![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট থেকে উদাসীন ভাবে বেড়ে উঠেছি যা আমাকে অনেক বার ভাবুক,কবি,মুডি,অহংকারী,আন-সোসাল,একরোখা ইত্যাদি নানা রকম উপাধীতে ভূসীত করেছে। কিন্তু সময়ের বিবর্তনে পরিবর্তন হয় অনেক কিছু আমিও এর ব্যতিক্রম রইলাম না । মজার বিষয় হল আমার এই উদাসীনতা পরিবর্তিত হল সচেতনতায়, যার দরুন অন্যের উদাসীনতা দেখলে তা পরিবর্তনের বৃথা চেষ্ঠায় লিপ্ত থাকি। প্রযুক্তি চর্চা করা খু্বই পছন্দ করি কিন্তু প্রযুক্তির ব্যাড টাইম স্পেন্ড আমাকে প্রযুক্তির সাথে এগিয়ে যেতে প্রায়ই বাধা প্রদান করে। আমি ট্রাভেল করতে খুবই পছন্দ করি কিন্তু এখন ট্রাভেল করার জন্য টাকার চেয়ে সময়ের অভাবটা খুবই অনুভব করি। মুভি দেখা, হেবি সাউন্ডে গান শোন আর ক্রিকেট খেলা দেখার হবি ছিল অনেক দিনের কিন্তু নিষ্ঠুর সময় তা ক্রমশে কেড়ে নিয়ে যাচ্ছে। জীবনে পড়াশােনা কোন দ্নিই ভাল লাগে নি ,( ইভেন গল্পের বই ও ) আর কোন দিন এই পড়াশোনাকে মনে হয় না ভালোলাগাতে পারবো । এই সব ব্যাসিক কথার বাইরে আর কিছুু লেখা ঠিক হবে না ( পারসোনাল বলে কিছু জমিয়ে রাখতে হবে তো!!!! )। আজ এই পর্যন্তই, এই ব্লগে আমার বিরক্তিকর পোস্ট গুলোর জন্য সবার কাছে ক্ষামা চেয়ে নিচ্ছি।
আমরা পুরুষ মহল সাধারণত সুন্দরী মেয়েদের নিজ জীবন সঙ্গীনি হিসেবে পেতে খুবই অাগ্রহী হয়ে থাকি । কিন্তু আমরা হয় তো কখনোই ভাবি না যে ঐ সুন্দরী মেয়েদের কাছে আমাদের এই জীবন সঙ্গীনি হিসেবে চাওয়ার অাগ্রহ-টা তাদের কাছে কতটুকু মূল্য রাখে । সাধারণত সুন্দরী মেয়েরা ভাবে যে তারা যা চাই তাই-ই ঠিক, তাদের এক্সপেকটেশনের শেষ নাই। তারা মনে করে তাদের পেতে হাজার হাজার পুরুষ মানুষ অপেক্ষা করছে তাই তারা ভালবাসার চাইতে সমাজের অবস্থানের দিক থেকে কতটা উপরে উঠতে পারবে সেই হিসাব-নিকাশ নিয়ে ব্যস্ত থাকে, সুন্দরী মেয়েদের কাছে ভালবাসা হচ্ছে খাতা-কলমের হিসাব নিকাশ । তারা নিজেদের মহারানী ভিক্টোরিয়া ভাবতে বেশি পছন্দ করে । বর্তমানে যে শুধু সুন্দর্য দিয়ে কিছু হয় না সে বিষয়ে তাদের কোন মাথা ব্যাথা নাই। সুন্দরী মেয়েরা নিজেদের অবস্থান, যোগ্যতা এবং ক্লাস কোন বিষয়ে সচেতন থাকে না, তারা মনে করে যে তারা আহামরি কি না কি হয়ে গেছে । আর আমাদের সমাজেরও একটা বদ অভ্যাস আছে যে সুন্দরী মেয়ে দেখলেই তাদের সাথে প্রেম করতে হবে তাদের একটু চামচামী করতে হবে। কিন্তু আসলে জীবনে পথ চলার জন্য পুরুষ-দের একজন দ্বায়ীত্ববান মেয়ে মানুষ অত্যন্ত জরুরী অার সুন্দরী মেয়েরা সাধারণত দ্বায়ীত্ববান হয় না কারণ তারা সারা জীবন ঐ নষ্ট সমাজের হেল্প নিয়ে নিয়ে বড় হয়েছে তাই দ্বায়ীত্ব কি জিনিষ তা বুঝে উঠা হয় না তাদের। তাই সকল পুরুষের উচিত মোটা-মুটি দেখতে এমন একজন