নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাসাফাদ্দৌজা নোমান

আমার ভিতরে আমি স্বতন্ত্র জীবন যাপন করি।

নোমান নমি

এই শহর ব্যাস্ততার রোষানলে, সভ্যতা গড়ছে নাগরিক। আমি তখন অলস মস্তিস্কে শয়তানের কারখানার একনিষ্ঠ শ্রমিক। ফেসবুক: https://www.facebook.com/kasafaddauza

নোমান নমি › বিস্তারিত পোস্টঃ

পটকা ভাই- আজ মামাত বোনের বিয়ে।

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৪০

প্রেমিকার বিয়ে দেয়া তার কাছে ডাল ভাত। নিজ হাতে কত প্রেমিকার হাত আরেকজনের হাতে সঁপে দিয়েছেন তার কোন হিসেব নাই। আর বিয়ে দেয়া মানে যদু মধুর মত না, নিজে উপস্থিত থেকে বিয়ে বাড়ির কাবিলদের মধ্যে একজন হয়ে সে প্রেমিকার বিয়ে দিয়েছে। এমনটাই আমাদের পটকা ভাই।পটকা ভাইয়ের স্বভাব চরিত্র সম্পর্কে অলরেডি সবাই জেনে ফেলেছেন।এ জীবনে যতগুলো মেয়েকে ভালবেসেছেন সবাইকে জীবন দিয়ে ভালবেসেছেন।জীবনটা কেবল রয়ে গেছে অথচ প্রেমিকাদের বেশীর ভাগরই বিয়ে হয়ে মা হয়ে স্কুলের গেইটে সন্তানের জন্য অপেক্ষা করেন।



পটকা ভাইয়ের পরিচয়টা দেয়টা জরুরী।পটকা ভাইর বাবা সরকারী বড় অফিসার।পটকা ভাই ভীষন ভাল মানুষ।তবে একটু পাগলাটে।তার নাম পটকা ভাই কেন সেটা আমি জানিনা।তবে সবাই পটকা ভাই নামেই ডাকে।তবে উনি পটকা মানে ফাউল টাইপের না।নাম দিয়ে কি আর মানুষ বিচার করা যায়? তাহলে সাবেক ক্রিড়া মন্ত্রী পটল ক্ষেতের মালিক হতেন অথবা পটল তুলতেন।



কিছুদিন আগে মোড়ের দোকানে কযেকজন আড্ডা মারছিলাম,হঠাৎ দেখলাম পটকা ভাই হন্তদন্ত হয়ে কোথায় যেন ছুটছে। জিজ্ঞেস করলাম। কিন্তু উত্তর না দিয়ে হাত দেখিয়ে চলে গেল। পটকা ভাই অনেক ব্যস্ত মানুষ। পেশায় বেকার। এ পেশায় উনি অনেকদিন যাবত। পেশাটাকে অত্যন্ত ভালবাসেন। দায়িত্বের সাথে সারাদিন লেগে থাকেন কাজে।



একদিন পটকা ভাই খুব বিমর্ষ মুখে দোকনে এসে বসলেন।আমি জিজ্ঞেস করলাম কি হল পটকা ভাই মন খারাপ কেন?এমনিতে পটকা ভাইর মন খারাপ হওয়া আশ্চর্য্যের ব্যাপার। উনি বলল “নোমান আমার জন্য একটা চাকরী দেখতে পারবি?

কথা শুনে আমি অবাক হলাম। জিজ্ঞেস করলাম হঠাৎ চাকুরী ক্যান ভাই?



-আর বলিস না আব্বা নাকি আমাকে বিয়া করাবে।পাত্রী রেডী।আমার মামতো বোন।খালি আমি চাকরী পেলেই বাসর রাত হয়ে যাবে।তারপর লাইট বন্ধ।কিন্তু এ জিনিস আমি কই পাই?



জলিল নামের বন্ধুটি বলল “তারপর দশমাস দশদিন পর….



