নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন

অদ্বিতীয়া সিমু

পৃথিবীটা ঘুরে দেখার বড় শখ......স্বপ্ন আকাশ ছোঁয়া....

অদ্বিতীয়া সিমু › বিস্তারিত পোস্টঃ

পুরুষশাসিত নারীমন-২

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৫





পুরুষশাশিত নারীমন-২

অদ্বিতীয়া সিমু




ইপ্সির হাটখোলা চুলের দিকে চেয়ে রয়েছে রিমু। ওর কালো চুলের গোছা অনেক কমে গেছে বলেএকবার ঝেড়েও দিয়েছে ওকে। ওদিকে যেন ইপ্সির কোন ভ্রূক্ষেপও নেই। ও একমনে ফাল্গুনী মুখোপাধ্যায়ের ‘শাপমোচন’ পড়ে যাচ্ছে । ও যে এটা কবার পড়েছে, কে জানে! শরৎ-এর পরিনীতা-ও ওর অনেকবার পড়া। তবুও দেখা যায় ওটা নিয়ে ও বসে আছে। এবার চোখ গেল ওর খাটের ওপর ‘মেয়েদের জিৎ, মেয়েদের হার’। রিমু টেনে নিল বইটা।সিমোন ব্যভোয়া! রিমু বইটা আবার রেখে দিল। ইপ্সি হাতের বইটা রেখে এবার তাকাল।

- কিরে, নারীবাদী বলে রেখে দিলি! নাকি পড়লে ঈমান নষ্ট হয়ে যাবে!

- না..না..মানে ...তুই বড্ড বেশী নারীবাদী...আসলে তুই বামপন্থী.....তাদেও চেয়েও একচোখা.....

বলতে বলতে ওড়নাটা ঠিক করে পেঁচিয়ে নিল শরীরে।

- আমিতো কোন দল করি না! আমার মত আর পথ ভিন্ন...

রিমুর ছোটখাট শরীরটা পেঁচানো বস্তা মনে হচ্ছে ইপ্সির কাছে। বিয়ের আগের রিমু আর এখনকার রিমুর অনেক তফাৎ। শর্ট কামিজ, জিন্স, গলায় পেঁচানো ওড়না আর কপালে বড়এক রবীন্দ্র টিপের সাথেএলো চুলের পিচ্চি রিমুর সাথেই ইপ্সির প্রথম দেখা। কই দেখা হয়েছিল? হুম্, মনে পড়েছে। ধানমণ্ডীর রবীন্দ্র সরোবরে। রিয়াজ বারবার অনুরোধ করেছিল ওদের অনুষ্ঠানে যেতে। আজ রিমু সেই রিয়াজেই বউ।

সেই অনুষ্ঠানেই রিয়াজের সাথে রিমুরও দেখা। তারপর?

ইপ্সি প্রায়ই মজা করে বলে, “তারপর চোখে-চোখে কথা, তারপর প্রেম, তারপর ঘাড় ভেঙে বিয়ে...।” বিয়েটাও মজার।

ওদের বিয়ে হয়েছে ঈদের দিন।

ঈদের দিন দপুরটা খুব মজা করে ঘুমুবে ভেবেছিল ইপ্সি। গুড়েবালি!



ক্রিং ক্রিং করে ল্যাণ্ডফোনটা বেজে উঠলো। কে? সবাই এতক্ষণে টিভির ভিতর ঢুকে গেছে। ও পাশ থেকে ভেসে এল রিযাজের কণ্ঠ।

- ঈদ মুবারক...ঈদুল ফিতরের শুভেচ্ছা....

রিয়াজ সালাম দিতে ভুলে গেছে! স্ট্রেঞ্জ!

- হুম্, ঈদ মুবারক। শেষ?

- না দোস্ত, তোক আমার খুব দরকার...

- কি জন্য?

- বিয়ে করব।

- মানে!!!

- রাগিস্ না। রিমুকে বিয়ে করতে যাচ্ছি...

- আমাকে কি দরকার?

- সাক্ষী... তুই তাড়তাড়ি আয়...

- চেষ্টা করছি।

ফোন রাখলো ইপ্সি। অবাক লাগল। রিয়াজ বলছে? ওতো বলে বেড়ায় গুরুত্বপূর্ণ কাজে মেয়েদের সাক্ষী নেয়া বারণ। ইসলাম ধর্মে নাকি আছে যদি মেয়েদের সাক্ষ্য ছাড়া উপায় না থাকে তবে এক পুরুষের জায়গায় দুই মেয়ের সাক্ষ্য নিতে হবে। অর্থাৎ, “এক পুরুষের সাক্ষ্য=দুই মেয়ের সাক্ষ্য”! কারণ, মেয়েরা নাকি অবিবেচক হয়, মিথ্যে বলে, অবিশ্বস্ত হয়, সহজে ভুল করে...আগাড়া-বাগাড়া..। ও খুব ঝগড়া করেছিল রিয়াজের সাথে।

- তারমানে বলতে চাস্ দুই নারী মিলে এক পুরুষের সমকক্ষ!

