![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বাড়ী তোমার বাড়ী,
মাঝে সরু গলি,
বেণী দুলিয়ে হাঁটতে তুমি,
ফুটন্ত এক কলি।
আমায় দেখে মুখ ফিরিয়ে,
হাসতে মিটি মিটি,
বুক পকেটে আমার তখন,
কাঁচা হাতের চিঠি।
রোজই ভাবি চুপটি করে,
দেবো তোমার হাতে,
হয়নি দেয়া কোন কারণে,
হিসেব কষি রাতে।
গড়িয়ে গেল একটি বছর,
তুমি তখন কলেজ,
আমি আছি আগের মতো,
তুমি আরো সতেজ।
সরু গলি চওড়া হলো,
বদলে গেলো বাড়ী,
আমি তখন পায়ে হাঁটি,
তোমার নতুন গাড়ী।
হয়নি দেয়া মলিন চিঠি,
আজো বুকের ভাঁজে,
বিরহের এক করুণ সুর,
আপন মনেই বাজে।
গলির মেয়ে এক বিকেলে,
নতুন বধুর বেশে,
হারিয়ে গেল জীবন থেকে,
অজানা এক দেশে।
#তানভীর
©somewhere in net ltd.