| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্জন প্রভাতে-
ঘুমন্তদের ঘুম ভাঙ্গাতে
ডাক দিয়ে যায় পাখি,
মেলে দিয়ে যায় আঁখি।
শুনিয়ে যায়-
সার্থক জীবনের বন্দনা,
যেন সে আর বসে থাকে না।
দূর পূর্বাকাশে-
উঠে লাল সূর্য্য,
মোদের জীবনে এনে দিয়ে যায় শানিত শেৌর্য।
বলে যায় এক-
নতুন জীবনের সঙ্গি হতে,
সার্থক জীবনের স্বাদ পেতে।
জানালায় উঁকি দিয়ে যায়-
সবুজ স্বর্ণলতা,
দেখতে চাইনা সে কােন ব্যর্থতা।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।