রিয়াজ কৌশলে এড়িয়ে গেছে ঝগড়া। ও জানে ইপ্সির সংগে পেরে উঠবে না। কিন্তু ইপ্সি ক্ষোভ পুষে রেখেছে।

“তোমরা পুরুষরা ধর্ম তৈরী করেছ নারীদের শুষতে। নয়ত কেন এ নিয়ম!” এসবের উত্তর ইপ্সির জানা হয়নি। জানে খুঁজেও কোন লাভ নেই।

আজ রিযাজের জন্য করুণা হচ্ছে। পারিয়ে বিয়ে করতে নারীর সাহায্য দরকার পড়ছে! কিন্তু রিয়াজ যে সময়ের মধ্যে বলেছে সে সময়ে হাজির হওয়া অসম্ভব! তবু ইপ্সি তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিল। অপু আছে কিনা একবার দেখতে হবে। নিম্মীর ঘরে উঁকি দিল। নিম্মী রেহমান, ইপ্সিতা রেহমানের ছোট, তিন বোনের মেঝ বোন। নিম্মী কাত হযে শুয়ে টিভি দেখছে। ইপ্সি সরে এল। নিম্মী এবার ডাকল,

- আপুনি, কি হয়েছে?

- না বাইরে যাব।

- একা যেতে কি ভয় পাচ্ছ!!

নিম্মীর কণ্ঠে কিছুটা টিট্কারী।

- কেন? ভয়ের কি?

- নারীরা উৎসবের দিন পথে-ঘাটে লাঞ্চিত হয়। তাই মা বলল, একা বের হওয়া বারণ। নারীদের সাবধানে চলতে হবে। থুক্কুডি...নারী নয়। মা বলেছে , মেয়েমানুষ। মানে, মানুষের দ্বিতীয় লিঙ্গ। কাদের হাতে লাঞ্চিত হয় শুনে যাও। লাঞ্চিত হয় মানুষ অর্থাৎ পুরুষের দ্বারা। মেয়েদেরই শুধু ইজ্জত নামক বস্তু আছে...ওনাদের নেই! ওরা কামাই করে নারীদের অন্ন দিয়ে বাঁচিয়ে রাখে। আরও শুনবে?

ইপ্সির হাসি পেল। ক্ষেঁপেছে পাগলী। নিশ্চয়ই, মা ওকে বাইরে যেতে মানা করেছে। আর উল্টাপাল্টা কিছু বলেছে।

- অপু কোথায়?

নিম্মী ইতিমধ্যে লম্বা বক্তৃতা দিয়ে ফেলেছে। ফর্সা মুখে উত্তেজনায় আপেল রঙ ধরেছে।নাকটা তিরতির করে কাঁপছে। ইপ্সির প্রশ্নটায় আরও জ্বলে উঠলো।

- ওহহো, বাড়ির পুরুষের কথা বলছো? উনি নিজ ক্ষমতাগুণে বাইরে বেড়াতে গেছেন। আমরাতো মেয়ে তাই পারি না। জানোনা, আমরা পুরুষের পাজরের হাড় দিয়ে তৈরী। আমরা দুর্বল এবং অক্ষম!

অপু, অর্পণ রেহমান ওদের একমাত্র ভাই, এবার এস,এস,সি দেবে। ইপ্সি বুঝল এখন কথা বাড়ানো উচিৎ নয়। ঠাণ্ডা মাথায় পরে ওর সাথে কথা বলবে। তাড়াতাড়ি নিম্মীর দরজা থেকে সরে এল ইপ্সি। দেখল, নিম্মী দড়াম করে দরজায় লাথি মারল।

বাইরে বের হতেই দেখল ঝিগাতলার রাস্তাগুলো ফাঁকা। দূরে ছেলেদের জটলা দেখা যাচ্ছে। ওর আসলেই ভয় করছে! আজিমপুর যেতেই হবে। একটা ছেলে ওকে দেখে শিস্ বাজাল।







দূরে রিকশা দেখা যাচ্ছে। মনেমনে ও কামনা করল রিকশাটা যেন খালি হয়। যত চায় তত দিয়েই ও যাবে। রিকশা চাইলো ডবল ভাড়া। তবু উঠে হাপ ছাড়লো ইপ্সি। অসভ্য ছোকড়া! বয়স কত? সতের-আঠার। পঁচিশ পড়া তরুণীকে শিস্ দেয়। সব পুরুষ হয়ে উঠেছে। হাসি পেল ইপ্সির। থাপ্পর মারা উচিৎ ছিল। তা না করে ও মায়ের মতই ভাবতে শুরু করেছে। আজ যদি সাথে অপু থাকত! পুরুষ ব্যতীত নারীদের কেউ-ই রক্ষা করতে পারে না! অর্থাৎ, পুরুষ-ই প্রভু!

আজিমপুর মুসলিম এতিমখানার সামনে দাঁড়িয়ে আছে বর-বধূ। রিয়াজ, ফর্সা ছোটখাট দাড়িভর্তি মুখ। ওর পাশে রিমু । শ্যামলা চুলছাড়া মেয়ে। তবে আজ ঘোমটা দেয়া। পাশে কে? ওহ্, সেবিকা রায়! তবে অন্য সাক্ষী! ওর ছোটখাট গোলগাল শ্যামলা মুখে রাগের চিহ্ন। ভাল করে না দেখলে বোঝা যায় না ওর কপালে সিঁদুরের টান আছে।

- ইপ্সি, তুই এত দেরি করলি?

