| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘দু’ বা একদিনে
নিঃশ্বেস হয়ে যাবার মত
কোন যোগসূত্র এটা নয়,
এটা অবিচ্ছেদ্য অখন্ডনীয়।
এটাকে স্বাতন্ত্র্য করার -
শত পন্থা এখানে ব্যর্থ।
কারণ এর ভিত্তি গড়ে উঠেছে -
হৃদয়ের অতুলনীয়, অকল্পনীয়
ভালবাসা দ্বারা।
প্রতিবন্ধকতা এখানে কঠোর
তবুও এ যোগসূত্র অবিচল।
বাঁধার মহা প্রাচীর এখানে দৃঢ়তর-
তবুও কথা হয় দুটি হৃদয়ের,
কথা হয় স্বগীয় ভালবাসার জোরে-
হৃদয়ের বীণাতারে।
এখানে একে অপরের
দেখা হয়না অনেক অনেক দিন,
তবুও কেউ ভোলেনা কারও কথা।
হয়তঃ এ সবংসহা সয়বেনা দুজনের মিলন।
তবুও থাকবে সচল - আজন্মকাল
সকল বাঁধাকে তুচ্ছ করে-
ভালবাসার এ সাতত্য বন্ধন ।
©somewhere in net ltd.