নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চট্টগ্রাম আহলে হাদিস জামে মসজিদ
---------------------------------
এখানে দেশের বড় বড় আলেমগণ জুমার নামাজ পড়াতে আসেন। সবাই সহিহ আকিদা ও আমলের অনুসারি। এখানে সহিহ পদ্ধতিতে নামাজ পড়ানো হয়। একেক দিন একেক জন আলেমকে আমন্ত্রণ করা হয়। এখানে নামাজ পড়লে আপনি হাদিসের আমল দেখতে পাবেন। যেমন নামাজের পদ্ধতি বুখারি, মুসলিম সহ অন্যান্য প্রসিদ্ধ হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে এখানে আপনি তারই প্রতিফলন পাবেন।
যাওয়ার উপায়ঃ
মসজিদটি দক্ষিণ খুলশি অবস্থিত। পোর্ট সিটি ইউনিভার্সিটির সামনে। প্রথমে আপনাকে বাসে করে G.E.C আসতে হবে।
G.E.C এসে ক্যান্ডি অথবা ব্যাংক এশিয়ার নিকটে আসবেন।
ঠিক রাস্তার অপর পাশে আরেকটি বড় রাস্তা পাবেন।
এখানে এসে অল্প ভাড়ায় ছোট গাড়িগুলো পাবেন যেখানে ৫ টাকা ভাড়ায় আপনি হলি ক্রস হাসপাতালের কাছে যাবেন। তার পাশেই পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের সাইন বোর্ড দেখতে পাবেন। এই রাস্তা ধরে হেটে একেবারে বিশ্ববিদ্যালয়ের গেইট পর্যন্ত চলে যান। একই সাথে পেয়ে যাবেন চট্টগ্রাম আহলে হাদিস জামে মসজিদ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাবার উপায়ঃ
ভার্সিটি শাটলে করে ঝাউতলা চলে যাবেন। তারপর হেটে খুব সহজেই পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের কাছে যেতে পারবেন।
©somewhere in net ltd.