- আমিতো বলেছিই টাইম ক্রস হয়ে যাবে!

- নিজেতো বিয়ে করবি না, অন্যেও বিয়েতে লেট... নে, হয়ে গেছে বিয়ে...

- আর সাক্ষী!

- কাজী ম্যানেজ করেছে।

এরপর কেটে গেছে তিন-চার বছর। আজ রিমুকে চেনা দায়। আপ-টু-ডেট রিমু, এখন কালো বোরকাধারী নারী! কি করে চেঞ্জ হলো!

- রিমু, এ কি রিয়াজের আদেশ?

- না, না, ও পছন্দ করে তাই...

ইপ্সি একদিন ফোন করেছিল। জানাল রিমু চাকরী ছেড়ে দিয়েছে। এখন অখণ্ড অবসর।

- চল, মার্কেটে যাব। রেডী হ।

- দাঁড়া। তুই রিয়াজকে জিজ্ঞেস কর।

রিয়াজ এবার ফোন ধরল।

- শোন, আমি রিমুকে নিয়ে মার্কেটে যাব।

- যা। আমি কি আর না করি...

রিয়াজের গলায় স্পষ্ট না টের পেল ইপ্সি। কিছুক্ষণ পরই রিমু ফোন করে জানাল ওর শরীর খারাপ লাগছে। ও যেতে পারবে না। ইপ্সি জানে রিয়াজ মুখে না করেনি , তবে বুঝিয়ে দিয়েছে ওর না-টা। ওর বিয়ের পর ঠাট্টা করে ইপ্সি বলেছিল, “রিয়াজের ধর্ম গেল।” হয়েছে উল্টো, রিমুকে ধর্মে পেল!

রিমু! রিমু বইটা রেখে দিল! সিমোন ব্যভোয়া বলে!

- রিয়াজ কি না করেছে পড়তে এসব বই?

- না, না, ও কিছুই না করে না...

- তবে পরোক্ষ না-তে রাখে!

- আরে, না, না,...ও খুব হেল্পফুল।

কথা বাড়ায়নি ইপ্সি। “হেল্পফুল” কথাটার মানে খুঁজে পেলোনা ইপ্সি। সিমোনকে করা জনের প্রশ্নটা মনে হলো, “আমি কি পুরুষের মূল্যবোধ ত্যাগ করেছি?”

ইপ্সি চুপ করে সিমোনের কথা ভাবতে লাগলো, “নারীবাদীরাই ফলে প্রকৃত বামপন্থী। প্রকুতপক্ষে প্রথাগতভাবে যাকে এখন আমরা রাজনৈতিক বামপন্থী বলি, নারীর অবস্থান আসলে তারও বাঁ দিকে।”

ইপ্সি বসে আছে, রিমুর দিকে একবার তাকাল। ওর কথা বলতে ইচ্ছে করছে না। হয়ত রিমুর মত ও পাল্টে যাবে, রিয়াজের মতন কোন পুরুষ এলে! কে জানে!



মন্তব্য ১০৬ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪২

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: লোডশেডিং চলছে অনেকক্ষন। ল্যাপটপের চার্জ শেষের দিকে। রাতে পড়ে কমেন্ট দেব।

আপাতত প্লাস দিয়ে গেলাম। কেমন আছেন?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫০

অদ্বিতীয়া সিমু বলেছেন: এইতো ভাল। আপনি?

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৪

নাজনীন১ বলেছেন: যে মেয়ে বাপ-মায়ের অনুমতি ছাড়া বিয়ে করতে সাহস পায়, সে স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে যেতে পারে না, কেমন যেন অবাক কান্ড! আসলে ঐ রিমুর নিজস্বতা কখনো তৈরী হয়নি, সবসময়ই রিয়াজের মতকে গ্রহণ করার মন-মানসিকতা।

অনেক মেয়েই দেখেছি বাবা-মার কথা শোনে না, কিন্তু স্বামীর কথায় কোন রা নেই। অদ্ভূত লাগে। এটা কি নিরাপত্তাহীনতার ভয়, সংসারে অশান্তি হবার ভয়? এসব নারীরা কি আদৌ সুখে থাকে?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫১

অদ্বিতীয়া সিমু বলেছেন: উত্তরতো আমি আশা করছি....

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৬

হুমায়ুন_কবির_হাকিম বলেছেন: নাজনীন১ বলেছেন: যে মেয়ে বাপ-মায়ের অনুমতি ছাড়া বিয়ে করতে সাহস পায়, সে স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে যেতে পারে না, কেমন যেন অবাক কান্ড!

B-) ;) B-)) :#) :-B :-B :-B :D :D =p~ =p~ =p~ =p~

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৪

অদ্বিতীয়া সিমু বলেছেন: উত্তরতো পুরুষদের জানার কথা....

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:১৮

মেহেরুবা বলেছেন: এত চমৎকার লিখেছো আপু! উত্তরগুলো আমিও খুঁজে বেড়াই। কিন্তু পুরুষশাসিত এই সমাজে এর যথার্থ উত্তর খুঁজে পাওয়া সত্যি কষ্টকর! আমাদের শিক্ষিত পুরুষগুলো মুখে না বলে না ঠিকই, কিন্তু পরোক্ষভাবে ঠিকই 'না' বুঝিয়ে দেয়।
চমৎকার এই লেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আপু। আরো চমৎকার সব লেখার অপেক্ষায় রইলাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২১

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ আপুনি। বাবুনি কেমন আছে?

