![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহজাবীন
মাঈন উদ্দিন আহমদ আলমামুন
গ্রামে থাকি , কাদা-মাটি-জলে কেচোর মতো গড়াগড়ি করি
ছাই-ভস্ম খাই, সকাল বেলায় নর্দমার জলে মুখ ধুই।
তুমি শহরের উচ্চতম অট্রালিকায়
প্রথম জোৎস্নায় স্নান সারো।
জানো মেহজাবীন, মধ্যিখানে আমার স্বপ্ন গুলো
আর তোমার অপসৃয়মান মুখশ্রী .. কী বিশাদ
মেহজাবীন, আমি যে আর পারিনা !
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৬
আই সি টি মামুন বলেছেন: হারিয়ে গ্যাছো তুমি দূর নীহারিকা
মেহজাবীন আমি আজ সত্যি একা।