-চুপ কর



তাহের ভাবতে ভাবতে অবচেতন মনে বলল “দশমাস দশদিনই যে লাগবে তা তুই নিশ্চিত কিভাবে হলি?

পটকা ভাই এবারও ধমক দিয়ে থামিয়ে দিল “আগে আমার চাকরী দরকার সেটা নিয়ে কিছু কর”



চিকনা তাহের বলল "ভাই টেনশন কইরেন না।আফনের চাকরী রেডী"।

তাহের চিকনা হলেও মোটা দরের চাপা ধ্রুব সত্যের মত বলতে পারে।

পটকা ভাই কিছুটা অবাক কিছুটা অবিশ্বাসের ভঙ্গিতে বলল কি চাকরী? আর জানসতো আমি সব কাজ করতে পারি না।



-আরে ভাই আপনি চাকরী করবেন ক্যান চাকরী আপনাকে করবে।



পটকা ভাই খুশী মনে চলে গেল। হবু বৌ মামাতো বোনের সাথে ফুচুর ফচুর টাইপের প্রেম হয়ে গেল। দুএকটা শর্ট ডেটিংও নাকি হয়েছে। একদিন ডেটিংয়ে মামাত বোন চাকরীর কথা বললে পটকা ভাই চিকনার উপর পুরা ভরসা করে বললেন “আর চাকরীতো আমি করবো না,চাকরী আমাকে কইরা টাকা দিবে”



কথাটা শুনে পটকা ভাইয়ের মামাত বোন হতচকিত দৃষ্টিতে পটকা ভাইয়ের দিকে তাকিয়ে থাকলেন।বুঝাই যাচ্ছে মামাত বোন অন্যকিছু ভেবে ফেলেছে। মুখ ফসকে সেটা বেরও করে ফেললেন “কি বললা তুমি???

পটকা ভাই মুহুর্তে বুঝে গেলেন।মনে মনে চিকনাকে গালি দিয়ে বললেন “না মানে এটাতে অশ্লীল কিছু ভাবার কোন ওয়ে নাই,এটা সৃজনশীল অর্থে ব্যবহৃত”।আম জাম কাঠাল পাতা বুঝিয়ে সেদিনের মত মামাতবোনকে সামলালেন পটকা ভাই।





কিন্তু কিছুদিন পর তার মামতো বোন বুঝে গেল আর যাই হোক পটকা ভাইকে দিয়ে চাকুরী হবে না,চাকুরীকে দিয়ে পটকা ভাইকে করানা যাবে না।মামার পরিবার থেকে মামাতো বোনের অন্যত্র বিয়ে ঠিক হয়ে গেল।পটকা ভাইয়ের দুখে দেবদাস অথবা শাকিব খান হয়ে যাওয়ার কথা থাকলেও তিনি সে বিয়েতে বরযাত্রী খাওয়ানোর দায়ীত্ব পেলেন। কাজী আনার ব্যাপারটাও নাকি উনি দেখেছিলেন। সবাই প্রেমিক হতে পারে,তবে কতজন প্রেমিক পটকা ভাই হতে পারে? আমরাও বিশেষ দাওয়াতে বিয়েতে গেলাম ।গিয়ে দেখলাম পটকা ভাই এক বেয়ারাকে বুঝাচ্ছেন "এখানেই বর বসবে,তার আপ্যায়নে যেন কমতি না হয়,বুইঝেন কিন্তু আমার আপন বোন এর জামাই।ঠিকমত না খাওয়াইলে মামার বদনাম হবে”



খাওয়া দাওয়া পর্ব শেষ বন্ধুরা মিলে পটকা ভাইয়ের আরও হাজার খানেক মামাত বোনের বিয়ের জন্য মোনাজাত করলাম। বৌ দেখতে উঁকি মারলাম কনে ডিপার্টমেন্ট। পটকা ভাইয়ের মামাত বোনকে বৌয়ের সাজে দেখে নিজের উপর নিজের রাগ হল। এ জীবনে কেন পটকা ভাই হতে পারলাম না। বিয়ে না করতে পারি দুএকটা শর্ট ডেটিংতো করতে পারতাম। মুখে কেজি দশেক মেকআপ থাকলেও ভিতরেযে কঠিন সুন্দর তাতে কোন সন্দেহ নাই!