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২০

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ক্লাস নাইনে মামা বাড়ী বেড়াতে যেয়ে একটা বই পেলাম, মলাটহীন। বাড়ী এনে পড়া শুরু করলাম। যতই পড়ি ততই মাধুরীর প্রেমে বুদ হতে থাকি। যত পড়ি ততই কষ্ট বাড়তে থাকে মহেন্দ্রের জন্যে। মন্ত্র মুগ্ধের মত পড়ি। অক্ষরগুলো গোগ্রাসে গিলতে থাকি। কিন্তু হায় বইয়ের শেষ পাতাটি নাই.........।
কি হবে মহীনের? মাধুরী কিভাবে নেবে ছোটখোকাকে? মাধুরী কেমন আছে? জানতে ব্যাকুল হয়ে উঠি। কিন্তু বইটি কোথাও পাই না।

গল্পটি আর পুরোপুরি আমার জানা হয়ে উঠে না। প্রায় ৮/৯ মাস পড়ে এক বাজারে একদিন এক বইয়ের দোকানে কিছুক্ষন অপেক্ষা করছিলাম একজনের জন্যে। এই সুযোগে টেনে নামিয়ে নিলাম 'শাপমোচন'। শেষ পাতা পড়ে আর নিজেকে ধরে রাখতে পারি না.........

আমার চোখ ছলছল কর উঠলো, অথচ চারপাশে বাজারের অনেক মানুষ! কষ্টে কান্না লুকালাম।

পড়ে এক আত্মীয়াকে জিজ্ঞাসা করেছিলাম সে বইটি পড়েছে কিনা? সে বললো, '' বাড়িতে বই আছে। কিন্তু ভাইয়ারা কেউ পড়তে নিষেধ করেছিল তাই পড়া হয়নি।''

ভার্সিটিতে এক বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম একই প্রশ্ন, তারও একই জবাব। তার বড় বোন তাকে পড়তে দেয় নি। ওই বই নাকি কিশোরদের জন্যে নয়।

আজ হাসি পায়.........

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২৮

অদ্বিতীয়া সিমু বলেছেন: কেন? আমার ছোটবোন কিন্তু এটা সিক্সে থাকতে পড়েছে...আমি মানা করিনি...

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩০

জিয়াউর_রহমান বলেছেন:
লেখক বলেছেন: উত্তরতো পুরুষদের জানার কথা...

উত্তরটা হালকা পুরুষবিদ্বেষী হয়ে গেল না??

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৬

অদ্বিতীয়া সিমু বলেছেন: সত্যতো সত্যই ভাইয়া....

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩১

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: কেন মানে? এমন কডিন টেরাজেডি পইড়া পুলাপান ঠিকথাক্তারবো?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৩৯

অদ্বিতীয়া সিমু বলেছেন: মুইর বোনডি কিনতাক ঠিকাছে...

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৪৬

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ভাল্লাগছে না কিছু।
রিমু, ইপ্সি ও রিয়াজকে নিয়ে পড়ে বলে যাবো। আপনার এই লেখাটা আমি নিয়ে গেলাম........

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:৫৪

অদ্বিতীয়া সিমু বলেছেন: কই নিয়া গেলে ভাইডি...?

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০২

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: আমার ঘরে। শোকেইসে সাজায়া রাখছি.......

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০৭

অদ্বিতীয়া সিমু বলেছেন: ও ভাইডি ভাইঙ্গা ফেইল্লো না....

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১০

মিআমি বলেছেন:
বাহ্ বেশ হয়েছে।

মনে ধরেছে।

বাস্তবতার কি, কোন ছোয়া আছে?

Click This Link

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১২

অদ্বিতীয়া সিমু বলেছেন: বাস্তবতা ছাড়া কি লিখন হয়!
স্বাগতম আমার পাতায়...
ঘুরে এলাম...

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৫

মাহমুদ ফয়সাল বলেছেন: আপু
ধর্ম, সমাজ এদের উপর দোষ দিয়ে কী কখনও সমাধান পাওয়া যায়? আমি "শাপমোচন" পড়িনি। ভাবছি পড়ব, তাহলে মনে হয় এই লেখার অর্থটা আরও হৃদয়াঙ্গম হবে।

আসলে আমি জানিনা কোথায় পরিবর্তন দরকার। তবে এটুকু জানি, পুরুষের উপর দোষ দিলে তাতে আমিও পড়ে যাই। অথচ আমি সবসময় খুব সুন্দরের দলে। কী জানি! মাথা এলোমেলো লাগে এসব অদ্ভূত কিছু জিনিসের সমাধানের কথা ভাবলে। লেখাটা প্রিয়তে নিলাম। মনে ধরলো তাই মন্তব্য করতে শুরু করেছিলাম, এখন মনে হচ্ছে কথাবার্তা বেশি এলোমেলো হয়েছে।

লেখার ধরণখানি সুন্দর!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪১

অদ্বিতীয়া সিমু বলেছেন: সমাধান কাউকে দোষ দিয়ে পাওয়া যায়না ভাইয়া।
তবে পরিবর্তন দরকার...
সত্যি কি মিথ্যে হয়!!!

