| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসার রং সবুজ
আর বেদনার রং নীল,
বেদনা মোরে নিঃস্ব করেছে
ভালবাসা গড়েছে বিল।
বিলে ফুটেছে সুখের শাপলা
নিয়ে গেছে ছিড়ে তা চিল।
ভালবাসার রং সবুজ
আর বেদনার রং নীল,
বিলে জমেছে নিথরও জল
শান্ত করেছে দিল।
নিথর জল ছন্দ হারিয়েছে
বেদনা ছুড়েছে ঢিল।
ভালবাসার রং সবুজ
আর বেদনার রং নীল।
©somewhere in net ltd.