সবশেষে এলো সেই মহেন্দ্রক্ষন।কনে বিদায় দেয়া হবে। নিয়ম অনুযায়ী বৌ কান্না করবে হাউমাউ করে,বৌয়ের বাবা শব্দহীন কান্না করতে করতে রুমাল দিয়ে মুখ মুছবে এবং বৌয়ের মা তার মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদবে।কিন্তু হল উল্টোটা।



কিন্তু পুরুষ কন্ঠে হাউমাউ কন্ঠে কে কাঁদে? উৎস খুজতে গিয়ে দেখি পটকা ভাই। একি উনি কাঁদছেন কেন? মামাত বোনের বিয়েতে কনের ফুফাত ভাই কাঁদার ইতিহাস বোধহয় পটকা ভাই শুরু করলেন।

পটকা ভাইয়ের কান্নার ভঙ্গি বলে দিচ্ছে তিনি সুযোগ পেলে হয়ত কনেকে জড়িয়ে ধরে কাঁদতেন, কিন্তু অতটুক সুযোগ এখনো পাননি। বৌকে যখন গাড়ীতে তোলা হল পটকা ভাই নয়া জামাইর কাছে গিয়ে বলে “আমার বোন খুব আদর যত্নে মানুষ,আপনারা কিন্তু ওর দিকে খেয়াল রাখবেন” ফিরে আসার সময় প্রাক্তন প্রেমিকা আপন মামাত বোনের দিকে তাকিয়ে বললেন “ভাল থাকিস বোন,শ্বশুড় শ্বাশুড়ির সাথে মিলে মিশে থাকিস”



সবশেষ করে পটকা ভাই আমাদের দিকে হন্তদন্ত হয়ে এসে বললেন “এই কই বিরি দে,কতক্ষন বিরি খাইনা।মামা কত বড় দায়িত্ব দিছে আমারে।একটা বিয়া সামলানো আর যুদ্ধ করা সমান কথা।সবকিছু ঠিকঠাক মত হইয়্যা গেছে।বইন আমার নিশ্চয় সুখী হবে”



পটকা ভাইকে নিয়ে আগের লেখাগুলো

নরকের প্রথম স্তর।

নরকের ২য় স্তর।

সুপার ষ্টার কাউ

বিলকিস তুমি কেবলই একজন বিলকিস

মন্তব্য ৯০ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৯০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৮

কালীদাস বলেছেন: মর্মান্তিক গল্প, আর আপনে এমনে ভেটকায়া ভেটকায়া লেখলেন?! আপনে মানুষ??! ;)

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫২

নোমান নমি বলেছেন: এই জন্য আমি সবার কাছে সরি। পটকা ভাইয়ের দুখে আমি শোকাচ্ছন্ন।কি করা যায় বলেনতো।

২| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৬

আশকারি রহমান বলেছেন: ওহ!!!

হাসতেই আছি ......

কালীদাসের কমেন্টে ঝাঝা

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৫

নোমান নমি বলেছেন: আশকারির পাশের বাসার মেয়েটার দিকে পটকা ভাইয়ের নজর পড়ছে।

সাবধান!!

