| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(এই কবিতা টি মূলত একুশে ফেব্রুয়ারির বন্দনা। কবিতাটি ‘৫২” র সকল শহীদ ও তাদের স্বজনদের প্রতি উৎসর্গ করলাম।)
তপ্ত রুধিরে-
করিয়া কালিরে
লিখে গেল যারা-
অমর কবিতা।
জানায় তাদের হাজার সালাম
একাগ্রচিত্তে; কৃতজ্ঞতা।
চোখের পানিতে-
বুকের শোণিতে
ভাসালো বুক যে সব মাতা।
জানায় তাদের সমবেদনা
অকৃত্রিম গভীর শ্রদ্ধা।
যে কবিতা-
নয়কো বৃথা
আসে প্রতি; প্রযত প্রভাতে
হয়ে এক সফল সবিতা।
জাগায় প্রাণে নব জাগরণ
উন্নততর মানসিকতা।
‘৫২’র সেই ভাষা আন্দোলন-
জাগায় প্রাণে গভীর আলোড়ন
উদ্বেলিত করে সুপ্ত সত্তা,
এনে দেয় আজও বাঙ্গালীর জীবনে
চপল এক সফল ব্যগ্রতা।

©somewhere in net ltd.