![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি ডাকি আপ্পি তোমায়
বলবে কি তুমি আহ্লাদি
তবুও বলব আপ্পি তোমায়
মনের কথাই আমি মানি।
জানো নাতো তুমি আপ্পি
আমি এক আষাঢ়ে ফুল
অল্প দুঃখেই যায় ঝরে
ভাসিয়ে দু চোখ আকুল।
চাইনি হতে এমন আমি
পারিনি পাল্টাতে এই নিজেরে
সবাইরে তাই আপন ভেবে
দুধের আশা মিটাচ্ছি ঘোলে।
নাই মোর কোন গুন
নাই মনে এততুকু বল
নিশ্চুপে তায় করছি বাস
বুনে কল্পনার সাগর অতল।
আপ্পি তোমায় ডেকেছি আমি
করোনা কভু এর দাবি
আমি অধম ভাই তোমার
ভুল কভু ভেবনা তুমি।
হাঁসতে পার তুমি খুব
জানি পার তুমিও কাঁদতে
তবুও চাইব আমি তোমায়
হাঁসি খুশী সারাজীবন থাকতে।
মা বোন আর বাবাকে
রেখ তুমি এমনি যত্নে
দুঃখ এলেও ভুলবে সে
সুখ হয়ে নিজের সত্তাকে।
©somewhere in net ltd.