৩| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৭

বেঈমান আমি বলেছেন: ২য় ভালো লাগা দিয়া গেলাম নোমান ব্রো।

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৬

নোমান নমি বলেছেন: ধন্যবাদ মশা ভাই B-) B-)

৪| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:৫৯

শায়মা বলেছেন: পটকা ভাই এর শেষে বিয়েই হলোনা!!!:(

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৬

নোমান নমি বলেছেন: কুন একদিনতো নিশ্চিত হবেই!!!
কার সাথে সেটা শিউর না।

৫| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৪

ছাইরাছ হেলাল বলেছেন:

কালীদাস বলেছেন: মর্মান্তিক গল্প, আর আপনে এমনে ভেটকায়া ভেটকায়া লেখলেন?! আপনে মানুষ??!

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৭

নোমান নমি বলেছেন: লেখক বলেছেন: এই জন্য আমি সবার কাছে সরি। পটকা ভাইয়ের দুখে আমি শোকাচ্ছন্ন।কি করা যায় বলেনতো।

৬| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:০৫

মাকিন বলেছেন: Super golpo! Hit golpo! O¥ this potka vi, ala¥s.....

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৮

নোমান নমি বলেছেন: ধন্যবাদ মাকিন ভাই। পটকা ভাইয়ের মনে বড় দুখ্খ।দোয়া রাইখেন তার জন্য।

৭| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৩

ছাইরাছ হেলাল বলেছেন:

আমাদের আম জাম কাঠাল পাতা বুঝিয়ে হলেও
আপনি কিন্তু ভালই লিখেছেন ।
নিজের দিকেও হাল্কা খিয়াল রাইক্কেন কিন্তু ।

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৯

নোমান নমি বলেছেন: সেজন্য খুশী লাগতাছে।নিজের দিকে হাল্কা না একটু বেশী খেয়াল রাখতে হবে।আফসুস আমার মামাত বোন নাই।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৬

জাতির নানা বলেছেন:
আহারে........... সামুর সব লুলগুলা যদি ফটকার মত হইয়া যাইতে পারত :-B :-B :-B :-B :-B :-B


২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩২

নোমান নমি বলেছেন: পৃথিবীর সব লুল পটকা ভাইয়ের মত হইলে খারাপ হইত না নানা।তবে পটকা ভাই কিন্তু বিরাট লুল

৯| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৮

রাতুল_শাহ বলেছেন:

ভাই কোন চিন্তা কইরেন না, আপনার জন্য শাবনুল - কপির মত মেয়ে ঠিক করতেছি।

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৫

নোমান নমি বলেছেন: পটকা ভাইয়ের মান ইজ্জত খাইয়েন না। দেখি পটকা ভাইরে ক্যাটরিনার লগে ফিট করতে পারি নাকি।

১০| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:২৯

সহ্চর বলেছেন: আজকের স্ট্যাটাসঃ৩য় প্রেমিকা কে তার স্বামীর হাতে তুলে দিয়ে ৪র্থ জন কে খুজসি।ভাংব তবু মচকাবো না। ;) ;) ;) ;)



শুধু মাত্র স্ট্যাটাস।কোন ব্যাক্তির সাথে মিল খুঁজবেন না,প্লীজ। :P :P :P

পটকা ভাইয়ের দুঃখে চোখে পানি চলে এল। :(( :(( :((


রম্যে +++

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫১

নোমান নমি বলেছেন: ভাংব তবু মচকাবো না। ;)--কড়া ডায়ালগ।
তবে ভাঙ্গার ক্ষেত্রে যত্ন নিয়েন।বলাতো যায় কি ভাঙ্গতে কি ভাঙ্গে :( :(

না না ব্যাক্তির সাথে কিভাবে মিল খুজি।ব্যাক্তিতো সেদিন বিরানী খাইয়ে মুখ বন্ধ করে দিয়েছে।

টিস্যু লন।বাংলা টিসু।

১১| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মর্মান্তিক গল্প!
পটকা ভাই দেখি এ কালের সব চাইতে ভালো মানুষ!!

