![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সম্মানিত তাহরিরবাগের ব্লগার ভাইরা একটু যদি শোনেন । আপনেরা অইলেন এই প্রজন্মের বুদ্ধি বিবেক চিন্তার খনি , আপনাগো চেতনা অইল ভার্চুয়াল (পড়ুন অদৃশ্য) সামুরাই ,
বজ্রকণ্ঠে চিঁচিঁ শ্লোগান , বুকভরা বিদ্রোহী স্পর্ধা কপালে চিকন ঘাম , দীপ্ত পায়ে উসাইন বোলটীয় গতি ব্লা ব্লা ব্লা ... না না যদ্দিন শাহবাগ , গুলিস্তান , যাত্রাবাড়ী আর উত্তরা বাস স্ট্যান্ডে আছিলেন তদ্দিন আমরা একটুও বুজি নাই । আর বুজমু কেমনে মিডিয়া অলাগো লাইট , ক্যামেরা , একশানে আমরা মুখ্য সুখ্য আম জনতা এক্কেরে ভেবাচেকা খাইয়া গেছিলামগা । একটা মাস পেট ভর্তি ভেবাচেকা লইয়া শাহবাগে আমরা আনন্দ ফুর্তি গাল গল্পে ব্যতিব্যস্ত আছিলাম । আপনেরা কইছেন রাজাকারগো উপযুক্ত বিচার দেশ সোনার বাংলা অইব । আমরা হাততালি দিছি আর হ হ কইছি । আপনেরা যামাত শিবির রে ধমকি , হুমকি দিছেন , ইচ্ছামত গাইল দিসেন , গাইল যত "সেরকম" হইসে আমরাও সেরকম চিল্লাইছি আর বুবকা/ইসেনবায়েভার মত লাফাইছি । দেইল্ল্যা রাযাকারের ফাঁশির খবরে খুশী আর ধরেনা । আপনেরা কইছিলেন অরাই দেশের একমাত্র সমস্যা , ওগো ফাঁসি অইল একমাত্র সমাধান । আমরা ভাবছি , তানভীর সব টেকাটুকা গোছায়া জেলের ভিতরে চিরা মুড়ি হুগনা চাবায় , ওগো ফাঁসি অইলে সব ফেরত দিব , আমরা ভাবছি সালমাইন্না - লোটাইচ্চা শেয়ার বাজারের লুট করা টেকার হালখাতা (কার কত চুরি গেসে) ফাইনাল কইরা থুইসে , ভাবছি আবুল মাদারি বিশ্ব ব্যাংকেরে হুমকি দিয়া পদ্মার পারে না খায়া যে শুইছে আর ওডেনা খায় ওনা , কইছে শুধুমাত্র ব্রীজ অইলে নদীর হেই পারে গিয়া খাইব , তা আগে না । ইয়ুনী পে , ডেস্টিনি , সুরঞ্জিত ( নাকি কইসে ৭০ লাখ বার কানে ধইরা উঠবস করব) , বিপ্লব , বিশ্বজিত , ছাত্রলিগ , চোর ডাকাইত গুনডা পাণ্ডা , টেন্ডার, খুন , অপহরণ, বিনা বিচারে খুন , দখল , নিয়োগদারী ইত্যাদি ইত্যাদি কত্ত কত্ত কিছু ... বেবাকের জইন্য রাজারা দায়ি । ভাবছি বি এন পি কেয়ার টেকার লয়া টু শব্দ করবনা , আর ইলিয়াস আলী অগো ফাঁশি না অইলে দেশে আইবনা - লন্ডন থাইকা বার্তা নাকি পাঠাইসে । কিন্তু আমাগো ভেবাচেকা হজম হইয়া যাইতে থাকে জামাতিগ হরতালে , সাইদীরে চান্দে পাঠাইয়া অরা দেহি ভাঙ্গে আগুন দেয় , পুলিশ ও মরে ওড়াও মরে । আমাগো খিদা লাগা শুরু হয় । ভেবাচেকার গন্ধ স্মরন কইরা তাও খিচ্চা পইরা থাকি , ইয়টপিয়ার দেশের লেইগ্যা । চিটাগাঙে গিয়া ত পরলাম বিপদে । সরকারী পুলিশে কয় উলডা কতা , হেফাজতি মোল্লারা দিল সেরকম ধমক। এক ভেবাচেকা খাইয়া এক মাস কাটাইসি , সরকারেও ( লারায়া দে গ্রুপের এডমিন ) আর বিরানী সাপ্লাই দেয়না । মোল্লাগো দাবড়ানি খায়া একমাস পর আল্লার নাম মুখে লইয়া , আল্লা আল্লা করতে করতে উসাইন বোলটিয় গতিতে এক দৌড়ে ঢাকা । শাহবাগে অহন গাড়ী আর গাড়ী । মিশরের এম্বেসিতে আপনেরা অহন লাইন ধইরা খাড়ায়া থাহেন .........।।
©somewhere in net ltd.