![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হযরত জিবরাঈল (আঃ) ২৪ হাজার বার দুনিয়াতে হুজুর (সাঃ) এর দরবারে এসেছিলেন।
এক সাক্ষাতে হুজুর (সাঃ) জিবরাঈল (আঃ) কে জিঙ্গাসা করেছিলেন,
,
হে জিবরাঈল !
আমার ইন্তেকালের পরে তুমি কতবার দুনিয়াতে আসবে?
তিনি বললেন, ১০ বার আসব এবং প্রতিবারই একটি করে জিনিস তুলে নেব।
,
দশম জিনিসটা তুলে নেওয়ার পর ঈসরাফিল (আঃ) সিঙ্গায় ফুঁ দিবেন এবং কেয়ামত আরম্ভ হবে।
,
দশটি জিনিস হল:-
1. বরকত তুলে নেব।
2. এবাদত থেকে মজা তুলে নেব।
3. পরস্পর মহব্বত তুলে নেব।
4. লজ্জা তুলে নেব।
5. হক বিচার তুলে নেব।
6. ছবর (ধর্য্য) তুলে নেব।
7. আলেম থেকে সত্য কথা তুলে নেব। অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না
8. ধনীদের সৎ সাহস উঠিয়ে নেব।
9. ঈমানদার থাকবে না, ঈমান উঠে যাবে।
10. ক্বারীদের কাছ থেকে কোরআনের তেলোয়াত তুলে নেব।
Copy=anwarul islam originally shared to Bangladesh Google+ (Bangladesh Talk):
২| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৬
রোষানল বলেছেন: 1. বরকত তুলে নেব।
2. এবাদত থেকে মজা তুলে নেব।
3. পরস্পর মহব্বত তুলে নেব।
4. লজ্জা তুলে নেব।
5. হক বিচার তুলে নেব।
6. ছবর (ধর্য্য) তুলে নেব।
7. আলেম থেকে সত্য কথা তুলে নেব। অর্থাৎ একদল আলেম জানা সত্ত্বেও হক কথা বলবে না
8. ধনীদের সৎ সাহস উঠিয়ে নেব।
9. ঈমানদার থাকবে না, ঈমান উঠে যাবে
এগুলো সব কম্পিলিট
৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৪
মোঃ সাকিব সরোয়ার বলেছেন: ভাই, রেফারেন্স লিঙ্ক টা কি দেয়া যায় ?
৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৪
সাদী ফেরদৌস বলেছেন: আমার তো মনে হয় সব গুলাই তোলা শেষ ।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২১
আহলান বলেছেন: ৭ নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে ...