নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

MD_AKASH

MD_AKASH › বিস্তারিত পোস্টঃ

সেন্ট্রাল লাইব্রেরীতে একদিন

০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০৩


সেন্ট্রাল লাইব্রেরীতে একদিন
-----------------------------------
সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার বা কেন্দ্রীয় গণগ্রন্থাগার বাংলাদেশের সবচেয়ে বড় পাঠাগার। এই গ্রন্থাগারটি ১৯৫৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটি ঢাকার শাহবাগে অবস্থিত।
.
চলুন প্রবেশ করি দেশের সবচেয়ে বড় এই পাঠাগারে। দেখি কি হচ্ছে এতে। প্রথমে ঢুকেই চোখ কপালে উঠে যাবে। Wow, আমাদের দেশে শিক্ষাত খুব ভালো চলছে। সম্পূর্ণ কক্ষ ভর্তি পাঠক। একটি চেয়ারও খালি নেই। কেউ কেউ মাটিতে বসেও পড়ছে। দুর্দান্ত বিদ্যার্জন চলছে দেশে। পিন পতন নীরবতা। সবাই গভীর মনযোগ দিয়ে পড়ছে আর পড়ছে। ভাবছেন এমন পড়ুয়া দেশ থেকেত প্রতি বছর বিজ্ঞানী, দার্শনিক বের হওয়ার কথা। কেন হচ্ছে না সেটাই আপনি বুঝে পাচ্ছেন না।
চশমা পরা রোগা ছেলেটা কি গভীর মনযোগ দিয়ে পড়ছে। কোয়ান্টাম মেকানিক্সের বই হবে হয়ত। ভাই দাঁড়ান। ওটা কোয়ান্টাম মেকানিক্সের বই না। ওটা কারক, সমাস শিখার বই। আর, কি গভীর মনযোগ দিয়ে ফর্সা ছেলেটা মোটা বই পড়ছে। ভাবছেন উচ্চস্তরের কোন ফিলোসফির বই হবে হয়ত। না ভাই, আসলে তা না। ওটা parts of speech, gender ইত্যাদি শিখার বই। আর ঐ যে রোগা মেয়েটা, স্বামী সন্তান ফেলে যে এখানে বসে বাধাই করা শিটের মত দেখতে বইটা পড়ছে। ভাববেন না ওটা কোন থিসিস পেপার। ওটা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।
.
এই হচ্ছে আমাদের দেশের জ্ঞান সাধনা। এ দেশ থেকে ভালো বিজ্ঞানী, দার্শনিক বের হবে কি করে? মেধার হত্যা এবং মেধার আত্মহত্যা হচ্ছে প্রতিনিয়ত। এই দেশ কি বদলাতে পারে না? আসুন দেশের স্বার্থে মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে চেষ্টা করি।
--------------------------------
বিদ্রঃ এসব পোস্ট সাধারনত এডমিনরা এপ্রুভ করে না। সেসব এডমিনরা দেশের সিস্টেম নিয়ে খুব সন্তুষ্ট। তাই পরিবর্তন চায় না। কেউ আওয়াজ তুললে তাকেই ব্লক করে দিতে চায়। সবাই অবশ্য এক না। আমার আহবান রইল আসুন ভাই দেশটাকে একটু বদলাবার চেষ্টা করি। অন্তত কেউ কথা বলতে চাইলে সুযোগ করে দেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.