![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট থেকে উদাসীন ভাবে বেড়ে উঠেছি যা আমাকে অনেক বার ভাবুক,কবি,মুডি,অহংকারী,আন-সোসাল,একরোখা ইত্যাদি নানা রকম উপাধীতে ভূসীত করেছে। কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তন হয় অনেক কিছু আমিও এর ব্যতিক্রম রইলাম না । মজার বিষয় হল আমার এই উদাসীনতা পরিবর্তিত হল সচেতনতায়, যার দরুন অন্যের উদাসীনতা দেখলে তা পরিবর্তনের বৃথা চেষ্ঠায় লিপ্ত থাকি। প্রযুক্তি চর্চা করা খু্বই পছন্দ করি কিন্তু প্রযুক্তির ব্যাড টাইম স্পেন্ড আমাকে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে প্রায়ই বাধা প্রদান করে। আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি কিন্তু এখন ট্রাভেল করার জন্য টাকার চেয়ে সময়ের অভাবটা খুবই অনুভব করি। মুভি দেখা, হেবি সাউন্ডে গান শোন আর ক্রিকেট খেলা দেখার হবি ছিল অনেক দিনের কিন্তু নিষ্ঠুর সময় তা ক্রমশে কেড়ে নিয়ে যাচ্ছে। জীবনে পড়াশােনা কোন দ্নিই ভাল লাগে নি ,( ইভেন গল্পের বই ও ) আর কোন দিন এই পড়াশোনাকে মনে হয় না ভালোলাগাতে পারবো । এই সব ব্যাসিক কথার বাইরে আর কিছুু লেখা ঠিক হবে না ( পারসোনাল বলে কিছু জমিয়ে রাখতে হবে তো!!!! )। আজ এই পর্যন্তই, এই ব্লগে আমার বিরক্তিকর পোস্ট গুলোর জন্য সবার কাছে ক্ষামা চেয়ে নিচ্ছি।
দিন-তারিখ ঘোষনা করে ভালবাসা যায় না কি !!!!!!! তারপরও যখন সবাই একটি দিবসকে কেন্দ্র করে ভালবাসতে চাই তাদের কে আটকানো উচিৎ নয় । কারণ তারা ভালবাসার প্রকৃত মিনিং বোঝে না । আর যে দিন তারা ভালবাসার প্রকৃত মিনিং খুজে পাবে সেদিন হয়তো ভালবাসার মানুষটিকে খুজে পাওয়া তাদের জন্য কঠিন হয়ে যাবে। কারণ সে তো সারা জীবন সেই অর্থহীন ভালবাসার পিছনে ঘুরে বেড়িয়েছে তাই প্রকৃত ভালবাসা দাবী করাটা তার জন্য অপরাধ সমতুল্য হয়ে যাবে ।
================================================================
বি:দ্র: আসুন লোক দেখানো লোভ-লালোসার ভালবাসা থেকে সবাই দুরে থাকি । প্রকৃত ভালবাসাই হোক সকলের প্রকৃতির মত সত্য । ভালবাসা যদি সত্য হয়ে থাকে তাহলে তা একদিনের জন্য উতলিয়ে পড়ে না, বরং সকল দিনেই তা সমান থাকে ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯
মাসুদ_খান বলেছেন: আমরা তো দিন দিন লোক দেখানো ভালবাসায় বিশ্বাসী হয়ে যাচ্ছি ।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮
আবু তালেব শেখ বলেছেন: কতিপয় কিছু আবাল কিশোর কিশোরী যুবক, যুবতী এই দিনটার অপেক্ষায় থাকে। এরা ভালবাসার নামে কি করে সেটা সবাই জানে
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৩
রাজীব নুর বলেছেন: কিন্তু ভালোবাসা গোপন রাখা সম্ভব নয়।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: যথার্থই বলেছেন। লোক দেখিয়ে ভালবাসা হয় না।