নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

হাবীবুল্লাহ নকীব

আমার মন থেকে তোমাকে খুঁজে নাও।

হাবীবুল্লাহ নকীব › বিস্তারিত পোস্টঃ

জীবনের প্রথম বানানো কবিতা........ আফসোস

৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:০৬

আফসোস || নকীব

বলার মানুষ নাই
কথা শুনার কেউ নাই
মাটির উপরে তারা
নিচের ঘরে কেউ নাই
বৃষ্টি পড়েছে অনেকক্ষণ
ফাঁকা ঘরের চাল নাই
আশপাশে বেড়াও নাই
কাঁদামাখা শরীর নিয়ে
হাঁটতেছেন উনারা
দূরের পথে রাতপাখি সে উড়ালডানা
বিষাদ গলে পড়তেছে জলে জোৎস্নার মায়া;
কাঁধে কেউ নাই
খাটিয়ার মাঝে হে সাদা কাপড়ে কেউ নাই
নীরবতা সম্মান হতে পারে, অক্ষমতাও হতে
পারে
দেহ আছে তার, বেঁচে থাকলে বুঝে নিতেন
নিঃশ্চই;
বুঝে উঠার আর কেউ নাই।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৪

কাবিল বলেছেন: ভাল,
ব্লগে স্বাগতম।

২| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ২:১২

আরণ্যক রাখাল বলেছেন: লেখায় আঞ্চলিক শব্দ না থাকাই উচিৎ- বিশেষ করে কবিতায়। যেমন- হাঁটতেছেন, পড়তেছে ইত্যাদি।
ব্লগে স্বাগতম B:-)

৩| ৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৯

হাবীবুল্লাহ নকীব বলেছেন: ধন্যবাদ কাবিল ভাই আপনাকে.......

৪| ৩০ শে জুন, ২০১৫ বিকাল ৩:১০

হাবীবুল্লাহ নকীব বলেছেন: ধন্যবাদ, আমার কিছু ভূল ধরিয়ে দেওয়ার জন্য............. #রাখাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.