| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখেছি যখন ‘দু’ চোখ মেলে
যেখানে তোমার পূণ্য মুখ,
হৃদয়ে প্রত্যয় অনুভব করেছি
তুমি যে আমার স্বপ্ন সুখ।
করেছি শোকরঃ গোজারি তাঁর
ভরিয়েছে যে আমার বুক।
সত্যিই তুমি উপমাহীন
অকলুষ এক অপ্সরা,
জানিনা আমি পেয়েছি তোমাই
কোন যুগের কোন পূণ্য দ্বারা।
আরতি আমার তাঁর কাছে তাই
পরজনমেও যেন
তোমাই কাছে পাই।
হদয়ের শেষ শোণিত বিন্দু
শত জনমের প্রেম সিন্ধু
একান্তই শুধু তোমার জন্য,
তোমার প্রেমের সুধায় আমি
ধন্য আমার জীবন ধন্য।
ক্লিষ্ট জীবনের রুদ্ধশ্বাসে
জীবন যখন প্রস্থানোদ্যম,
তখন তোমার প্রেম আমার
দেখায় বাঁচার আপ্লুত আশ্রম।
হৃদয়ে তাই স্তুতি গায়
করে যে এসব নিয়ন্ত্রণ,
ক্লান্তি জরা দেয়না ধরা
যখন তুমি হরণ কর মন।
তাই জীবনের প্রতিটাক্ষণ
কাটাতে চাই দুর্মল্য এমন
প্রেম ভরা পূর্ণতায়,
বাঁচতে চাই তোমাই নিয়ে
জীবনের ধূপ-ছায়ায়।
©somewhere in net ltd.