নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহঁসা হৃদয় কাঁঁদে

আমি একজন ক্ষুদ্র মহাপুরুষ.।.।.।.।.।।

সহঁসা হৃদয় কাঁঁদে › বিস্তারিত পোস্টঃ

আসুন সচেতন হই!

১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৭

অনিচ্ছাকৃত শর্তেও লিখছি। দেশের যে অবস্তা কখন কে গুম হয়ে যায় বলা মুশকিল! আসলে নিজের কল্লা বাঁচানো ফরজ কথাটা সবার মস্তিষ্কে থাকা উচিৎ। কিন্তু আমার কলমের বলপয়েন্টের মাথায় এমন কিছু কথা নড়াচড়া করছে। তাই না লিখে পারলাম না। আমরা বাসায় বসে যখন টম এন্ড জেরি দেখি, খুব আনন্দ পাই মজা লাগে- এমন কি হাতে হাততালিও বাঁজাই। ঠিক তদ্রুপ বহিঃবিশ্বের সবাই ইন্টারটেইনমেন্ট হিসাবে বেছে নিয়েছেন আমাদের দেশের দুই নেত্রীকে। মনে হচ্ছে বেগম খালেদাজীয়া টম আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেরি। আমার বিশ্বাস, তারা শুধু আনন্দই পাচ্ছে না- এই টম এন্ড জেরি দেখে হাতে হাততালিও বাজাচ্ছে। এই দেশটা মনে হচ্ছে একজনের স্বামীর অথবা অন্যজনের বাবার পত্তিক সম্পত্তি। মূলত দুই নেত্রী হলো একজন পাটা আরেকজন পুঁতা, এই পাটাপুঁতার মাঝখানে আমরা সাধারণ জনগণ আদা, আলু, রসুন, পিঁয়াজ, মরীচ-এই হলো আমাদের অবস্থান। আর মাঝখান থেকে ফায়দা লুটছে মুখোশধারী কিছু দরবেশ বাবারা। এই ধারাবাহিকতার পরিবর্তন হওয়া উচিৎ আমি মনে করি। কিন্তু কিভাবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.