| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতীব কষ্টের মাঝ দিয়ে
হামাগুড়ি দিতে দিতে
কাঙ্খিত লক্ষ্যটাই লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল,
পিছনের যত কষ্ট সব
বৃথায় রয়ে গেল,
স্বম্ভাব্য প্রশ্ন–-জীবন কি পেল।
মাঝ থেকে তোমার আমার ব্যবধান
আরো কিছুটা বর্ধিত হল
জগতের দৃষ্টিতে।
কিন্তু তবুও তোমার জন্য আমার হৃদয়
সকল বাঁধাকে উপেক্ষা করে
অনবরত - তোমার জন্য
আরও বেশি প্রেম সৃষ্টিতে মত্ত হল।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৭
দুখাই রাজ বলেছেন: ছোট তবে ভালো লেগেছে ভাই । শুভ সকাল ।