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৮

দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
এমন অসাধারণ সৃষ্টি কি কখনো ভেঙ্গে যায়?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৩

অদ্বিতীয়া সিমু বলেছেন: তাই ভাইডি? ভুল হয়েছে...

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৯

আধারে অপ্সরী বলেছেন: বাস্তববাদী লেখা..ভাল লাগলো!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৪৮

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ আপুনি পড়ার জন্য...
কেমন আছেন?

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০৫

সবার প্রিয় বলেছেন: বাস্তব টা একটু কঠিন হয়।
তাছাড়া লেখাটা অনেক সুন্দর। +

অ:ট Click This Link

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৫

অদ্বিতীয়া সিমু বলেছেন: হুমম...
ঘুরে এলাম....

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১০

অমিত চক্রবর্তী বলেছেন: কিছু প্রশ্নের জবাব জানা যায় না,কিছুর জবাব দিতে নেই।
অনেক ভালো লাগলো লেখাটি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩৮

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া...

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫১

তাজা কলম বলেছেন: বাস্তব সমাজ চিত্র। অনেক মেয়েই শেষটায় বদলে যায়।

আসলে ধর্ম এবং ধর্মই পুরুষ শাসিত সমাজের বড় হাতিয়ার। তবে আমার দীর্ঘ্য দিন ইউরোপে অবস্থানকালে দেখেছি, ধর্ম বিবর্জিত পশ্চিমা বিশ্বেও নারীদের অবস্থান কমবেশী একই রূপ। সত্যিকার অর্থে নারীমুক্তি আনতে হলে প্রয়োজন পুরুষদের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন।

ভাল লেগেছে তোমার লেখা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৮

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া....

‍‍‌"আসলে ধর্ম এবং ধর্মই পুরুষ শাসিত সমাজের বড় হাতিয়ার।
সত্যিকার অর্থে নারীমুক্তি আনতে হলে প্রয়োজন পুরুষদের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন।"
সত্য বলার জন্য অনেক অনেক ধন্যবাদ...
ভালো আছেনতো?

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩২

করবি বলেছেন:

ইপ্সি বসে আছে, রিমুর দিকে একবার তাকাল। ওর কথা বলতে ইচ্ছে করছে না। হয়ত রিমুর মত ও পাল্টে যাবে, রিয়াজের মতন কোন পুরুষ এলে! কে জানে!

এরপর আমরা পাব আর এক জন রিমুকে। যাদের মাথার উপর গুরতে থাকবে স্বামী (পুরুষ) শাসিত অদৃশ্য চাবুকটি। যার আঘাতে রিমুরা হয়ত প্রতি নিয়ত জর্জরীত হবে আর সমাজের কাছে তা এমনি করেই আড়াল করে যাবে।

তারপর আর এক জন............... :( :(


লিখাটা খুব ভালো লাগলো
শুভেচ্ছা নিরন্তন.....

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ আপুনি ...
তবে আমাদেরই রুখতে হবে...
আপনার জন্যও শুভকামনা...

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

মেরিনার বলেছেন: সময় সুযোগ হলে এই বইটা পড়ে দেখতে পারেন: বাংলাদেশের মুসলিম সমাজে "বিবাহ ও নারীবাদ" - মোঃ এনামুল হক। প্রকাশক ও প্রাপ্তিস্থান: কো-অপরেটিভ বুক সোসাইটি, ঢাকা নিউ মার্কেট ও মতিঝিল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৩

অদ্বিতীয়া সিমু বলেছেন: দেখব। তবে কেন,তা বলেননি! আমার লেখার সাথে সম্পর্ক আছে কি?

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪০

ডঃ জেকিল বলেছেন: বাহ!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:০৪

অদ্বিতীয়া সিমু বলেছেন: বাহ্.....

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫১

সকাল রয় বলেছেন: পড়লাম
ভীষন ভালো লাগলো
সময় করে এটা পড়ে নেবেন
পুরুষ কেন এমন হয় ?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৩

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ।
পড়ে এলাম...
জীবন মানেই যুদ্ধ...নিজেকে স্থান তৈরী করতে হবে...নারীকে মানুষ হতে হবে...

২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৩

মুভি পাগল বলেছেন: পুরুষশাসিত সমাজে নারীরা সর্বদাই অবহেলার পাত্র।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৮

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া স্বীকারোক্তির জন্য....
শুভকামনা রইলো...

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৮

জুম্মি আদুরী বলেছেন: দোস্ত ........

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫২

অদ্বিতীয়া সিমু বলেছেন: খামু তোর গোস্ত...

২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩০

খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
অবিশ্বাস, নিরাপত্তাহীনতা;
দেখবেন আপনি যাকে সবচেয়ে ভালোবাসেন; সম্ভবত তাকেই সবচেয়ে অবিশ্বাস করেন; তারপর আপনার উপর ভর করে নিরাপত্তাহীনতা;
আর মানুষ মনে হয় জন্মগতভাবেই একটু অবিশ্বাসী।
মুখে সবাই বলে জুটিদের (স্বামী-স্ত্রী বললাম না) প্রত্যেকের প্রাইভেসী থাকা উচিৎ; মাগার কেউ মানে না- কারন মানা সম্ভব না;
যদি বলেন কেন; তাইলে প্রথম থেকে আবার পড়া শুরু করেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৩

অদ্বিতীয়া সিমু বলেছেন: এ কি আমার প্রশ্নের উত্তর!!!

