নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফয়জুল মহী I মোহাম্মদপুর । ঢাকা ।

নেওয়াজ আলি

হে পরমেশ্বর,এই নশ্বর নিখিল সৃষ্টিতে রেখো না ওই মানুষ যার ভিতর নরত্বের অভিনিবেশ নাই ।

নেওয়াজ আলি › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি ও তৃতীয় লিঙ্গ (হিজড়া) । (১ম পর্ব) ।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০২


সাধ-আহ্লাদ সবই আছে। আছে প্রবল ভালোবাসার অনুভূতি। ঘরবাঁধার স্বপ্নও দেখেন তারা। কিন্তু প্রকৃতির খেয়ালে তাদের রয়েছে সীমাবদ্ধতা। শাররীকভাবে মিলিত হলেও সন্তানের মুখ দেখতে পান না তারা। তবু ঘর পাতেন। একসঙ্গে সংসার করেন। কিন্তু তাদের সংসার, ঘরবাঁধা ভিন্ন রকমের।

তাদের মধ্যে আছে বৈচিত্র্যতা। প্রত্যেক হিজড়াই একজন পুরুষ সঙ্গী খোঁজেন। পুরুষ সঙ্গীরা তাদের বন্ধু হিসেবে পরিচিত। এই বন্ধুকে ভালোবাসার বন্ধনে বেঁধে রাখতে চান তারা। হিজড়াদের কাছে এই বন্ধু ‘পারিক’ নামে পরিচিত। তাদের প্রেম, বিয়ে ও সংসার সম্পর্ক এবং জীবন হচ্ছে এক গোপন ট্র্যাজেডি। তাড়িখানায় রুপালির গান-নৃত্য মুগ্ধ করে তাকে। প্রেমে পড়ে যান আরমান।

আরমান বড় সন্ত্রাসী ও রাজনৈতিক নেতা।আর আরমানকে ভালোবেসে পেলেন রুপালি। রুপালি স্বপ্ন দেখেন আরমানকে নিয়ে। কিন্তু নিজের দুর্বলতার কথা ভেবে সাহস পান না। শেষ পর্যন্ত আরমান প্রস্তাব দিলে তিনি বলেন, ‘আমি তো হিজড়া’। আরমান প্রথমে বিশ্বাস করেন না। তার চির চেনা পৃথিবী যেন অচেনা মনে হয়,কিন্তু রুপালীকে ভুলে যাবে কিছুতে না।পরবর্তীতে হিজড়া জেনেই রুপালির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়েন। ছুটিয়ে প্রেম করেন তারা। তাদের মধ্যে একটা চুক্তি হয়। এই চুক্তিকে ‘বিয়ে’ বলেন হিজড়ারা। কয়েকজনকে সাক্ষী রেখে নোটারি পাবলিকের মাধ্যমে একটি চুক্তি করা হয়। আরমানের সব ভরণ পোষণও রুপালি বহন করেন।

রুপালি আরমানকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। তাকে কোনো কষ্ট করতে দেন না। তাকে নিয়ে দেশ-বিদেশে বেড়াতে গেছেন অনেকবার। তবে আরমান অন্য কোনো নারীর কাছে যাবেন তা সহ্য হয় না রুপালির। তাই ক্রমান্বয়ে অন্যের কাছ থেকে দূরে সরিয়ে এনেছেন তাকে। দীর্ঘ কয়েক বছর ধরেই রুপালির সঙ্গেই বসবাস করেন আরমান।আবার বাড়িতেও টাকা পাঠান আরমান,সব টাকা দেন রুপালি। আরমনাকে নিয়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বসবাস করেন রুপালি।

হিজড়ারা টাকা নিয়ে বাসায় ফিরে তা তুলে দেন গুরুমার হাতে। বিনিময়ে গুরুমা থাকা, খাওয়া, নিরাপত্তার ব্যবস্থা করেন। গুরুমাই অভিভাবক। তবে ঠএকজন সঙ্গী বা পারিক খোঁজেন সবাই। প্রত্যেক হিজড়াই নিজেকে নারী ভাবতে পছন্দ করেন। এজন্য একজন পুরুষ সঙ্গী খোঁজেন।রুপালীর বান্ধবী জোছনার একজন পারিক আছে। ওই পারিক অনেক ভালো,শিক্ষিত। একজন পারিকের সঙ্গে একাধিক হিজড়ার সম্পর্ক হতে পারে না। যদি কখনো এরকম হয় তাহলে কঠিন বিচার করেন গুরুমা। এ অপরাধে ওই হিজড়ার জরিমানা হয় । অন্যদিকে পারিককেও ভর্ৎসনা করা হয়। (চলবে)।

