![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট থেকে উদাসীন ভাবে বেড়ে উঠেছি যা আমাকে অনেক বার ভাবুক,কবি,মুডি,অহংকারী,আন-সোসাল,একরোখা ইত্যাদি নানা রকম উপাধীতে ভূসীত করেছে। কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তন হয় অনেক কিছু আমিও এর ব্যতিক্রম রইলাম না । মজার বিষয় হল আমার এই উদাসীনতা পরিবর্তিত হল সচেতনতায়, যার দরুন অন্যের উদাসীনতা দেখলে তা পরিবর্তনের বৃথা চেষ্ঠায় লিপ্ত থাকি। প্রযুক্তি চর্চা করা খু্বই পছন্দ করি কিন্তু প্রযুক্তির ব্যাড টাইম স্পেন্ড আমাকে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে প্রায়ই বাধা প্রদান করে। আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি কিন্তু এখন ট্রাভেল করার জন্য টাকার চেয়ে সময়ের অভাবটা খুবই অনুভব করি। মুভি দেখা, হেবি সাউন্ডে গান শোন আর ক্রিকেট খেলা দেখার হবি ছিল অনেক দিনের কিন্তু নিষ্ঠুর সময় তা ক্রমশে কেড়ে নিয়ে যাচ্ছে। জীবনে পড়াশােনা কোন দ্নিই ভাল লাগে নি ,( ইভেন গল্পের বই ও ) আর কোন দিন এই পড়াশোনাকে মনে হয় না ভালোলাগাতে পারবো । এই সব ব্যাসিক কথার বাইরে আর কিছুু লেখা ঠিক হবে না ( পারসোনাল বলে কিছু জমিয়ে রাখতে হবে তো!!!! )। আজ এই পর্যন্তই, এই ব্লগে আমার বিরক্তিকর পোস্ট গুলোর জন্য সবার কাছে ক্ষামা চেয়ে নিচ্ছি।
ঘুম কুমারী , ঘুম কুমারী
ঘুমানোর সময় হয় নাকো একটুও দেরী ।
ঘুম কুমারী , ঘুম কুমারী
সকল কাজে তার অলসতার ঝুড়ি ।
হরেক রকম ঘুমে দেখেছি কতনা বাহারি
তাহার পরও সুবহে-সাদিকে কোন ঘুম নাই তাহারি ।
কাজ করে না, কাজ করে না সারাটা দিন বলে
তবুও দিনের শেষে ক্লান্তির বেশে ঘুম আসে অবশেষে।
সবকিছু-কে সহজে সে চিন্তা করতে পারে
সেই সুযোগে সবাই তার সাথে মাজানেওর ট্রাই করে।
তাহার পরেও ঘুম কুমারীর নাইকো অভিযোগ
সবাই-কে সে সাথে নিতে ন্যায় কত উদ্যাগ।
অভিযোগ অার মান আভিমান
সে যেন তার আসমান সমান !!!!!!
অন্য করাে জন্য নহে
এগুলো সব আছে তোলা আমারই প্রান্তে
এতো জ্বালার পরও কেন ঘুম কুমারীর টানে
নিজের ঘুম বাদ দিয়ে চিন্তা হয় ঘুম কুমারীর পানে।
ঘুম কুমারী , ঘুম কুমারী ঘুমের সময় হলো
এতো দামী ঘুম বাদে একটুকু চোখ খোল ।
=============================
(Gift for Tazkia Khan)
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৭
মাসুদ_খান বলেছেন: আপনাদের ভাল লাগা আমার লেখালেখির প্রেরণা।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনি কি ঘুম কুমার???
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৭
মাসুদ_খান বলেছেন: আমার ঘুম একে বারেই কম !!!!!!!
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৩
ওমেরা বলেছেন: এক কবিতাটা আমার পছন্দ হয়েছে । ঘুম কুমারী কি আপনার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে য়ায় ?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
মাসুদ_খান বলেছেন: আপনি তো ভাই আধ্যাতিক লেভেলের লোক !!!!!!! ঘুম কুমারী যে কথা বলতে বলতে ঘুমিয়ে যায় বুঝলেন কেমনে ???
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২৩
ওমেরা বলেছেন: হা হা হা হা ———- না ভাইয়া আমি কোন আধ্যাত্মিক লোক নই ! এটা বুঝেছি কারন আমিও কথা কথা বলতে বলতে ঘুমিয়ে যাই তাই ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৮
মাসুদ_খান বলেছেন: বুঝলাম । ঘুম সবারই প্রিয়
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩২
জাহিদুল ইসলাম সুমন বলেছেন: খুব ভাল লাগল