নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমেল আহমেদ (মন)

আমি একজন মানুষ । এটাই আমার সবথেকে বড় পরিচয়

হিমেল আহমেদ (মন) › বিস্তারিত পোস্টঃ

মা

২৮ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:১০


মা বলে হাত বাড়িয়ে
যাচ্ছি ছুটে তাঁর দিকে
বাবা বলে মিষ্টি স্বরে
আসছে সুর কানে ভেসে
তবু হাঁয় পাচ্ছি না দেখা
একি সপ্ন নাকি মরীচিকা।

প্রতি রাতে জেগে উঠি
সপ্ন দেখে ঘুম ভেঙে
তন্দ্রার মাঝেও তাও শুনী
সেই মধুর সুর লহরী
এত যদি ভালবাস মোরে
দাও কেন আমায় ফাঁকি
পাও না কি শুনতে তুমি
যখন মা বলে কেঁদে উঠি।

ছিলে যখন তুমি পাশে
তোমার মমতা আমি বুঝিনি
আমিও বাসতাম তোমায় ভাল
কভু তোমায় বলতে পারিন।

আজ তুমি কবর বাসিনী
করে আমায় নিঃস্ব একাকী
মাগো তোমার পরে আমায়
এতটুকু ভাল কেউ বাসেনি।

আজ বুঝি কি ছিলে তুমি
জননী এই অধমের সৃষ্ট
কষ্ট পেয়েও ছিলে তুমি
ছায়া হয়ে মোর বট বৃক্ষ।

সব পেয়েও আজ আমি
নয়কো তৃপ্ত নয় ধনী
ঘুমের মাঝেও তাই আমি
মা বলে কেঁদে উঠি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.