(বিঃ দ্রঃ আগের লেখা এটি ২৫ পর্বের একটা গল্প । হিজড়াদের নিয়ে চাঁদগাজী ভাই পোষ্ট দেওয়ায় আমিও পোষ্ট দিলাম । তাদের নিয়ে কাজ করার সামন্য অভিজ্ঞতা হয়েছে তবে পরিবারের বাধার কারণে গোপনে করতে হয়। তিন চার বছর আমি হিজড়ার সাথে চলে এবং খোজ নিয়ে যা জেনেছি তা লিখে রাখলাম। )

ছবির এই তিনজন হিজড়া সমাজসেবা অধিদপ্তরে চাকরী করে ।

মন্তব্য ৪৫ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:


একটা দেশে ৫০ বছর ধরে, শারীরিক ব্যতিক্রমতার কারণে একটা শিশুকে পরিবার ছাড়তে হচ্ছে, এটা কি একটা জাতি, এটা কি একটা দেশ? আমেরিকায় বা কানাডায়, একজন প্রতিবেশী কি জানে কোন পরিবারে ৩য় লিংগের বাচ্চা আছে? স্কুলের শিক্ষক ও ডাক্তার ব্যতিত বাকীরা জানে না বললেই চলে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪১

নেওয়াজ আলি বলেছেন: আসলে আপনি যেভাবে দেশ নিয়ে সমাজ নিয়ে ভাবেন সেইভাবে অন্যজন ভাবে না। আপনি সত্যকার দেশ প্রেমিক এতে কোন সন্দেহ নেই। এদের সাথে চলে , ছবি দেখে , অভিজ্ঞ জনের সাথে কথা বলে, বিভিন্ন বই পড়ে নিজের মত করে লিখেছি । তবে আশার কথা এরা এখন কাজ করে খেতে চায়।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৭

ৎঁৎঁৎঁ বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ। পরের সংখ্যাগুলোর অপেক্ষায় থাকলাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৪

নেওয়াজ আলি বলেছেন: আপনাদের ভালো লাগলে সব পর্ব পোষ্ট করবো ।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাস্তব গল্প পড়ে ভাললাগলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৬

নেওয়াজ আলি বলেছেন: এদের সুখ দুঃখ আমি খুব কাছে হতে দেখার চেষ্টা করেছি।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: ভাল লেখেছেন নেওয়াজ আলি দা

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৭

নেওয়াজ আলি বলেছেন: আপনি আমার ভালোবাসা নিবেন

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৬

সাগর শরীফ বলেছেন: এদের জীবনধারা আমিও অনেক কাছ থেকে দেখেছি। আমাদের মফস্বলে হিজড়া গোষ্ঠীর যে সর্দারনী তার নাম যমুনা। আমাদের বাড়িে প্রায় আসত। আসলে এদের শুধু চাই একটু ভাল ব্যবহার। সেটুকুই এরা পায় না, অধিকার তো অনেক পরের বিষয়।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৯

নেওয়াজ আলি বলেছেন: হিজড়াদের ভালো মন্দ সব আমার দেখা হয়েছে। এদের সবাই খারাপ না । আমি কাজ করি আমি জানি।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫

মিরোরডডল বলেছেন:



১ নং মন্তব্যের সাথে পুরোপুরি একমত । এরকম জন্মের জন্য শিশুটার কোনও ভূমিকা নেই অথচ তাকে পরিবার থেকে সরিয়ে নেয়া হয় । পুরো বিষয়টা এতোটা ব্রুটাল আর অমানবিক, পৃথিবীর অন্য কোথাও এরকম হয়না । এ বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি ও সমাজ ব্যবস্থার পরিবর্তন খুবই জরুরি । এ শিশুগুলোও যেন সমাজের আর সব শিশুদের মতোই পরিবারের মধ্যে থেকে বড় হয় এবং সব ধরণের সুযোগ সুবিধা পায় । তাদের যেনো আলাদা করে আইডেন্টিফাই না করা হয় ।


