নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমেল আহমেদ (মন)

আমি একজন মানুষ । এটাই আমার সবথেকে বড় পরিচয়

হিমেল আহমেদ (মন) › বিস্তারিত পোস্টঃ

অনুধাবন

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৭


ইচ্ছা করছে ঘুড়ি হতে
ঘুড়ি হয়ে উড়ে যেতে
ঐ আকাশে মেঘের সাথে
অজানা আবেশে তোমারি আকাশে ।

বড় ইচ্ছে করছে আমার
সামনে বসিয়ে কাছে তোমার
বলতাম শত জমানো কথা
যা ছিল তোমায় আমার বলার ।

খুব ইচ্ছে করছে,তোমায়
একবার শুধু আলতো ছুঁতে
কি অস্থির ভাবনা চলছে মনে
পারতাম যদি তোমায় বোঝাতে ।

হয়তো আবেগ হয়তো ভালোলাগা
হলেও মিথ্যে নয় ছলনা
এর মাঝে পাবে কেবল
ছোট্ট মনের ভালোলাগা ভালোবাসা ।

বড় ইচ্ছে করছে আজ
অল্প একটু লোভী হতে
শুধু নিজেরে নিয়েই ভাবতে
যদি কভু তুমি জানতে
এই ভালোলাগা তোমায় নিয়ে
তবে কি স্বার্থপর বলতে ???



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

সুমন কর বলেছেন: ইচ্ছা করছে < না লিখে ইচ্ছে করছে লিখলে মনে হয়, ভালো লাগবে।

ভালো থাকুন।

২| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫৭

হিমেল আহমেদ (মন) বলেছেন: ধন্যবাদ ভাই । আশা করি সামনে থেকে সব ঠিক করতে পারব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.