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০৮

নোমান নমি বলেছেন: বড়ই মর্মান্তিক এবং দুখ্খজনক।

পটকা ভাইয়ের প্রেম চাই। দেইখেনতো। একটা।

১২| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:০৩

দূর্যোধন বলেছেন: কালীদাস বলেছেন: মর্মান্তিক গল্প, আর আপনে এমনে ভেটকায়া ভেটকায়া লেখলেন?! আপনে মানুষ??! ;)


গল্প পৈরা কমেন্ট করতে গিয়া আর পার্লাম না !! হাহাপগে!

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:১১

নোমান নমি বলেছেন: যাতে হাহাপগে না হইয়া কমেন্টস করতে না পারেন সেজন্য আপনার কমেন্টস চুরি কইরা আপনারে দিলাম।

উপকরনসমূহ- স্কচটেপ,দুটি হাত,একটি মুখ,আয়না।
ধাপ সমূহ-
১।আয়নার সামনে দাড়ান।
২। স্কচটেপ হাতে নিন।
৩।ডান হাতে স্কচটেপ ধরুন,বামহাতে মুখের এককোনা পরিমাপ করুন।
৪।বামহাতে স্কচটেপের অবস্থান পরিবর্তন না করে ধীরে ধীরে ডান দিকে মুখের অক্ষরেখা বরাবর চেপে ধরে টানুন।
৫।টানা শেষ হয়ে গেলে আলতো চাপ দিয়ে ভালো করে সেঁটে নিন।
৬।'আমি কথা বলতে চাই'- বলতে চেষ্টা করুন।

অভিনন্দন,আপনার হাসি ও কথা,দুটোই বন্ধ হয়েছে ;)
এবার দয়া করে কমেন্টস করুন

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:২২

স্বর্ণমৃগ বলেছেন: মাইনষের দুঃখে আপনে মশকরা করেন! আপ্নে মিয়া লুক ভালা নাহ!
ভালা হয়ে যান নাইলে খপর আছে! ;)

২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:২৬

নোমান নমি বলেছেন: মৃগ ভাই ক্ষেইপেন না নেক্সটে পটকারে বিয়া করায়া দিমু।মাইয়্যা দেহেন।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:২২

অপরিনীতা বলেছেন: আহা... পটকা ভাই ভীষণ ভালো মানুষ.....

=p~ =p~ =p~ =p~ ...

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:০৯

নোমান নমি বলেছেন: প্রেমে পইড়া গেলে নাকি???

পটকা ভাইরে ঘটনা জানাইতে হয় B-) B-) B-)

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:২৩

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ৮নং প্লাস সেই সাথে কালিদাসের ঝাঝা কমেন্ট !!


হাসতেই আছি !!

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১০

নোমান নমি বলেছেন: এইবারতো থামান। ভাই আপনে কেমনে হাসেন কনতো?? আপনিতো এরচে বেশী হাসির গল্প লিখেন??

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:২৭

ইন্টারন্যাশানাল বান্দর বলেছেন: দুঃখে পেটটা ফাইটে যাইতেসে :( :(( :((

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:১৪

নোমান নমি বলেছেন: আপাতত পেট চাইপা ধরেন,নইলে সামনে বিরাট ঝামেলা আছে।

১৭| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৩

আমি তানভীর বলেছেন: কালিদাসের কমেন্টে ঝাঝা ;)

পটকা ভাইয়ের লাইগ্যা নেত্রকোণায় জল এসে গেল :((

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫৬

নোমান নমি বলেছেন: কালিদাসতো কাপাইয়্যা দিল।

নেত্রকোনার জল নেত্রকোনায় রাখেন বাইর হইলে বন্যার সম্ভাবনা আছে।

১৮| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৮

নিশাচর ভবঘুরে বলেছেন: সহ্চর বলেছেন: আজকের স্ট্যাটাসঃ৩য় প্রেমিকা কে তার স্বামীর হাতে তুলে দিয়ে ৪র্থ জন কে খুজসি।ভাংব তবু মচকাবো না। =p~ =p~ =p~ =p~ =p~

বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেলো যেনো :(

তবে ভালো লেগেছে। ইয়ে পটকা ভাইকি আপনি? :P :P :P

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০২

নোমান নমি বলেছেন: লেখক বলেছেন: ভাংব তবু মচকাবো না। ;)--কড়া ডায়ালগ।
তবে ভাঙ্গার ক্ষেত্রে যত্ন নিয়েন।বলাতো যায় কি ভাঙ্গতে কি ভাঙ্গে :(

তাড়াতাড়ি শেষ হয়নি আপনি বোধহয় বউ দেখার ব্যাপারটা ইঙ্গিত করছেন।আমি পটকা ভাই হইলে কি আর মামত বোনের বিয়া দিতাম।পালাইয়্যা কাজ সাইরা ফেলতাম।

১৯| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৯

জোবায়ের নিয়ন বলেছেন: বেচারা পটকা ভাইরে আর কেলাস না।এবার বিয়ে দিয়ে দে।ঘর সংসার করুক।

আগের গুলোর মতই বেদনা :( মিশ্রিত মজার :)

ভাল লাগা রইলো।

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৩

নোমান নমি বলেছেন: সংসার নিশ্চয় একদিন করবে।কিন্তু এত দ্রুত সংসার করলেতো স্বাধীনতার ১২ টা বাজবে।

২০| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০১

হাসান মাহবুব বলেছেন: পটকা ভাইরে ভালো লাগসে। কোন ফটকামির মধ্যে নাই।

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১৪

নোমান নমি বলেছেন: পটকা ভাই ভাল ,নামে আর কামে ভিন্ন।

২১| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০৮

রাতুল_শাহ বলেছেন: লেখক বলেছেন: পটকা ভাইয়ের মান ইজ্জত খাইয়েন না। দেখি পটকা ভাইরে ক্যাটরিনার লগে ফিট করতে........ পারি নাকি।
ধূর ভাই, আপনি মানুষই নন।
পটকা ভাই শেষ।
প্রথমে ক্যাটরিনা, তারপর আইরিন, আইলা, নার্গিস..........
সামলাইতে পারবে না।

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৪৪

নোমান নমি বলেছেন: আপনি পটকা ভাইয়েরে চিনতে ভুল করছেন।তিনি ক্যাটরিনা,আইরন,জরিনা ,কুলসুম,নার্গিস কোহিনুর সব সামলাইতে পারবেন।আগে আইনা দেন।

২২| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৮

শহিদুল ইসলাম বলেছেন: পটকা :#) :#) :#)

ভালো লাগসে :)

পটকা নহে ফটকা
খায় খালি ভদকা ;) ;) :P :P :P

৩০ শে জানুয়ারি, ২০১২ ভোর ৪:১২

নোমান নমি বলেছেন: আপনার কবিতা পটকা ভাইকে মেইল করে দিব।

২৩| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫০

বড় বিলাই বলেছেন: পটকা ভাইয়ের বইন সুখী হোক। আফটার অল পটকা ভাই মন থিকা দুয়া করছে।

৩০ শে জানুয়ারি, ২০১২ ভোর ৫:০০

নোমান নমি বলেছেন: পটকা ভাইয়ের বোন সুখী হোক।
দোয়া করার জন্য আপনাকে ধন্যবাদ।

২৪| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৩

অথৈ সাগর বলেছেন: পটকা ভায়ের জন্য পাত্রি চাইয়া সামুতে এক খান পোস্ট দিমুনে :P

চমত্তকার রম্য ।

৩০ শে জানুয়ারি, ২০১২ ভোর ৫:১৩

নোমান নমি বলেছেন: খুব দ্রুত দেন। বিয়া খামু।বহুদিন বিয়া খাইনা।পটকা ভাইয়ের সাথে কোন ব্লগারের বিয়া হইলে দারুন হপে।

