নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MD_AKASH

MD_AKASH › বিস্তারিত পোস্টঃ

আধুনিক দাসত্ব

২০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৯

আধুনিক দাসত্বঃ
ক্রেতা মাছ কেনার জন্য মাছ বিক্রেতার কাছে যায়। দামাদামি করে। মাছ বিক্রেতার ইচ্ছে হলে বিক্রি করে। নিয়ন্ত্রণ থাকে বিক্রেতার কাছে। আমরা কখনো মাছ বিক্রেতার পরীক্ষা নেই না। বলি না, পরীক্ষায় পাশ করলেই কেবল তোমার মাছ কিনব।
ক্রেতা চাল বিক্রেতার কাছে যায়। দামাদিম করে। চাল বিক্রেতার পোষালে বিক্রি করে। নিয়ন্ত্রন থাকে বিক্রেতার কাছে। আমরা চাল বিক্রেতার পরীক্ষা নেই না। বলি না, পরীক্ষায় পাশ করলেই কেবল তোমার চাল কিনব।
রোগী ডাক্তারের কাছে যায়। ডাক্তারের নির্ধারিত ফিস দিয়েই সে সেবা নেয়। এখানেও নিয়ন্ত্রণ থাকে ডাক্তারের কাছে। এখানেও নিয়ন্ত্রণ থাকে সেবা বিক্রেতার কাছে। সেবা গ্রহিতা কখনো বিক্রেতার পরীক্ষা নেয় না।
তবে ভার্সিটি থেকে উচ্চ ডিগ্রী অর্জনকারি মেধাবীরা তাদের শ্রম বিক্রি করায় একেবারেই নিয়ন্ত্রণ হারা। এখানে শ্রম বিক্রেতা ক্রেতার কাছে কাকুতি মিনতি করে। ক্রেতা হাবিজাবি অপ্রাসঙ্গিক পরীক্ষা নেয়। বিক্রেতা বাক্যের শুরুতে ও শেষে স্যার সম্বোধন করেও ভাবে কম হল নাতো। এখানে শ্রম বিক্রেতা দামাদামি করতে পারে না। ক্রেতা যা নির্ধারণ করে তাই সে মাথা পেতে নেয়। এ যেন আধুনিক দাসত্ব। আধুনিক দাসত্বের শৃঙ্খলে বন্ধি তরুন সমাজ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.