অন্যের উদাসীনতা দেখলে তা পরিবর্তনের বৃথা চেষ্ঠায় লিপ্ত থাকি। প্রযুক্তি চর্চা করা খু্বই পছন্দ করি কিন্তু প্রযুক্তির ব্যাড টাইম স্পেন্ড আমাকে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে প্রায়ই বাধা প্রদান করে। আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি কিন্তু এখন ট্রাভেল করার জন্য টাকার চেয়ে সময়ের অভাবটা খুবই অনুভব করি। মুভি দেখা, হেবি সাউন্ডে গান শোন আর ক্রিকেট খেলা দেখার হবি ছিল অনেক দিনের কিন্তু নিষ্ঠুর সময় তা ক্রমশে কেড়ে নিয়ে যাচ্ছে। জীবনে পড়াশােনা কোন দ্নিই ভাল লাগে নি ,( ইভেন গল্পের বই ও ) আর কোন দিন এই পড়াশোনাকে মনে হয় না ভালোলাগাতে পারবো । এই সব ব্যাসিক কথার বাইরে আর কিছুু লেখা ঠিক হবে না ( পারসোনাল বলে কিছু জমিয়ে রাখতে হবে তো!!!! )। আজ এই পর্যন্তই, এই ব্লগে আমার বিরক্তিকর পোস্ট গুলোর জন্য সবার কাছে ক্ষামা চেয়ে নিচ্ছি।
ফেসবুকে "বলদ" চেনার সহজ উপায় (বলদেরা যে রকম status দেয়) ।
১। ফেসবুকে কে কে আমার বন্ধু আছো, কমেন্ট/লাইক দিয়ে জানাও। (মনে হয় চ্যাটে ক্লিক করলে কাউকে দেখা যায় না)
২। দেখিতো এই দরিদ্রের জন্য/ ধর্মীয় কিছু পোস্টে ১ ঘন্টায় কত লাইক পড়ে। (মনে হয় কোন অমূল্য সম্পদ সংগ্রহ করছে, যা পাইলে জুকার বার্গরে কিন্যা লইব)
৩। ভাই, আমার ২০ মিনিটে ১০০ লাইক লাগবো। হেল্প করেন প্লিজ। (মনে হয় খাবার কেনার টাকা ফুরিয়ে গেছে, লাইক বেইচ্যা চাল কিন্যা রান্না কইরা খাইবো)
৪। "কোরআন আমাদের পবিত্র জীবন বিধান" মুসলিম হলে লাইক দিয়ে সম্মতিজানাও । (মনে হয়, মুসলমানেরা এই কথাটা জানে না। লাইক পাবার জন্য ধর্ম গ্রন্থকেও কাজে লাগাতে বিবেকে বাধে না)
৫। আনফ্রেন্ড মিশন শুরু করেছি, একটিভরা সাড়া দাও। (মনে হয় আনফ্রেন্ড করলে লাখ খানেক টাকার ক্ষতি হইয়া যাইবো, যার জন্য স্টেটাসে যাই লিখুক, লাইক দিতেই হইবো।)
৬। আমি এখন অমুক কাজ করছি বা তমুক খাবার খা্চ্ছি বা অমুক স্থানে আছি তা দিনের মধ্যে দশ বার পোষ্ট করা।(পৃথিবীর সকল মানুষ সব সময়ই কোন না কোন কাজ করে এবং প্রতিদিনই খাবার গ্রহণ করে এবং কোন না কোন স্থানে অবস্থান করে। সেটা হলাও করে বলার কিছু নাই।)
৭। প্রতি ঘন্টায় ঘন্টায় F.B. এর profile picture change করে। (মনে হয় জীবনে ক্যামেরা ইউজ করে নাই নতুন নতুন পাইয়া ইউজ শিখতেছে। আবার চেহারা এতোই খারাপ যে আয়নাই মুখ দেখতেও লজ্জা করে তাই F.B. বার বার মুখ দেখাই।)
বি:দ্র: উপরোক্ত সামস্যা যাদের মধ্যে আছে তারা অতি-দ্রুত মানসিক ডাক্তারের সাথে যোগাযােগ করেনে। এর মূল কারণ হল আপনি নিঃসঙ্গ জীবন-যপন করছেন, যার দরুন আপনার মানসিক বিকারগ্রস্থ অবস্থার বহির প্রকাশ ঘটে F.B. পোষ্ট-গুলোর মাধ্যমে।
------সংগৃহীত "সুস্থ সমাজ গড়ুন, সুন্দর ভাবে ফেসবুক ব্যবহার করুন। "
২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:৪১
বনসাই বলেছেন: আহারে! এদের আসলে যাওয়ার জায়গা নেই।
ফেসবুকে আজেবাজে স্টাটাস লিখে জীবনের অপ্রাপ্তিগুলোকে মলম দিতে চায়। কী খেলো? কী করলো? কী দেখলো? অন্যকে জানানোর মাঝে এক ভাব আছে, আমি কি হনুরে! প্রকৃত ধার্মিক ধর্ম নিয়ে ফালতু পোস্ট দেয় না। আর ফেসবুক নিয়ে ব্লগে না লেখা ভালো।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৭
রুরু বলেছেন: ফেসবুক ফালতুদের জায়গা। সেখানে না যাওয়াই ভালো।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬
রাজীব নুর বলেছেন: এগুলো শুধু বদল না। ভন্ডও।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০
সাইন বোর্ড বলেছেন: ফেসবুকে সময় নষ্ট করার কোন মানে অামি খুঁজে পাইনা ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৪:৪৩
কলাবাগান১ বলেছেন: ফেসবুক কি জিনিস!!!!!