০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫৪

নেওয়াজ আলি বলেছেন: পুরো ২৫ পর্ব পড়লে বুঝবেন সব । অন্যের কথা কি বলবো আমার মা ও বউ পর্যন্ত পছন্দ করে না এদের সাথে চলি এদের নিয়ে কাজ করি । এরা আমার বাসায় আসতো আড্ডা দিতাম ছবি তুলেছি এখন চুপি চুপি কাজ করি । এরা ভালোবাসার কাঙ্গাল ।

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৪

নতুন বলেছেন: আমরা নিজেদের সভ্য বলে দাবি করি কিন্তু অনেক কাজ সমাজ করে যেটাপ্রমান করে যে সভ্য হতে এখনো হাজার বছর বাকি।

একটা শিশু জন্মের পরে তাকে পরিবার হিজড়াদের দিয়ে দেয় সমাজ কথা বলবে এই করানে।
একটা নারীকে এখনো পতিতা লয়ে বিক্রি করে দেয় ( হাজারো পতিতার কাহিনিই এটা )
একজন পতিতা মুসলিম বলে নিজেকে দাবি করলেও মারা যাবার পরে তাকে সাধারন ভাবে কবর দেয়া হয় না্
যৌতুক নেয়া খুবই সাভাবিক একটা বিষয় আমাদের সমাজে।
দূনিতি করে কোটি টাকা আয় করলে সেই সমাজে মানিগুনি মানুষ। কিন্তু জ্ঞানী মানুষ টাকা না থাকলে কোন মূল্য নেই।
রিক্সাওয়ালা, দৈনিক শ্রমিক, বাড়ীর কাজের মানুষ বা যারা অল্প আয়ের মানুষ তাদের গায়ে শিক্ষিতরা হাত তোলে এবং অনেকেই গর্বকরে বলে যে ঐদিন অমুকরে এক ঘা দিয়েছি।

হিজড়া সমস্যা আমাদের সমাজের সৃস্টি। সমাজ ভালো হলেই এই সমস্যা চলে যাবে।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০০

নেওয়াজ আলি বলেছেন: আসলে সভ্য হতে পারিনি এখনো । হিজড়া সবাই খারাপ না । আমাদের কারণে তারা খারাপ হয়। এদের সবাই অবহেলা করে দুর দুর করে । সব পর্ব পোষ্ট করবো যদি আপনাদের ভালো লাগে।

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৮

আমি সাজিদ বলেছেন: নেওয়াজ ভাই, হিজড়া শব্দটায় আমার আপত্তি।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০২

নেওয়াজ আলি বলেছেন: হা হা হা । সবাই এই নামে তাদের চিনি। সাথে থাকুন তাদের সব নাম দিব।

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভাই নেওয়াজ আলী, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখছেন, সাথেই আছি চলুক আপনার লেখা।
আপনার কি মনে আছে যায়যায়দিন বিশেষ সংখ্যাগুলোতে প্রায়ই এই বিষয়ে লেখা থাকতো। তুজো ভাই, ক্যাপ্টেন রফিকুল বারী ভাই সহ আমিও এই বিষয়ে যথেষ্ট লেখালেখি করেছি। সম্পাদকীয়তে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান স্যার ও তালেয়া রেহমান ম্যাম ও লিখেছেন।


০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:০৮

নেওয়াজ আলি বলেছেন: ভালোবাসা মাহমুদ ভাই। যায়যায়দিন হতে আমার লেখার হাতেখড়ি । শফিক স্যার যে মইন মিলার একটা লেখা দিতেন খুব মনে পড়ে। বিশেষ সংখ্যা একটাও মিস করিনি সব পড়েছি । হিজড়ার সব কথা লিখতে চেষ্টা করেছি যদি বলেন আস্তে আস্তে পোষ্ট দিবো

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮

সাজিদ উল হক আবির বলেছেন: ধন্যবাদ নেওয়াজ ভাই একটি অচ্ছুৎ সম্প্রদায়কে নিজের লেখনীর বিষয়বস্তুতে পরিণত করবার জন্যে। হিজড়ারা নিজেদের নারী ভাবতে পছন্দ করে উল্লেখ করলেন। তথ্যটি সঠিক। যেকোনো হিজড়াকে আপা বলে সম্বোধন করলে সাধারণত ভালো ব্যবহার পাওয়া যায়।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১১