মেয়েকে পছন্দ করা এবং সেই মেয়ের রুপের অহংকার এর চেয়ে গুনের পরশ বেশি। বোকা পুরুষ প্রেমিক-মহলদের উদ্দেশ্যে বলছি সুন্দর্যের পেছনে না ছুটু সুন্দর একটি জীবন গড়ে তোলার জন্য নিজে পরিশ্রম করুন এবং মোটা-মুটা দেখতে গুনোবতি একজন মেয়ের সন্ধান করুন । আশা করি আপনাদের আগামী জীবন সুখে শান্তিতে ভরে উঠবো । আর যারা সুন্দরী মেয়েদের বিয়ে করে বিড়ম্বনায় ভুগছেন তারা অবশ্যই জানাবেন তাগের অসঙ্গতির কথা গুলো । সকলের জন্য শুভ-কামনা রইল ।
১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
মাসুদ_খান বলেছেন: সব লেখাই যে সবার ভাল লাগবে এটাই স্বাভাবিক । তবে আপনার কথার সত্যতা আছে । তবে আমাদের সমাজের প্রকৃত ঘটনাই তুলে ধরার চেষ্টা করেছি অার বেশির ভাগ যা ঘটবে সেটাই তো ঢালাও ভাবে আলোচনা হবে এটাই স্বাভাবিক। ব্যতিক্রম কখনো উদাহরণ ছাড়া আর কিছু ভাবা উচিত হবে না । আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ ।
২| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম ।ঠিক বলেছেন ।আপনার সাথে আমি একমত ।এর জন্য আমরাই দায়ী ।। আমাদের সমাজের
কিছু লোক আছে ।মেয়ে দেখলে পুরা অস্থির হয়ে থাকে ।আর সুন্দরী হলে তো কাজ ই হল।
চামচামি ,পাম মারা , যা লাগে ।বিশেষ করে ফেসবুকে ।।।
ফেসবুকে তো মেয়েরা ক সব লেখেই কবি সাহিত্যিক হয়ে যাচ্ছে এই লোকদের জন্য।।
সম্পাদক গুলো ফ্রিতে কাজ করতেও তারা প্রস্তুত।।
এটা বাস্তব দেখা ।মিথ্যা না।।।নারী দেখলে লুলু পরে এদের ।
১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪১
মাসুদ_খান বলেছেন: অামাদের সমাজ নারী অধিকার নিয়ে কথা বলে আবার কোন মেয়ে যদি ভাল কোন উদ্মোগ নিয়ে কাজের জন্য এগিয়ে যায় তাহলে সমাজ তাকে বাজারের মেয়ে বানিয়ে দিতে উঠে পড়ে লাগে । আজব সমাজ ব্যবস্থা আমাদের । আর আমাদের সমাজে আমরা মেয়েদের প্রতি একটু বেশিই অগ্রহী বা কৌতুহলী। এটা আমাদের গোটা সমাজ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে । আমাদের সকলকেই এই বিষয় গুলির দিকে নজর দিতে হবে । আর আপনার মন্ত্যবের সাথে একমত ।
৩| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩২
রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
রাকু হাসান বলেছেন: ঢালাও ভাবে বলা টা ভাল লাগেনি আমার । আমার দেখা কিছু মেয়ে আছে যারা ,মনে-দেহে,কাজে-কর্মে,আচার-ব্যবহার বলতে গেলে সব দিক দিয়েই সুন্দর এখন বলতে পারেন ,এমন মেয়ে কয়জন আছে ? খুঁজলেই পেয়ে যাবেন । অবশ্য এটাও ঠিক অধিকাংশ মেয়েই চায় একটি সামাজিক শক্ত অবস্থান । হয়তো তাদের দুর্বল সামাজিক অবস্থাগত কারণেই হয়ে আসছে । তবে এটা পাল্টে যাচ্ছে -যাবে । সুতারাং আমি বলবো ‘‘সব সুন্দর মেয়েরাই এক না ব্যতিক্রম আছে । তবে সংখ্যাটি কম ।