| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড়ই বেশি এলোমেলো
আজ যাপিত দিনগুলো।
সুখের সে দিনগুলি আজ
কেমন করে হারিয়ে গেল।
দিনের আলোই আজ, রাতের কালো
বাতাস শুধু ধুলোই ধুলো-
রাত্রির কথা; না বলায় ভাল।
আগত দিনগুলোকে যদি
স্বাগত জানায় এমনই দিন
বাকি পথ পেরুনো কি;হবে না কঠিন?
অস্তিস্বহীন ছিলাম না তো, কখনই আমরা।
ইতিহাসের আস্তাকুঁড়ে হোক আসীন ওরা।
বাঁধার অথৈয় সমুদ্রে আমরা সীমাহীন
বাঁধ ভেঙ্গে আনবো ফিরিয়ে কাঙ্খিত সে সুখের দিন।
©somewhere in net ltd.