নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MD_AKASH

MD_AKASH › বিস্তারিত পোস্টঃ

নুন্যতম মোহরানা কি ১০ দিরহাম?

২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

প্রশ্নঃ নুন্যতম মোহরানা কি ১০ দিরহাম?
জবাবঃ মুহরানার নুন্যতম কোন পরিমাণ নেই। এটা হতে পারে ১টি লোহার আংটি অথবা কুরআনের আয়াত।
.
হাদিসঃ
সহীহ বুখারী (ইফাঃ); অধ্যায়ঃ ৫৪/ বিয়ে-শাদী, হাদিসঃ ৪৭৫৬
.
আহমদ ইবনু মিকদাম (রহঃ) ... সাহল ইবনু সা’দ (রাঃ) বর্ণনা করেন, একদা আমরা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে বসা ছিলাম। এমন সময় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একজন মহিলা এসে নিজকে পেশ করল। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপাদমস্তক সুন্দর করে দেখলেন; কিন্তু তার কথা কোন প্রতি-উত্তর দিলেন না। একজন সাহাবী আরয করলেন, ইয়া রাসুলাল্লাহ! তাকে আমার সাথে শাদী দিয়ে দিন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কিছু আছে কি? লোকটি উত্তর করল, না, আমার কাছে কিছু নেই। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি লোহার আংটিও নেই? লোকটি উত্তর করল, না, একটি লোহার আংটিও নেই। কিন্তু আমি আমার পরিধানের তহবন্দের অর্ধেক তাকে দেব আর অর্ধেক নিজে পরব। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তোমার কুরআন মজীদের কিছু জানা আছে? সে বলল, হ্যাঁ। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে পরিমাণ কুরআন জানো, তার পরিবর্তে তাকে তোমার সাথে শাদী দিলাম।
.
উক্ত হাদিসের শিক্ষাঃ
মোহরানার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে কতটুকু মোহরানা এই মুহূর্তে আপনি দিতে প্রস্তুত। এই মুহূর্তে যা দিতে আপনি প্রস্তুত তাই দিতে হবে। লক্ষ করুন হাদিসটিতে- সাহাবি যখন কিছুই দিতে পারছিল না তখন রাসুলুল্লাহ (সঃ) বাকি মোহরানা নির্ধারণ করে দেন নাই। আমাদের দেশের হুজুর হলে ১ লাখ ১ টাকা বাকি মোহর লিখে দিতেন। লক্ষ করুন রাসুলুল্লাহ (সঃ) তা করেন নাই। যখন সাহাবি কিছুই দিতে পারেন নাই তখন কুরআন শিক্ষার বিনিময়ে বিয়ে দিয়েছেন। তবুও বকেয়া আর্থিক মোহরানা নির্ধারণ করেন নাই। এক্ষেত্রে কুরআন বিয়ের পরে শিখাবে। কারন শিখাতে সময় লাগবে আর হিজাবের ব্যাপার আছে তাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.