![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন এতটা একা আমি
চায়নি কেউ কভু বুঝতে
সব কিছু বুঝেও তুমি
কেন পারনি আমায় বুঝতে।
নও মানবী তুমি পরি
কেন জড়ালে সাথে আমায়
কি বা দিতে পারব তোমায়
থাকব পাশে হাত ধরি।
কেউ বাসেনি এতো ভালো
হয়নি কেউ আপন মোর
দু হাতে জড়ায়ে আমায়
বললে আছি পাশে জীবনভর।
তুমি আর শুধু তুমি
অন্য কিছু নাহি ভাবি
ভণ্ড তুমি বললে আমায়
আমিই নাকি দিয়েছি ফাঁকি।
মোর জীবনের যত কথা
দিয়েছিলাম সব তোমায় বলে
এতটা বুঝেও কেন তুমি
মিথ্যুক অবিশ্বাসী আমায় বানালে।
ভালোবাসা দিলে ভালোবাসা মিলে
তুমিই একদিন আমায় বলেছিলে
আজও আমি তা যাচ্ছি মেনে
আর তুমিই কিনা গেলে ভুলে।
ভালোবাসা নয় জোরের ধন
নিতে পারেনা কেউ কেড়ে
ভালোবাসা সরল শিশুর মন
জীবন বিলিয়ে হয় নিতে।
হয়নি কেউ আপন মোর
দু হাতে জড়ায়ে আমায়
বললে আছি পাশে জীবনভর।
তুমি আর শুধু তুমি
অন্য কিছু নাহি ভাবি
ভণ্ড তুমি বললে আমায়
আমিই নাকি দিয়েছি ফাঁকি।
মোর জীবনের যত কথা
দিয়েছিলাম সব তোমায় বলে
এতটা বুঝেও কেন তুমি
মিথ্যুক অবিশ্বাসী আমায় বানালে।
ভালোবাসা দিলে ভালোবাসা মিলে
তুমিই একদিন আমায় বলেছিলে
আজও আমি তা যাচ্ছি মেনে
আর তুমিই কিনা গেলে ভুলে।
ভালোবাসা নয় জোরের ধন
নিতে পারেনা কেউ কেড়ে
ভালোবাসা সরল শিশুর মন
জীবন বিলিয়ে হয় নিতে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৫
হিমেল আহমেদ (মন) বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২২
নীলপরি বলেছেন: বাহ , বেশ ভালো হয়েছে । সাথের ছবিটাও সুন্দর ।