নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বন্দুরা ,আমি আবুবকর মো: সুফিয়ান আমি একজন মুসলমান আমি আমার ধর্ম ইসলাম কে খুব ভালোবাসি কেউ যদি মনে করেন যে সুধু মাত্র ইসলাম কে ভালোবাসার কারনে বা ধর্মে বিশ্বাস করার কারনে আমার সাথে বন্দুত্ব করবেন না, সেটা আপনার ব্যপার, কিন্ত আমি ইসলাম কে ভালোবাসি

৩ তারকা

সম্মান করুন সম্মান পাবেন

৩ তারকা › বিস্তারিত পোস্টঃ

ঐশীর ফাঁসী এই প্রশ্নগুলোর জবাব কি?

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫২


ঐশীর ফাঁসী হয়েছে-পিতা-মাতা খুণের অপরাধে~
কিন্তু নীচের এই প্রশ্নগুলোর জবাব কি?

একজন আইনের ছাত্র হিসাবে প্রশ্নের উত্তর গুলা জানা আমার জন্য খুব প্রয়োজন। আদও কি প্রশ্নের উত্তর পাবো কিনা জানি না। তবু জিজ্ঞাসা সমাজ, রাষ্ট্রের কাছে...
১) যে নাইট ক্লাব ঐশীর মতো এক কিশোরীর জন্য সারারাতভর দরজা খুলে রেখেছিলো- তাদের কি হবে?
২) যে লোকগুলো নিষিদ্ধ ইয়াবা, মাদক দ্রব্য ঐশীর হাতে তোলে দিয়ে ওকে বিপথগামী হতে প্রলুব্ধ করেছিলো-ওদের কি হবে?
৩) যারা ঐশীর হাতে অত্যন্ত শক্তিশালী ঘুমের ঔষধ শত শত বিক্রি করেছিলো কোনো প্রেসক্রিপশান ছাড়াই - তাদের কি হবে?
৪) দেশের বিভিন্ন গডফাদার, ইয়াবা সম্রাট হিসাবে কথিত রাঘব বোয়ালরা যারা এরকম শত শত ঐশীর হাতে ঠিক এই মুহুর্তে ইয়াবা তোলে দিচ্ছে- তাদের কি হবে?
৫) আধুনিকতা আর প্রগতির নামে যারা অশ্লীলতাকে একেবার শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে- কোমলমতি কিশোর কিশোরীদের জীবনকে যারা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে -তাদের বিচার কে করবে?
৬) আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কখন ঘরে ফিরছে? ওর বন্ধু কারা - ওরা করে কি? এসব খেয়াল রাখছেন কি?
৭) অসৎ উপায়ে অর্জিত অর্থের লাগামহীন ব্যবহার হচ্ছে নাতো?
৮) একটি কিশোর ছেলে/মেয়ে মাসে ৫০ থেকে ১ লক্ষ টাকা দিয়ে করে কি?
৯) আপনি আপনার ছেলেমেয়েদের নৈতিক শিক্ষা দিচ্ছেন নাকি বিষাক্ত এক পতঙ্গের পরিচর্যা করছেন?
ঐশী'র ফাঁসি হলেই কি আর কোনো ঐশী তৈরী হবেনা↓!!!
ঠিক এ মুহুর্তে হয়তোবা ঐশীর মতো অন্য কোনো কিশোর-কিশোরী ইয়াবার নেশায় মাতাল হয়ে পড়ে আছে। অথবা ইয়াবা/মাদক কেনার অর্থের জন্য মরিয়া হয়ে অবৈধ, গোপন, অনৈতিক -অন্ধকার পথের দিকে পা বাড়াচ্ছে।
যে ছেলে মেয়ের ঘরে বসে স্কুল কলেজের হোম ওয়ার্ক করার কথা সে এখন,কোনো নাইট ক্লাবের গোপন ঘরে কোনো মদ,শরাব আর - হুক্কা সংস্কৃতির ধোঁয়ায় বিভোর হয়ে আছে।
যে গডফাদার নামক মেশিনগুলো আজ সমাজে অসংখ্য ঐশী তৈরী করছে-সেই মেশিনগুলোই আগে ধ্বংস করা হোক।
-Din Islam Mujahid

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২

ইকবালবিডি০৯ বলেছেন: আমার দেশের আইন গুলো আসলে অপরাধ দমনের জন্য নয়। সে খানে ঐশি কি? বাকি টুকু অামি বলব না আপনি বুঝে ..........।

২| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

খোলা মনের কথা বলেছেন: আমাদের দেশের আইন, গাছের পাতা কেটেঁ গোড়া পরিচর্যা করা। কেউ গোড়া কাটার কাজটা করতে যায়না

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

স্টেনটোরিয়ান বলেছেন: চোরা না শোনে ধর্মের কথা। ড্রেনে তো ময়লা পানি থাকে। পিপাসা লাগলে কি আপনি সেই পানি খান? যে এইসব করতে চায় সে কোন না কোন রাস্তা বের করে ফেলবে। ঐশীর বাবা-মা সময় থাকতে লাগাম ধরেনি, তার খেসারত তারা জীবন দিয়ে দিয়েছে। সেটা সেইসব বাবা-মা যারা সন্তানদের নিয়ন্ত্রন করেনা তাদের জন্য উদাহরন। আর ঐশীর ফাঁসি হবে সেই সব উশৃঙ্খল ছেলেমেয়ের জন্য উদাহরন। ঐশীর অপরাধ করার যুক্তি না খুঁজে এমনি এমনিও মদ-গাজা-ইয়াবা ব্যবসার বিরুদ্ধে রুখে দাড়ানো যায়। এসব অবৈধ ব্যবসার প্রতিবাদ যখন ঐশী নামক বিপথগামীদের ব্যনারে করা হবে তখন সেই প্রতিবাদ তার স্বকীয়তা হারাবে।

৪| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

৩ তারকা বলেছেন: স্টেনটোরিয়ান...apner sate eak mot.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.