২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪৭

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: এই 'ভাইডি' শব্দটা কোত্থেকে শিখলেন? আমি জীবনে প্রথম শুনলাম ;)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৫

অদ্বিতীয়া সিমু বলেছেন: কেন্ বোনের এ ডাক পছন্দ হয়নি!!
তবে কি ডাকবো?

২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৪

কালপুরুষ বলেছেন: আগে পড়ি। পরে মন্তব্য করবো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৭

অদ্বিতীয়া সিমু বলেছেন: আচ্ছা...

২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০০

রাজসোহান বলেছেন: বড় কঠিন :( :( :( :( :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৪

অদ্বিতীয়া সিমু বলেছেন: জীবন তাই....

২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১১

ফারা তন্বী বলেছেন: ভাল লাগলো

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩০

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ আপুনি...

২৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৪

দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
না রে ভাইডি। কথা সেইডা না। কথা হইলো ব্লগে একলা একলা খালি আমিই এই শব্দডা ব্যবহার করি। আজ থিকা আপ্নেও শুরু কলছেন। তয়, খালি আমার বেলায় ক্যান বইনডি?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৪

অদ্বিতীয়া সিমু বলেছেন: তাইলে জীবনে নিজে শোনা হবেতো.....
এইবার থিকা.......ভাইডি!!!

২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৫

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: অনেক দিন পর আজ ব্লগে, তাও আবার সারাদিন, ভালো লক্ষন..........

২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫৮

অদ্বিতীয়া সিমু বলেছেন: নারে ভাইডি, ব্যস্ততা বড় জ্বালা....

৩০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৯

বাবুনি সুপ্তি বলেছেন: কিভাবে মানুষ হবো আপু? কেউ কি সেই সহযোগিতা করার মানসিকতা রাখে?

০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:৩৬

অদ্বিতীয়া সিমু বলেছেন: যদি তোর ডাক শুনে কেউ না অাসে
তবে একলা চলরে.......

৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৪

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: মেয়েরা বিয়ের পরে কেমন যেন বদলে যায়। সম্ভবত স্বামী এবং শশুড়বাড়ীর কারনে। তবে আমার কাছে মনে হয় ব্যক্তিত্ব তৈরীর কাজটা খুব শৈশব থেকেই একজনের মধ্যে ঢুকিয়ে দিয়ে হয়। আর অধিকাংশ মেয়ের মধ্যে অসহায় আত্মসমর্পনের একটা মানসিকতাও আমি দেখি; যেটা না থাকলেও চলতো। সব পুরুস নিশ্চয় এক মানসিকতার নয়। যদিও বাইরের আস্ফালন থেকেই ভেতরের বাস্তবতা আসলেই বোঝা যায় না।

আমার এক বন্ধু বাহ্যিক দিকে বেশ কেতাদুরস্ত। তার কথা-বার্তাও বেশ আধুনিক। নিজে সারাক্ষন টি-শার্ট ও জিন্স পড়ে। কিন্তু বৌ সবসময় বোরখা পড়ে। আমার এই বন্ধুটি বৌকে সম্ভবত বোরখা পড়তে প্রেসার দেয় না, কিন্তু তার এ্যপ্রোচ এমন যে তাকে খুশি করতে বৌ বোরখা পড়ে।

অত্যন্ত প্রগতিশীল মেয়েকে বিয়ের পর চরমভাবে প্রতিক্রিয়াশীল হয়ে যেতে দেখি। চাকরি করে মাসে ৮৮ হাজার টাকা বেতন পেত। এমন মহিলা সংসার দেখভালের জন্য চাকরি ছেড়ে দেয়। এবং পরে মাঝে মাঝে স্বামীর পকেট থেকে গোপনে কিছু টাকা সরিয়ে রাখে, শপিংয়ের পরে দ্রব্যমূল্য বাড়িয়ে স্বামীকে বলে নিজের হাত খরচ জোটাতে। এরপরও ওই নারী এই কাজেই সুখী বোধ করে!!!!!
আমি একজন সত্যিকার আধুনিক মনস্ক মানুষ দেখলাম না জীবনে, আফসোস..........

০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:৪০

অদ্বিতীয়া সিমু বলেছেন: আমার এক বন্ধু বাহ্যিক দিকে বেশ কেতাদুরস্ত। তার কথা-বার্তাও বেশ আধুনিক। নিজে সারাক্ষন টি-শার্ট ও জিন্স পড়ে। কিন্তু বৌ সবসময় বোরখা পড়ে। আমার এই বন্ধুটি বৌকে সম্ভবত বোরখা পড়তে প্রেসার দেয় না, কিন্তু তার এ্যপ্রোচ এমন যে তাকে খুশি করতে বৌ বোরখা পড়ে।
সম্ভবত!!! সবাই নিজের বউকে সীতা দেখতে চায়!!
এরপরও ওই নারী এই কাজেই সুখী বোধ করে!!!!!