নেওয়াজ আলি বলেছেন: আসলে সবাই কিন্তু চাঁদাবাজ না । ওরা খেয়ে পরে বাঁচতে হবে । কেউ এদের পছন্দ করে এমনকি মা বাপ।

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮

ঢুকিচেপা বলেছেন: ভাল একটি বিষয় নিয়ে লিখেছেন।
একটা শ্রেণী চাঁদাবাজি করলেও কিছু আছে যারা খুব পরিশ্রমী।
ট্রেনিং দিলে এরা দক্ষ শ্রমিক হবে পারবে কিন্তু এই বিষয়ে কোন একটি সংগঠনকে অবশ্যই এগিয়ে আসতে হবে।

পরের পর্বের অপেক্ষায় রইলাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২১

নেওয়াজ আলি বলেছেন: এরা মডেলিং করে পার্লারে কাজ করে । আরো সরকারও এগিয়ে আসতেছে

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২২

নেওয়াজ আলি বলেছেন: ব্যস্তার ভিতরও পড়েছেন সাজ্জাদ ভাই ধন্যবাদ ।

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: হিজরে মানে দুই হাতের তালি দেওয়া, পয়সা চাওয়া এবং গালভর্তি হাসি। ট্রেন-বাসে ঘাটে সবাইকে অ্যাড্রেসিং, শাহরুখ-সালমান নামে।আর না দিলে শুরু হয় কটু কথার ফুলঝুরি। আমরা ভদ্রলোকেরা তাদেরকে দেখে 14 হাত তফাতে চলে যায়। বরং সমাজের নিম্নবিত্তরা একটু হাসাহাসি করে সামর্থ্য অনুযায়ী কিছুটা আর্থিক সাহায্য করেন। কখনো জানতামই না তাদের সমাজের কথা। তাদের হৃদয়ের কথা। চমৎকার মানবিক পোস্টে লাইক।
পরের পর্বের অপেক্ষায় রইলাম।
শুভেচ্ছা জানবেন‌ নেওয়াজ ভাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৫

নেওয়াজ আলি বলেছেন: আস্তে আস্তে লেখায় আসবে হাতের তালি । আসলে হিজড়াদের মা বাবাই মেনে নেয় না । অন্যরা এদের ঘৃণা করে ভয় পায় । আপনি আমার পছন্দের একজন ।

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৯

ইলি বলেছেন: ধন্যবাদ ভাই, লিখতে থাকুন।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৮

নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা নিবেন ।

১৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।

১৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: পরের পর্বের অপেক্ষায় থাকলাম।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৯

নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা নিবেন । সাথে থাকবেন আপনি আমি জানি।

১৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:১৩

কল্পদ্রুম বলেছেন: আচ্ছা, লেখাটা এরকম হবে কি? রূপালির ভরণপোষণও আরমান বহন করে। আরমান নেতা মানুষ। তার যথেষ্ট অর্থ থাকার কথা৷আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:২৯

নেওয়াজ আলি বলেছেন: আসলে নেতা মানে ধোকাবাজ । নেতার পরিবারও আছেও তবুও রূপালীর সাথে থাকে এবং খায় নিজেরটা জমা করে।

১৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:২৭

রিয়াদ হাকিম বলেছেন: নেওয়াজ ভাই, আমার কিছু প্রশ্ন ছিল। হিজড়া এর ইংরেজি কি? ট্রান্সজেন্ডার রা কি হিজড়া? আমেরিকায় (বিভিন্ন সিনেমায় খেয়াল করে থাকবেন হয়তো) অনেক লোক দেখা যায় যারা দেখতে এবং পোশাক আশাকে পুরুষ ধরণের - কিন্তু তাদের কথা বার্তা অঙ্গভঙ্গি মেয়েলি - এরা কি হিজড়া? হিজড়াদের লৈঙ্গিক বৈশিষ্ট্য কি ধরণের (তারা কি লিঙ্গ গতভাবে কি পুরুষ ধরণের নাকি নারী ধরণের নাকি উভয়)?

