![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পার্ট : ১
মহান আল্লাহ তাঁর অপার মহিমায় সৃষ্টি করেছেন এই বিশ্ব জগৎ। এরই একটি হল পাথরঘাটা সমুদ্র সৈকত বা প্রস্তাবিত লালদিয়া সি-বিচ । তিন নদীর মোহনা আর বঙ্গোপসাগর কে কাছ থেকে দেখতে আজই ঘুরে আসুন পাথরঘাটা সমুদ্র সৈকত ।তবে এটা কিন্তু তেমন সহজ সাধ্য নয়।
প্রথমে আপনাকে যেতে হবে পাথরঘাটা ।ঢাকা সায়দাবাদ থেকে সরাসরি বাস যায় পাথরঘাটা ।আর লঞ্চে যেতে চাইলে ঢাকা সদর ঘাট থেকে লঞ্চে বরগুনা যেয়ে তারপর বাসে পাথরঘাটা আসতে হবে অথবা ঢাকা সদর ঘাট থেকে লঞ্চে ‘তুষখালী’ বা ‘বড় মাছুয়া’ যেয়ে তারপর বাসে মঠবাড়িয়া হয়ে পাথরঘাটা আসতে হবে ।বাসে আসাই সবচেয়ে সহজ । সেখান থেকে বাস/মটর বাইকে করে যেতে হবে ‘হরিণবাড়িয়া’ ।
হরিণবাড়িয়া থেকে বেশ ক’টি পথে সমুদ্র সৈকত যেতে পারেন। তবে সবচেয়ে মজার ভ্রমণ হল আপনি যদি ‘হরিণবাড়িয়া ইকো পার্ক’ এর ভিতর দিয়ে যান। এক্ষেত্রে আপনাকে ‘হরিণবাড়িয়া ইকো পার্ক’ এর ভিতরে জনপ্রতি ২৩ টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে। ছাত্রদের জন্য সুব্যস্থা আছে, কিছু কম নেবে। এরপর হাটতে হবে বনের মাঝ দিয়ে। তবে বাংলাদেশ বন বিভাগ প্রায় ৪ কিলোমিটার রাস্তা ব্রিজ করে দিয়েছে। তাতে বনের স্বাদ অনেক ভালই পাওয়া যায়।এটা আসলে সুন্দর বনের একটা অংশ। এ বনে সাপ, বানর, হরিণ সহ নানা প্রজাতির প্রাণী আছে । ভাগ্য সুপ্রসন্ন হলে দেখাও মিলতে পারে ।
মূল গেট থেকে একটু সামনে গেলেই ইকো পার্কের মূল আয়েজন ।২টি বসার ঘর সহ আছে বসার বেঞ্চও আছে একটি মাছের ঘের । আছে পাঁচ তলা ‘ওয়াচ টাওয়ার’ । এখান থেকে আগে সম্পূ্র্ণ বন দেখা যেত কিন্তু আশে পাশের গাছপালা বড় হওয়ায় তেমন ভাল দেখা যায় না এখন ।
আছে চট্টগ্রামের আদলে তৈরী একটি সুন্দর ব্রিজ ।
এই ব্রিজের নিচ থেকে ইন্জিন চালিত নৌকা যায় নদীর মোহণা ও সাগর ঘুরে দেখতে । তবে দাম খুব চড়া । প্রতিবার ৪০০ টাকা গুনতে হবে আপনাকে । ভালো হয় যদি বেশ ক’জন মিলে যান । যতজনই যান না কেন প্রতিবার ৪০০ টাকাই লাগবে ।ইন্জিন চালিত নৌকায় গেলে সাগর পাড়ে নামতে পারবেন না।
তবে যদি এডভেঞ্চার পছন্দ করেন আর সাগর পাড়ের আসল মজা নিতে চান তবে বনের ভিতর এক/দেড় ঘন্টা ঐ ব্রিজের রাস্তা দিয়ে হাটার পর আবার বনের মাঝখান দিয়ে কাচা রাস্তা হাটতে হবে আবার এক/দেড় ঘন্টা ।এ রাস্তা নয় কিন্তু ! বন । আছে বন্য পোকা মাকড় আর ডাকাতের ভয়, তবে সতর্ক থাকবেন আর কমপক্ষে ২/৩ জন মিলে গেলে আর সমস্যা নেই ।
পরবর্তী পোস্টে বাকি কথা হবে । লেখাটি পড়ার জন্য ধন্যবাদ ।আপনার শুভ কামনা করছি আর বলছি, ঘুরে আসুন পাথরঘাটা সমুদ্র সৈকত । অবশ্যই ভালো লাগবে..
লেখকঃ আবদুল্লাহ আল মামুন (প্রচার সম্পাদক, ‘মুক্তমঞ্চ নির্বাক দল’, চেয়ারম্যান, ‘আনসার ভিডিপি ইউনাইটেড ফ্রেন্ডস্ ক্লাব’ ও সদস্য, ‘লিও ক্লাব অব লিবিয়া বাংলা ফ্রেন্ডশীপ’)
চলবে...
©somewhere in net ltd.