নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MD_AKASH

MD_AKASH › বিস্তারিত পোস্টঃ

বেকার সমস্যা ও সমাধান

০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৪

বেকার সমস্যাঃ
দেশের সব জেলার মানুষ যদি ঢাকায় আসতে চায় এটা কি দেশের ভালো অবস্থা নির্দেশ করে? নিশ্চয়ই না। এর মানে দেশের সকল সুবিধা এক জায়গায় কেন্দ্রীভূত হয়েছে অথবা দেশের অন্যত্র থাকার অযোগ্য হয়ে গেছে।
তেমনই দেশের লক্ষ লক্ষ বেকার একশ দুইশ পদের জন্য ঝাপিয়ে পড়লে সেটা দেশের ভালো অবস্থা নির্দেশ করে না। এর মানে দেশে অন্য কিছু করার ভালো সুযোগ নেই অথবা সব সুযোগ সুবিধা চাকরীতে ঢেলে দেয়া হয়েছে।
এটা দেশের জন্য ভালো নয়। ২০০ পদ লক্ষ বেকারের সমস্যার সমাধান কোনভাবেই করতে পারবে না। অর্থাৎ যত সাধনাই করুক লক্ষ লক্ষ বেকার পরাজিত হতে বাধ্য। তাদের কষ্টের মুল্য তারা পাবে না। ফলে তারা হতাশ হতেও বাধ্য। হতাশ যুব সমাজ দেশের মঙ্গল বয়ে আনতে পারে না।
মোটিভেশনাল স্পিচ কি বেকার সমস্যার সমাধান?
মোটিভেশনাল স্পিচ বেকার সমস্যার সমাধানত করেই না উল্টা সমস্যা বৃদ্ধি করে। কারন মোটিভেশনাল স্পিচের ফলে পদ সংখ্যা বাড়ে না। কিন্তু প্রতিযোগিতা বাড়ে। আগে যেখানে ১ টি পদের জন্য ১০ জন লড়ত এখন সেখানে৫০ জন লড়ে। নিয়োগ কিন্তু একজনই পায়। আমাদের বেশি সংখ্যক বেকারের সমস্যার সমাধান প্রয়োজন। বেশি সংখ্যক বেকারকে প্রতিযোগী বানিয়ে লাভ নেই। প্রতিযোগী উৎপাদন করা আমাদের লক্ষ না। কর্ম ক্ষেত্র বাড়ান এবং সহজ করাই আমাদের লক্ষ। মোটিভেশনাল স্পিচের পরিনামে, যেই বেকারটি হত সফল উদ্যোক্তা সেই বেকারটিও ঝাপিয়ে পরে চাকরিজীবী হওয়ার জন্য। এতে সমস্যা উল্টা বেড়ে যাচ্ছে।
সমাধানঃ
এই সমস্যা সমাধানে সরকারকেই এগিয়ে আসতে হবে।
১। বেকারদের উদ্যোক্তা হবার পরিবেশ তৈরি করতে হবে।
২। ব্যবসা ক্ষেত্রে রাজনৈতিক চাঁদাবাজি কঠোর হস্তে বন্ধ করতে হবে।
৩। সুদ মুক্ত জামানত বিহীন অথবা সহজ জামানতে ঋণ দিতে হবে।
৪। চাকরীর প্রতি উন্মাদনা কমাতে বিজ্ঞাপন দিতে হবে।
৫। ব্যবসা বা উদ্যোক্তা হবার জন্য বিজ্ঞাপন বানাতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.