| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শান্তির সুবাতাস
নিয়েছে অবকাশ,
বইবে না সে এ ধরায়।
অঝরে ঝরে
ঝরে অশান্তি
ঠাঁয় করে নিচ্ছে সন্মুখে
প্রসারিত পথ ভ্রান্তির।
ভুমিতে আগাছা
বাছা অসাধ্য,
আয়োজন সন্মুখে
শান্তির শ্রাদ্ধ।
সভ্যতার নামে
কপালে জমে ঘাম,
ক্ষমতার কাছে ক্রীত মানবতা
পায়না কোন দাম।
©somewhere in net ltd.