![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবি নাকি হরিণী
আমি তা বুঝি নি
দেখে তোমায় তায়
পলক সেদিন পড়েনি।
লোকে বলে শ্যামলা তোমায়
মায়াহিন সাধারন নিষ্প্রাণ মুখ
আমি বলি শরীর নয়
মনের মায়ায় আসল রুপ।
টানা দুটি চোখে মায়া
তাতে আছে সুখের ছায়া
কৃশ কেশের তুমি নন্দিনী
যেন নির্ঝর অরণ্যের বনবিহারিনি।
ভালো লাগে বিরামহীন চঞ্চলতা
অবাধ ছুটোছুটি আর চপলতা
কোকিলের কণ্ঠ ত নয়
যেন ছোট্ট খুকীর মুখরতা।
নিজ গুনে তুমি অনন্যা
নিজেরে কভু ভুলে যেওনা
কে আমি তা জানতে চেয়ো না
অনুরোধ শুধু ভুল বুঝ না।
আমি এক অভিশপ্ত নদী
ভালো থেক তুমি নন্দিনী
মানবী নাকি হরিণী
আমি তা বুঝি নি।
২| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০৭
রক্তিম দিগন্ত বলেছেন:
বিরহ বিরহ ভাব। বেশ ভাল লাগলো কবিতাটা।
টাইপো সমস্যা রয়েছে কয়েক জায়গায় - কবিতায় বানান ভুল বেশি চক্ষুশূল লাগে। ঠিক করে নিবেন।
+
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: ভালোবাসার বিরহী কাব্যে ভালোলাগা জানিয়ে গেলাম