নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমিন আলম রিপন

স্বপ্ন মানে

আমি ভালোবাসি বাংলাদেশকে।

স্বপ্ন মানে › বিস্তারিত পোস্টঃ

কম্পিউটার ড্রাইভ ডাউনলোড বিষয়ক সাহায্য চাই।

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

আসসালামু আলাইকুম।আশা করি এই ব্লগের সংশ্লিষ্ঠ সবাই ভালো আছেন। আমি আমার পিসি তে ব্রডব্রান্ড ইন্টারনেট এর মাধ্যমে ইন্টারনেট চালাই। সবই ঠিকঠাক মতই চলছিল কিন্তু গতকাল windows setup দেওয়ার পর থেকে Lan অর্থাৎ সময়ের বাম পাশে মনিটর এর মত অংশে লাল X চিহ্ন যেটা পূর্বে হলুদ ছিল। আমার কাছে motherboard এর সিডি না থাকায় motherboard এর সিরিয়ার নম্বর দেখে অন্য এক পিসি থেকে সিরিয়াল নম্বর অনুযায়ী Lan drive download করে আমার পিসি তে setup দিয়েছি।তারপরও লাল X চিহ্ন দূর হয়নি।উল্লেখ্য মডেমের মাধ্যমে ইন্টারনেট কানেকশন পাওয়া যায়।পূর্বে ও একই ধরনের সমস্যা দেখা দিয়েছিল তখন এক কম্পিউটারের দোকান থেকে ড্রাইভ দিয়ে এনেছিলাম।কিন্তুু দোকান টা আজ বন্ধ ছিল। তাই আপনাদের সমীপে আমার এ পরামর্শ চাওয়া।আমার পিসির motherboard এর নাম Gigabyte এবং সিরিয়াল নাম্বার GA-G41MT-S2P। আশা করি যে ভাইয়েরা জানেন তারা আমাকে সাহায্য করবেন।অগ্রিম ধন্যবাদ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৭

স্বপ্ন মানে বলেছেন: আশা করি অভিজ্ঞ ভাইয়েরা সাহায্য করবেন।

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৬

এম. রহমান বলেছেন: ১। পিসি’র কনট্রোল প্যানেলে যান।
২। নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেন্টার--এ যান।
৩। সেট আপ এ কানেকশন অর নেটওয়াক -এ যান।
৪। কানেক্ট টু দ্য ইন্টারনেট-এ ক্লিক করুন।
৫। সিলেক্ট হলে “নেক্সট” ক্লিক করুন।
৬। এবার আপনি যদি কোনো ব্রডব্যাণ্ড লাইনের গ্রাহক হন, তবে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড লিখুন।
৭। ওকে করুন।

আপাতত এটুকুই যথেষ্ট। লাল X চিহ্ন দূর হবে। তবে ইন্টারনেট কানেক্ট হতে ওই আইকনে ক্লিক করতে হতে পারে, ক্লিক করে কানেক্ট ইন্টারনেট অপসন পাবেন। সেখানে ক্লিক দেবেন। এতে কাজ না হলে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা তাদের কোনো লোককে ডাকুন।

আপনি যেসব কাহিনীর অবতারনা ও বর্ণনা দিয়েছেন সেসবের কোনটারই দরকার নেই। দরকার শুধু উপরে বর্ণি১-৭ পর্যন্ত নির্দেশিকা ছাড়া। চেষ্টা করে দেখুন।

ধন্যবাদ।



৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭

স্বপ্ন মানে বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮

স্বপ্ন মানে বলেছেন: এম রহমান ভাইয়ের কথামতন আমি সব করার পরেও লালX চিহ্ন না যাবার কারনে ইন্টারনেট সার্ভিস প্রোভইডার দের ফোন দিছিলাম। নেট কানেক্ট হয় না এবং error 638 লেখা দেখানোর কারনে তারা বলল Lan uninstall হয়েছে।আপনাকে Lan install দিতে হবে।এখন আমি Lan drive কিভাবে পেতে পারি #এম রহমান ভাই?

৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২০

কহেন কবি কালিদাস বলেছেন: নিচের লিঙ্ক দিয়ে চেষ্টা করে দেখতে পারেন । তবে ভাল হত আপনার পিসির ডিটেইলস দিলে...
http://www.helpjet.net/files-Gigabyte-GA-G41MT-S2P.html

৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

সুমন কর বলেছেন: আজকাল সব মাদার বোর্ডই তো সরাসরি ইনষ্টল হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.