আফসোস..........

৩২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২২

চোখেরবালি বলেছেন: সবই ভাল লাগলো। তবে আমার মনে হয়, আপনার জীবনে এমন কিছু ঘটেছে। তাই পুরূষদের প্রতি আপনার অন্যরকম একটা মনোভাব বিরাজমান। ঐ গানটা মনে পড়লো...বেলী ফুলের মালা গেথে, এক প্রেমিক তার প্রিয়াকে ঘরে তুলেছে। যারা পুরুষকে মন্দ বলে, তারা এমন পুরুষ কি দেখেছে?

০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:৪৬

অদ্বিতীয়া সিমু বলেছেন: 'তবে আমার মনে হয়, আপনার জীবনে এমন কিছু ঘটেছে। তাই পুরূষদের প্রতি আপনার অন্যরকম একটা মনোভাব বিরাজমান।'

------------------
ব্যতিক্রম অস্বীকার করি না....
তবে সত্য সত্যই....

৩৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৬

পাহাড়ের কান্না বলেছেন: আজকে পড়তে ইচ্ছে করছে না। কালকে পড়বো ইনশাল্লাহ!

০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:৪৮

অদ্বিতীয়া সিমু বলেছেন: ইনশাল্লাহ!!!!!

৩৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৫২

অগ্নিকোণ বলেছেন: বেইট্যাইনরা আর কি করব। বেডালুকে কামাই করে, বেইট্যাইনরা কামাই করে না। বেইট্যাইনরা কামাই করতে গেলেই বেডালুকে চিল্লাফাল্লা করে, কয় ঘর সংসার দেকব কেডায় বউয়ে যদি কাম করে। সংসার টিহানির লাইগ্যা বেইট্যাইনরা মুক বুইজ্যা সব সইয্য করে। কেডায় চায় বিয়া ভাংত? কেউই চায় না। পুলাপান মানুষ হইলেই বেকতে খুশী। তাই এভাবেই চলে যায় আমাদের চারপাশে ঘরবন্দী দক্ষিণ এশিয়ার জীবন............

০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:৫২

অদ্বিতীয়া সিমু বলেছেন: তাই এভাবেই চলে যায় আমাদের চারপাশে ঘরবন্দী দক্ষিণ এশিয়ার জীবন............
শুধু এশিয়া নয়....প্রগতিশীল নামধারী ইউরোপ-অামেরিকাও....
সেটা একটু অন্যভাবে.....

৩৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৫

সেতূ বলেছেন: লেখায়- বাস্তব সমাজ চিত্র। অনেক মেয়েই শেষটা বদলে যায়।

ভাল লেগেছে।
+++

০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:৫৪

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া....

৩৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫০

দীপান্বিতা বলেছেন: ভাল লাগল...দোলের শুভেচ্ছা নেবেন :)

০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:৫৫

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ...নিলুম...

৩৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৫৭

মহাপাগল বলেছেন: ভাল লাগলো আপনার লেখাটি। ধন্যবাদ

০৫ ই মার্চ, ২০১০ রাত ১২:৪৮

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ...

৩৮| ০১ লা মার্চ, ২০১০ রাত ১২:৪২

অজানা আমি বলেছেন: +++++++++++

০৫ ই মার্চ, ২০১০ রাত ১২:৪৯

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ......

৩৯| ০১ লা মার্চ, ২০১০ সকাল ৯:৩০

তাসনীম বলেছেন: ভালো লাগলো । নারী মুক্তি নারী কে ই আনতে হবে কেউ এনে দেবেনা ।

০৫ ই মার্চ, ২০১০ রাত ১২:৫১

অদ্বিতীয়া সিমু বলেছেন: তাই বলে বসে থাকা কি ঠিক হবে আপু?

৪০| ০৩ রা মার্চ, ২০১০ দুপুর ১২:৫৬

সকাল রয় বলেছেন: আপনার নতুন লেখা খুজতে এসে হতাশ

০৫ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৩

অদ্বিতীয়া সিমু বলেছেন: শীঘ্রই পেয়েঁ যাবার আশা রাখছি...

৪১| ০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:৪৪

দন্ডিত বলেছেন: রাষ্ট্র এবং সমাজযন্ত্র যে কাঠামো যুগে যুগে তৈরী হয়েছে তাকে এক বৃহৎ প্রচেষ্ঠা বলতে পারেন যা প্রধানত নারী দমনের কাজে লাগে।

মানুষ জন্মায়। সমাজ তাকে তৈরী করে নারী বা পুরুষ হিসেবে।

০৫ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৮

অদ্বিতীয়া সিমু বলেছেন: মানুষ জন্মায়। সমাজ তাকে তৈরী করে নারী বা পুরুষ হিসেব...
ধন্যবাদ।

৪২| ০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:৫১

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ভাইডি, আছেন ক্যামন?

০৫ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৯

অদ্বিতীয়া সিমু বলেছেন: এইতো ভাইডি....
কি খবর?

৪৩| ০৫ ই মার্চ, ২০১০ রাত ১২:০৭

নিয়ন আলোয় বাউল বলেছেন: ভাংতে হবে

০৫ ই মার্চ, ২০১০ রাত ১:০৩

অদ্বিতীয়া সিমু বলেছেন: ভাংতে হবে
ধন্যবাদ..

