নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বন্দুরা ,আমি আবুবকর মো: সুফিয়ান আমি একজন মুসলমান আমি আমার ধর্ম ইসলাম কে খুব ভালোবাসি কেউ যদি মনে করেন যে সুধু মাত্র ইসলাম কে ভালোবাসার কারনে বা ধর্মে বিশ্বাস করার কারনে আমার সাথে বন্দুত্ব করবেন না, সেটা আপনার ব্যপার, কিন্ত আমি ইসলাম কে ভালোবাসি

৩ তারকা

সম্মান করুন সম্মান পাবেন

৩ তারকা › বিস্তারিত পোস্টঃ

কয়েকদিন আগের ঘটনা।

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪২

কয়েকদিন আগের ঘটনা।
এলাকার বড় ভাই। জিয়া ভাই। প্রচন্ড রোদে রাস্তায় ঘুরতেছিলেন।
এমতাবস্থায় তার প্রচন্ড প্রস্রাবের বেগ পেল। বাংলাদেশের মানুস, চিপা খুঁজতে সমস্যা হল না। তিনি রাস্তা থেকে আড়াই ইঞ্চি সাইজের এক্টা পাথর তুলে নিয়ে জলবিয়োগ করতে গেলেন।
অল্পসময়ের মধ্যেই শান্তি পাওয়ার আজয়াজ বের হতে থাকল তার গলা থেকে। বুঝা গেল তলপেট হাল্কা হওয়ার খুশি বর্ধিত-রূপে গলা দিয়ে বের হচ্ছে।
কিন্তু হঠাত! চিতকার শোনা গেল, "মা গো!"
প্রায় সাথে সাথে জিয়া ভাইকে লাফাতে দেখা গেল।

পরে কাহিনি বোঝা গেল, প্রচন্ড রোদে রাস্তার পাথর প্রচন্ড গরম হয়ে ছিল। মূত্রবিসর্জন শেসে ভাই যখন সেই গরম পাথর দিয়ে তার সাধের গোপন স্থান মুছতে গিয়েছেন তখন প্রচন্ড গরম পাথর তার গোপ্ন জিনিসের মাথার নরম চামড়ায় চরম ছেক দিয়েছে।
একটু পর জিয়া ভাই বল্লেন, "পাথর গরম সেটা হাতে নিয়েই বুঝেছিলেন তিনি কিন্তু সেটা যে এমন ছ্যাকা দিবে সেইটা বুঝতে পারেন নি।"
পরের দিন জিয়া ভাইকে খুব আস্তে ধীরে হাটতে দেখা গেল। কারন জিজ্ঞাসা করার পর জানা গেল, "মরার পাথর জিনিসের মাথায় ফোস্কা বানায় দিছে!"

মরাল অব দ্য স্টোরি: যেখানে সেখানে মুতিবেন না। এবং বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই টিস্যু লইয়া লইবেন


কপি করে নেওয়া

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.