২৫| ২৯ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:৫৫

সুদীপ্ত কর বলেছেন: এতদিন ঝানতাম মেয়েরা ধুম করে প্রেমিক কে ভাই বানায়া দেয়.. 8-| 8-| 8-|

৩০ শে জানুয়ারি, ২০১২ ভোর ৬:০৮

নোমান নমি বলেছেন: কত অজানারের.......
দিন বদলাইছে না//////////

২৬| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৪

ফয়সাল তূর্য বলেছেন: আহারে পটকা ভাই!! :( :( :(

৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৫

নোমান নমি বলেছেন: আফসুস কইরেন না,একদিন পটকা ভাই অন্য কারো মামত বোনরে বিয়া কইরা আনবে।আপনারে বিয়ার দাওয়াত।

২৭| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৮

মিরাজ is বলেছেন: হা হা হা। মজা পেলাম।

৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:১২

নোমান নমি বলেছেন: পটকা ভাইয়ের দুঃখে মজা পাইছেন?? আপনি মিয়া মানুষ??

২৮| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৪৯

অন্য মানুষ।। বলেছেন: কান্দুন আসতে ছে ।।

৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:২৬

নোমান নমি বলেছেন: থাক কাইন্দেন না। পটকা ভাইয়েরও একদিন বিয়া হইবো।

২৯| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৯

নাঈম আহমেদ আকাশ বলেছেন: পটকা ভাইয়ের লেইগা কষ্ট লাগতাছে । :(

৩০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪২

নোমান নমি বলেছেন: যান পটকা ভাইরে কইয়্যা বিয়াতে দাওয়াত দিমু আপনারে।

৩০| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:৩৩

ভিয়েনাস বলেছেন: আপাতত পটকা ভাই পাশের বাড়ির খেদমতে বিজি থাকুন :)

৩০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪৮

নোমান নমি বলেছেন: আপনার কথা বুঝিতে পারিলুম না।

৩১| ৩০ শে জানুয়ারি, ২০১২ ভোর ৪:৫১

কামরুল হাসান শািহ বলেছেন: মজা পাইলাম।

পটকা ভাই আপনার মতো ভিজা চরিত্র

৩০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪৯

নোমান নমি বলেছেন: পটকা ভাই আমার মত সহজ সরল।

৩২| ৩০ শে জানুয়ারি, ২০১২ ভোর ৬:০২

কাউন্সেলর বলেছেন:
চাকরীতে সৃজনশীলতা! পটকা ভাইতো ফটকা না।
ভালো লাগলে বেশ!

৩০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ২:৫১

নোমান নমি বলেছেন: বিরাট সৃজনশীলতা।

৩৩| ৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৮

জিসান শা ইকরাম বলেছেন:
কালীদাস বলেছেন: মর্মান্তিক গল্প, আর আপনে এমনে ভেটকায়া ভেটকায়া লেখলেন?! আপনে মানুষ??!
++ হা হা হা হা

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৪

নোমান নমি বলেছেন: খুবই দুঃখজনক।আপনিও হাসতাছেন।ঝাতি সহ্য করবে না।

৩৪| ৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৩

রোকন রাইয়ান বলেছেন: মজা পাইলাম ভাই =p~ =p~ =p~ =p~ =p~

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৪

নোমান নমি বলেছেন: আস্তে হাসেন মানুষ শুনবে।

৩৫| ৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:২৬

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: হা হা !! যেই ছবিটা দিছ সেইটা দেইখাই তো একচোট হাসলাম :|

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৫

নোমান নমি বলেছেন: ছবিটার মালিক গুগল মামা।

৩৬| ৩০ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৫৬

ধূসরধ্রুব বলেছেন: পড়ছিলাম কাল রাতেই , কমেন্টও করছিলাম , মাগার নেটের জন্য পোস্ট হয় নাই :(( :(( :((


মামাতো বোনের কথা মনে পড়ে গেল :( :(

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৫৫

নোমান নমি বলেছেন: আপনি পড়ছেন??? :|| :||

শিউরতো ???

