![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে ইচ্ছে করে প্রচন্ড
খরতাপে
তোকে জ্বালিয়ে/ পুড়িয়ে দেই
কিন্তু পরক্ষনেই শীতল বাতাস
হয়ে তোকে ঠাণ্ডা করি
আর আমি নিজেই সেই খরতাপে পুড়ে মরি...!
মাঝে মাঝে ইচ্ছে হয়
দমকা হাওয়া হয়ে তোকে ঊড়িয়ে দেই
কিন্তু পরক্ষনেই গুটিসুটি হয়ে তোর
বুকে গিয়ে আমি লুকাই!
মাঝে মাঝে ইচ্ছে হয় ঝুম বৃষ্টি হয়ে তোকে ভিজিয়ে দিয়ে
তোর জ্বর বাঁধিয়ে দেই -
যেন তুই সুরসুর করে এসে বলিস
হু!হু! সেবা কর হারামী.........!
কিন্তু পরক্ষনেই তুই এমন বর্ষণ
নামিয়ে দিস আমার মাথায় যে আমি নিজেই
জ্বরে ভুগি
আর তোকে বলি- সেবা কর হারামী...!
ইচ্ছে হয় তোর উপর বজ্রের মত আগুন
ঝড়াই
কিন্তু পরক্ষনেই আমি ঠাণ্ডা হয়ে যাই
আর তুই এসে বজ্র গালি দেয়া শুরু
করিস!
কিন্তু পাগলি মনে রাখিস-
একদিন আমি তোর উপর এমন
ভালবাসা বা ঘৃণা ঝরাবো যে তুই সেদিন
স্থির থাকতে পারবি না...!
হুরমুর করে নিজেই...
আর বলবো না... বুঝে নেয়ার
পালা তোর!
©somewhere in net ltd.