নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন লেখক

আমি ভাই অতি সাধারন একজন মানুষ , আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখার চেষ্টা করি । আমার লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাকে জানাবেন । শুভেচ্ছা রইলো সবার জন্য ।

এইচ এম তানভীর মাহমুদ

এইচ এম তানভীর মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

হাসিনা ও খালেদাকে নিয়ে ২ টি কবিতা

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০০

নানু তুমি অনেক পাজী

ভীষণ ভারী দুষ্টু,

এতো রক্ত খেয়েও তুমি

হওনা কেন তুষ্টু?!

রক্ত খেয়ে,খেয়ে তুমি

চোখ করেছো লাল,

মোদের প্রিয় দেশটার

করেছো এ কি হাল!

নিত্যদিনি মারছো মানুষ

মারছ শিশু নারী,

মানুষ মেরে রক্ত খেয়ে

গড়েছো তুমি ইয়া বড় এক ভূড়ি!

সত্য কথা বললে তুমি

রাক্ষস হয়ে যাও,

ধরে ধরে সত্যবাদী

গাপুস গুপুস খাও!

তোমার মতো পাজী মন্ত্রী

আমরা আর চাইনা,

পেলে তোমায় বকে দিতাম

কিন্তু তোমায় পাইনা।

আচ্ছা, শোনো তুমি আমার

একটি কথা রাখো,

লোভ-লালসা, হিংসা ভুলে

সবার সাথে

মিলেমিশে থাকো।

কিন্তু তুমি আমার কথা

কেন শোনোনা,

হিংসুকের হয় করুণ পরিণতি

তুমি কি তা জানোনা?

বুঝছি তোমায় জ্বীন ধরেছে

জ্বীন ছাড়াবো আমি ,

ঝাড়ুপেটা করতে হবে

এদিক আসো তুমি।

ঝাড়ু তোমার কপালে মারলেই

জ্বীনটা চলে যাবে,

অশান্তিত আর কষ্টে ভরা দেশটা আমার

আবার শান্ত হবে।

শান্তি সুখে ভাসবে স্বদেশ

বাজবে খুশীর বীণ,

দুঃখ কষ্ট দুনীতি যে

হবে পুনঃলীন।

পরবর্তীতে খালেদাকে নিয়ে লিখে তা সম্পূর্ণ

করলাম। বেচারির নামে কোন কিছু কেউ

না লিখলে যদি আবার টানা অবরোধ

দেয়।

দাদী তুমি বোকা ভীষন

বুঝনা কোন ট্রিকস।

ডাকো খালি অবরোধ

ভেজাল করে মিক্স।

চুল ফুলেছে চুল পেকেছে

পাকেনি মাথার ঘিলু।

বেকুব তুমি অনেক বোকা

একটুও নয় চালু।

ঘাড়ত্যাড়ামি কর হুদাই

দেশের মানুষ পুড়ে।

নামভাঙিয়ে খাচ্ছে তোমার

বোমাবাজি করে।

পাকিস্তানের প্রতি তোমার

আলগা মায়া বুঝি।

দেশবাসীকে শিশু ভাবো

সাধো পায়েস সুজি।

বোকার মতো হতে গেলে

রাজাকারের পাপোষ।

শুধুশুধুই ভাবে থাকো

করনা তুমি আপোষ।

পোলা দুইটা বানাইছোও

বদের হাড্ডি বেশ।

বন্ধু বান্ধব জুটাইয়া

সব চুরি করে শেষ।

আজকে যাদের পথে নামাও

আন্দোলনের নামে।

এসি রুমে বসে দেখো

মানুষ টানে যম।

মনে রেখো টাকা পেলেই

বদল করবে খোপ।

তোমার মাথার চুল সরিয়ে

মারবে জোরে কোপ।

ভ্রু কামিয়ে চশমা পরে

যতই ভাষন দাও।

দৌড়টা তোমার সবাই জানে

বুঝে তোমার ভাও।

ভেবে দেখো থামিয়ে এসব

যায় কি করা সন্ধি।

নাইলে দেশের মালিক করবে

একখাঁচাতে বন্ধী।

রাগ গুলো সব জমানো

বুকের খাঁচার মাঝে।

জ্বালাচ্ছো খুব তোমরা দুজন

ফেলে চিপায় ভাঁজে।

বলি নাই তাই ভাবছো ভোদাই

ভাঙছো মাথায় কাঁঠাল।

জাগলে সবাই পার পাবে না

আজ অথবা কাল।

কেউ চাইলে আরও এড করতে পারেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.