| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেয়েছে প্রাণ বৃক্ষ-লতা
বহিছে মলয় দুলিছে পাতা
আজই সেই ৮ই ফাল্গুন
বয়েছিল যেদিন রক্ত বারতা
হয়েছিল যেদিন রচিত কাব্য
শাশ্বত সেই অমর কবিতা
নেমেছিল যেদিন রাজপথে যবে
দ্বিধাহীন চৈতন্যে উদ্ভাসিত আত্মা
তাদের ও সমর-ছিল যে লহর
অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের কুপমন্ডুকতা
সংকীর্ণতার বিরুদ্ধে উদার মানসিকতা
সমৃদ্ধ এক জাগরণের সবিতা
ঐতিহ্য সংস্কৃতি চিন্তা চেতনায়
মননশীল এক দীপ্ত কামনায়
একুশ ছিল মুক্ত বুদ্ধি উন্নততর শীর
চৈতন্যে দীপ্ত অনলে উদ্বেলিত সাহসী সব বীর
সালাম, বরকত, রফিকের মত
উঠেছিল সেদিন গর্জে যারা
তাদের ও স্মৃতি চির ভাস্বর
মৃত্যুহীন অমর তারা
স্মৃতির মনিকোঠায় দেদীপ্যমান
প্রাজ্ঞ সেই সব মানব আত্মা।

©somewhere in net ltd.