| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মরণ রেখ যখন আমি
থাকবো না এ রুক্ষ ধরায়,
মুছে দেবে নামটি মহী -
বেঁচে রব তোমার হিয়ায়
নিঠুর এক মর্ম দিশায়।
খুঁজে নেব সুখের ফাগুন
আগুনের ভগ্ন দশায়।
স্মৃতিরা সব মেলবে ডানা
ক্ষত হৃদয়ের নিঃস্ব আশায়,
জানবে তুমি তোমার আমি-
জীবনের অপর ছায়ায়।
©somewhere in net ltd.