B-) B-) B-)

৩৭| ৩০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫০

লেখোয়াড় বলেছেন:
আপনেও একটা বিয়ে করেন।
আমাদের একটু খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন।

৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১১:০১

নোমান নমি বলেছেন: আমিতো চাই।বাপ মা বুঝে না। তাদেরকে বুঝান লাগপে।
পটকা ভাইয়ের বিয়াতে দাওয়াত পাবেন কনফার্ম।

৩৮| ৩০ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৫২

রাতুল_শাহ বলেছেন: লেখক বলেছেন: আপনি পটকা ভাইয়েরে চিনতে ভুল করছেন।তিনি ক্যাটরিনা,আইরন,জরিনা ,কুলসুম,নার্গিস কোহিনুর সব সামলাইতে পারবেন।আগে আইনা দেন।
তাই নাকি!!!!!!!!!
তাহলে তো পটকা ভাইয়ের একটা অটোগ্রাফ নিতে হয়।

৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২২

নোমান নমি বলেছেন: ঠিকাছে শুধু আপনাকেই অটোগ্রাফ দিবে পটকা ভাই।

৩৯| ৩০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:১১

অন্য মানুষ।। বলেছেন: বিয়া তে কিন্তু দাওয়াত দেওন লাগবো পটকা ভাই B-)) B-))

৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২২

নোমান নমি বলেছেন: অবশ্যই কার্ড ছাপাইয়্যা দাওয়াত দিমু।

৪০| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩২

তন্ময় ফেরদৌস বলেছেন: হা হা। :)

৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:২৩

নোমান নমি বলেছেন: হাসতাছেন ক্যান? কারো দুখে এভাবে হাসতে নাই।

৪১| ৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১২:৫০

ঈষাম বলেছেন: পুরাই পাঙ্খা :D

৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ১:১১

নোমান নমি বলেছেন: ধন্যবাদ ইষাম।

৪২| ৩১ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫১

নীলমেঘ আমি বলেছেন: একুশে বই মেলা ২০১২ এর প্রকাশিত নতুন বই এর জানতে বা জানাতে ভ্রমন করুন http://www.lekhok.net
লেখক ও বই
বাংলা ভাষা ও বাংলাদেশি লেখক ও বইয়ের তথ্য কণিকা
আপনার বই এর তথ্য এখানে দিন,
একুশে বই মেলা ২০১২
বই এর ফ্রি বিজ্ঞাপন ও তথ্য জানাতে

১ বই নাম
২ লেখক
৩ প্রকাশক ও প্রকাশনী
৪ পচ্ছদ
৫ বই কি নিয়ে ও ভুমিকা
৬ বই নিয়ে হালকা আলোচনা
৭ প্রকাশকাল
৮ বইয়ের দাম
৯ বইয়ের ছবি (এপিঠ ওপিঠ একসাথে)
এবং আপনার বই নিয়ে যদি আরো কোন আলোচনা থাকে তা পাঠিয়ে দিন এই ই-মেইল এ... [email protected]

৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৩

নোমান নমি বলেছেন: আমার বই নাই!!! :(( :((

তবুও ধন্যবাদ।অনেক কাজে লাগবে।

৪৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৯

ফারজুল আরেফিন বলেছেন: :) :) :) :) +

০২ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৫৩

নোমান নমি বলেছেন: B-) B-) B-)

৪৪| ০৫ ই জুলাই, ২০১২ রাত ১২:৩৫

ৈসকত ইসলাম বলেছেন: প্রচন্ড দু:খ্য+হাসির গল্প ++++++

০৫ ই জুলাই, ২০১২ রাত ১:১১

নোমান নমি বলেছেন: আপনি বড় নিষ্ঠুর। এখানে হাসি কই পাইলেন?????????

৪৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২০

হাতীর ডিম বলেছেন: চমৎকার :D :| :(

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

নোমান নমি বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.