৪৪| ০৫ ই মার্চ, ২০১০ রাত ১:১০

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: বইনডি'র কোন খবর পাই না। কোন নতুন পোস্ট পাই না।

০৫ ই মার্চ, ২০১০ রাত ১:১৫

অদ্বিতীয়া সিমু বলেছেন: এইতো।শীঘ্রই অবম্ভাবী....

৪৫| ০৫ ই মার্চ, ২০১০ রাত ১:১৯

সরল বচন বলেছেন: বাস্তব বক্তব্য। তবে এজন্য কিন্তু পুরুষরা এককভাবে দায়ী না।

বেগম রোকেয়া বলেছেন না, বহুকাল হইতে অবরূদ্ধ থাকিতে থাকিতে নারী হৃদয়ের উচ্চবৃত্তি গুলি অংকুরেই বিনষ্ট হইয়া গিয়াছে।

অনেক সময় দেখা যায় নারী সেচ্ছায় নিজেকে বন্দী করে রাখে। কারণ যে সমাজে সে বেড়ে উঠে তার চারপাশে সব নারীকে বন্দী থাকতে দেখে নিজেকে আপনা আপনি বন্দী করে রাখে।

তবে এই অবস্থার পরিবর্তনে পুরুষকে বেশি ভূমিকা রাখতে হবে।

০৫ ই মার্চ, ২০১০ রাত ১:২২

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া.....
হৃদয়ঙ্গম করার জন্য...

৪৬| ০৫ ই মার্চ, ২০১০ রাত ১:২৬

সরল বচন বলেছেন: আপু আমি তো বলি নাই যে আমি ভাইয়া। :)

০৫ ই মার্চ, ২০১০ সকাল ১০:৫৬

অদ্বিতীয়া সিমু বলেছেন: আমি আমার ছোটভাইকেও বলি, আপুনি কি করছিস?..........
আমি লিঙ্গান্তরে বিশ্বাসী নই....ওকে আপু, কেমন আছেন?

৪৭| ০৫ ই মার্চ, ২০১০ বিকাল ৩:০০

সরল বচন বলেছেন: হি হি। আপনি কিন্তু আগের বারই ঠিক ছিলেন। আমি আসলে বলতে চাইছিলাম আপনি কিভাবে বুঝলেন যে আমি ভাইয়া? আমার লেখায় কি ভাইয়া ভাইয়া ভাব ছিল?

তবে আমিও আপনার মতই লিঙ্গান্তরে বিশ্বাসী নই। তাই আপনি আমাকে ভাইয়া বা আপু যে কোনোটিই ডাক্তে পারেন অসুবিধা নেই। :)

আর আপনার প্রশ্নের উত্তরঃ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যেহেতু নতুন ব্লগার তাই আপনার লেখায় প্লাস দিতে পারছি না। মডুদের ওয়াচে আছি।

০৫ ই মার্চ, ২০১০ রাত ১১:০৬

অদ্বিতীয়া সিমু বলেছেন: স্বাগতম....
আশা করছি শীগ্রই নিরাপদ হবেন....

৪৮| ০৫ ই মার্চ, ২০১০ রাত ১১:১০

দুরন্ত স্বপ্নচারী বলেছেন: ধুররররররররর নতুন লেখা নাই................মাইনাস!

১০ ই মার্চ, ২০১০ রাত ১০:২৮

অদ্বিতীয়া সিমু বলেছেন: উুুুুুুুুুুুুুুুু

৪৯| ০৬ ই মার্চ, ২০১০ বিকাল ৪:২৭

নূর-ই-হাফসা বলেছেন: ১দম বাস্তববাদী লেখা । অনেক ভাল লেগেছে ।

১০ ই মার্চ, ২০১০ রাত ১০:২৯

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ আপুনি....

৫০| ১৭ ই মার্চ, ২০১০ রাত ১০:১০

ভদ্র বলেছেন: কোরআনের আলোকে নারী কোরআনের আলোকে নারী

২৩ শে জুন, ২০১০ বিকাল ৫:৩৯

অদ্বিতীয়া সিমু বলেছেন: ....ঘুরে এলাম...

৫১| ২২ শে মার্চ, ২০১০ রাত ১২:৫১

নৈশচারী বলেছেন: +++++++++++++++
নির্মম সত্য। :(

২৩ শে জুন, ২০১০ বিকাল ৫:৪৪

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া.....

৫২| ২২ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:২৬

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: বাস্তববাদী লিখা। পড়ে খুব ভাল লাগল। শোকেসে রেখে দিলাম। আরও লিখতে থাকেন। এই ধরনের লিখা পড়তে খুব ভাল লাগে।

২৩ শে জুন, ২০১০ বিকাল ৫:৪৫

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া.....

৫৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

মনসুর-উল-হাকিম বলেছেন: “নারীবাদীরাই ফলে প্রকৃত বামপন্থী। প্রকুতপক্ষে প্রথাগতভাবে যাকে এখন আমরা রাজনৈতিক বামপন্থী বলি, নারীর অবস্থান আসলে তারও বাঁ দিকে।” - চমৎকার . . . !!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

অদ্বিতীয়া সিমু বলেছেন: ধন্যবাদ ভাইয়া.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.