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৪

নেওয়াজ আলি বলেছেন: আপনার সব প্রশ্নের উত্তর পাবেন । যদি আমার লেখার ২৫ পর্ব সবটি পড়েন । তাই আমি সব পর্ব পোষ্ট দিব।

১৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:০২

ডঃ এম এ আলী বলেছেন:


আপনার বাস্তব অভিজ্ঞতা সমৃদ্ধ তথ্যপুর্ণ লেখাটি বেশ মনযোগ দিয়ে দেখলাম ।
একই বিষয়ে গতকাল চাদগাজীর একটি পোষ্টে বিস্তারিত একটি মন্তব্য করেছি।
মনে হয় আপনি সেটি দেখেছেন । ৩য় লিংগের প্রতি সামাজিক মানসিকতা
পরিবর্তন করতে হবে ,সেসাথে তাদের নীজেদেরো মানসিকতার পরিবর্তন
করতে হবে ।তাদের সমাজের মুলধারার একজন স্বাভাবিক মানুষ হিসাবে
বেড়ে উঠার সুযোগ তৈরী করে দিতে হবে ।

পোষ্টটি প্রিয়তে গেল ।

শুভেচ্ছা রইল

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৫

নেওয়াজ আলি বলেছেন: পরিবার সমাজ এবং দেশ সবাই দায় । তবে হিজড়ারা এখন কাজ করে মড়েলিং করে কিছু পুলিশ অফিসার এবং এনজিও তাদের পাশে আছে, আমিও একটু জড়িত আছি ।

২০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৯

তারেক ফাহিম বলেছেন: চলুক, পর্ব অপক্ষোয় আছি।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৪৫

নেওয়াজ আলি বলেছেন: Ok

২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: হিজড়া দের নিয়ে নানা কথা শোনা যায়, নানা ঘটনা ঘটে। তার মধ্যে একটা হচ্ছে নকল হিজরা।
২৫ পর্বের গল্প!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: আসল নকল সব লিখেছি ২৫ পর্বের লেখায় ।

২২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭

নতুন নকিব বলেছেন:



ভালো বিষয় নির্বাচন করেছেন। তাদের প্রতি সমাজ এবং রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৪৯

নেওয়াজ আলি বলেছেন: সরকার এনজি পুলিশ এবং কিছু লোক এদের জন্য কাজ করছে।

২৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:১৭

সোহানী বলেছেন: আমার কাছে কেন সবার কাছেই আমাদের বা পূর্ব ভারতীয়দের এ ধরনের বিহেব সম্পূর্ণ অমানবিক। একটি শিশুর তার জন্মে উপর কোনই হাত নেই। অথচ তাকে জীবন দিয়ে তার অর্পনূতাকে ঢাকতে হবে। শুধু অমানবিকই নয় চরম অমানবিক। ওরা আর সাধারন মানুষের মতো জীবন ধারন করবে, ওদের ইচ্ছে নাচবে, ইচ্ছে চাকরী করবে, ইচ্ছে হলে বিয়ে করবে সেটা আমি বা আপনি বাঁধা দেবার কে?? আসলে আমরা যে কতটা অমানুষ তা আমরা নিজেরাই জানি না।

আপনার সিরিজটা অনেক ভালোলেগেছে।

২৪| ২৪ শে মার্চ, ২০২১ রাত ৮:২৪

খায়রুল আহসান বলেছেন: পর্দার অন্তরালের গল্পের এ সিরিজটা পড়া শুরু করলাম। এ বিষয়ে জানার আগ্রহ রয়েছে প্রচুর, কিন্তু সঠিক তথ্য সহজলভ্য নয়। আশাকরি, আপনার এ সিরিজটা পড়ে অনেক কিছু জানতে পারবো।
চাঁদগাজী হিজড়াদের নিয়ে যে পোস্ট লিখেছিলেন, সেটার লিঙ্ক দিতে পারবেন?
আমার এক বাল্যবন্ধু বারডেম এর প্রসিদ্ধ এনডক্রিনোলজিস্ট ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। তিনি মানুষের হরমোনজনিত রোগ নিয়ে কাজ করেন। তিনি একদিন আমাকে কথায় কথায় জানিয়েছিলেন, হিজড়াদের করুণ জীবন কাহিনী শুনলে চোখের পানি ধরে রাখা যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.