নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন লেখক

আমি ভাই অতি সাধারন একজন মানুষ , আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখার চেষ্টা করি । আমার লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাকে জানাবেন । শুভেচ্ছা রইলো সবার জন্য ।

এইচ এম তানভীর মাহমুদ

এইচ এম তানভীর মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৫

ক্রিকেটের মীরজাফর,

ঘষেঠিরা সাবধান, মাইর খাইবেন

আওয়াজ হইবোনা! এমন মাইর খাইবেন

যে আসলেই

মেরুদণ্ডহীন হয়ে কেঁচুর মত

হামাগুড়ি দিবেন!

বাংলাদেশ নিউজিল্যান্ডকে দু,দুবার

নাকানিচুবানি দিয়েছে,সিরিজ

জিতেছে, হোয়াইট ওয়াশ

শব্দটা পাল্টে 'বাংলা ওয়াশ'

নামে একটি নতুন শব্দ চালু

করেছে। আর ভারত সেইদলের

কাছে লজ্জাজনক

ভাবে হারছে! তাছাড়া ভারতীয়

এইদলটি অনেক দিন ধরেই

দেশের বাইরে ভালো খেলা দূরের কথা,

বিশ্বকাপ

চ্যাম্পিয়ন হিসেবে ক্রিকেটের মান

সন্মানকে ধূলায়

মিশিয়ে দিয়েছে বললে অত্যুক্তি হবে না!

নিজের ঘরের মাঠকে প্লেনের

ছাদে করে,

কিংবা হেলিকপ্টারের পাখায়

করে নিয়ে গেলে হয়তো জিততে পারতো,

জিততে না পারলেও

হয়তো সন্মানজনকভাবে হারতে পারতো!

আইপিএল, আইসিএল আর ক্রিকেট

নিয়ে নানা পুংটামি করে, চুরি-

বাটপারি করে ভারতের

এককালের

সোনালী ক্রিকেটকে ইতিমধ্যেই

কালিমালিপ্ত

করেছে ভারতীয় ক্রিকেটবোর্ড।

বাংলাদেশ যখন দিনদিন ক্রিকেটের

পরাশক্তি হিসেবে আবির্ভূত

হতে যাচ্ছিল এবার

দাদারা তাদের নোংরা হাত এখানেও

দেয়া শুরু করেছে।

তারা আমাদেরকে তাদের

মাঠে খেলতে দাওয়াত

দেয়না আমাদের কাছে হারার

লজ্জা সামলাতে পারবেনা বলে।

(মনে থাকার কথা ২০০৭

-এর ক্যারিবিয়ান বিশ্বকাপে আমাদের

কাছে হেরে পুরো দলটি,ক্রিকেট বোর্ডও

হর্তাকর্তাদের উপর কি ঝড়

বয়ে গিয়েছিল?

ওনারা সবখানে বেকুব হইয়াগেছিলেন!)

নিজেদের

ক্রিকেট ধ্বংস করার পর এবার

দাদাগিরি করে বাংলাদেশ সহ

উদীয়মান ক্রিকেট

শক্তিগুলোর ক্রিকেটকে ধ্বংস করার

কুচিন্তা করছেন।

আর বাংলাদেশ ক্রিকেটবোর্ডের 'ইয়েস

দাদা' ইয়েস

দাদা' "তুম যো বি কাহেঙ্গা হাম

সাবকুচ শুনেগা'

মার্কা বোর্ডকর্মকর্তারা তাদের সব

‘বস্ত্র ওতার

দিয়ে’ নেংটা হয়ে গেছেন। তাদের

লাজ-লজ্জার যেকিছু

নাই সেটা নিয়ে কোন সন্দেহ নেই।

সাধু সাবধান! এই একটা জায়গাতেই

পুরো বাংলাদেশ

এখনো এক আছে আর বাকি সবকিছুতেই

বিভেদের

দেয়াল বড়সড় হয়ে উঠছে।

এখানে যদি আঘাত করেন,

আঘাতে সহায়তা করেন

তাহলে নেংটা বাচ্চা-কাচ্চারা

আপনাদের উপর হাগু-মুতো তো করবেই

বুড়োরা তাদের

থুথুরসাথে কফ-রক্ত, পুঁজ ছুড়ে দিবে।

আর বাকিরা কি করবে তা নাই বললাম।

শুধু এটুকুই

বলি সারাজীবন গণধিক্কার তো বরাদ্দ

থাকবেই আর

যেখানে সেখানে জুতামালিশ (জুতার

মাইর) সবসময়ের

পাওনা রইবে। আর হাড়গুড়

ভেংগে সত্যিকারের

মেরুদণ্ডহীন

প্রাণী বানিয়ে দেয়া হবে! আর

আপনাদের

এই মগজহীন মাথা দিয়ে ক্রিকেট বল

বানাবে, পা-যুগল

দিয়ে স্ট্যাম্প বানাবে আর

হাতগুলো দিয়ে স্ট্যাম্পের

উপর বেল বসিয়ে দিবে!

বাংলাদেশে শুধু এখন ক্রিকেটই শুধু

ঐক্যের

জায়গা হিসেবে একা দাড়িয়ে আছে। এর

উপরে যদি হামলা হয়

তাহলে বর্তমানের মীরজাফর-

রায়দুর্লভ, ঘষেঠি বেগমরা তাদের

ঐতিহাসিক পাওনাই

পেয়ে থাকবেন!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.