![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Octopus Tree এই গাছটির বাংলায় কোনো আভিধানিক নাম আছে কিনা আমার জানে নেই। তবে ইংরেজি নাম গুলির বাংলা করলে অক্টোপাস গাছ, ছাতা গাছ, কুইন্সল্যান্ড ছাতা গাছ, ইত্যাদি নামে ডাকা যায়।
Octopus Tree নামকরণ করা হয়েছে এর ফুলের গুচ্ছগুলি অক্টোপাসের বাহুর সাথে সাদৃশ্যপূর্ণ বলে।
অক্টোপাস গাছের অনেকগুলি Common Name রয়েছে, যেমন -
Octopus Tree, Australia Umbrella Tree, Queensland Umbrella Tree, Umbrella Tree, Australian ivy palm, Brassaia, Schefflera, Amate ইত্যাদি।
Scientific Name : Heptapleurum actinophyllum
অক্টোপাস গাছ উত্তর অস্ট্রেলিয়া, নিউ-গিনির, জাভার স্থানীয় উদ্ভিদ। হাওয়াইয়ের মতো কিছু অঞ্চলে এদেরকে আক্রমণাত্মক আগ্রাসী প্রজাতি হিসাবে বিবেচনা করা হয়।
এটি একটি চিরসবুজ ঝোপালো শোভাময় বৃক্ষ যার উচ্চতা ৫০ ফুট পর্যন্ত হতে পারে। এরা বহু-কাণ্ডযুক্ত গাছ। প্রতিটি কাণ্ডের উপরে বড় বড় উজ্জ্বল সবুজ যৌগিক পাতা গুলি ৭ থেকে ১৬টি করে এক-একটি দল তৈরি করে। এমন কয়েকটি দল মিলে কাণ্ডের উপরে একটি করে ছাতা আকৃতির ঝোপ তৈরি হয়। তাই এই গাছের আরেক নাম Umbrella Tree বা ছাতা গাছ।
গাছের নাম যেমন বিচিত্র এর ফুল তার চেয়েও বেশি আশ্চর্যজনক। গাছের উপরের দিকের কাণ্ডের চূড়ায় বেশ লম্বা লম্বা লাঠির মতো ১০ থেকে ১৫ টি পুষ্পদণ্ড বের হয়। ফুলের কলিগুলি প্রথমে সবুজাভ থাকলেও ফুল ফোটার সময় সেগুলি উজ্জ্বল লাল রং ধারন করে। শোভাময় ফুল গুলি দিনে ফোটা সুগন্ধি যুক্ত ফুল। প্রতিটি পুষ্পদণ্ডে ১ হাজারেরও বেশি ছোট-ছোট লাল ফুল থাকতে পারে।
গ্রীষ্মের শুরুতে গাছে ফুল ফুটতে শুরু করে এবং সেগুলি বেশ কয়েক মাস ধরে ফোটে। প্রতিটি পুষ্পদণ্ডের হাজার খানেক ফুলে প্রচুর পরিমাণে মধু থাকে। নানান ধরনের পাখি, প্রজাপতি, মৌমাছি এইসব মধুর লোভে ফুলে ফুলে ঘুরে বেরায়। এভাবেই তাদের পরাগায়ন ঘটে।
ফুলের পরে বেরির মতো দেখতে গোলাকার ফল ধরে। নানার প্রজাতির পাখি ও ছোট ছোট প্রাণী যেমন ইঁদুর, বাদুরেরা সেগুলি খায়। তবে অক্টোপাস গাছ মানুষ, বিড়াল এবং কুকুরের জন্য বিষাক্ত, যার ফলে ত্বকে জ্বালা, বমি বমি ভাব এবং অন্যান্য উপসর্গ দেখা দেয়।
ছবি তোলার স্থান : বলধা গার্ডেন, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ১৬/০৩/২০১৭ ইং
তথ্য সূত্র : উইকিপিডিয়া, অন্তর্জাল।
ছবি ও বর্ণনা : মরুভূমির জলদস্যু।
২| ০৩ রা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
ওমর খাইয়াম বলেছেন:
মেয়ারা এখন কোন কোন ক্লাশে পড়ছে? খামারের কোন খবর আছে?
০৩ রা জুলাই, ২০২৫ রাত ৮:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- নাইন (ও লেভেলের প্রস্তিতি কোচিং) আর টু।
- ওটি খামার ছিলো না। যা ছিলো তাও আপাততো বন্ধ করে দিয়েছি। হাঁস মুরগি যা বেঁচে ছিলো সগুলি আমার ছাদে নিয়ে এসেছি।
৩| ০৩ রা জুলাই, ২০২৫ রাত ৮:৫৩
ওমর খাইয়াম বলেছেন:
যাওয়া-আসা নেই, ফুটবল বন্ধ?
০৪ ঠা জুলাই, ২০২৫ সকাল ১১:৫৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- যাওয়া আস থাকবে না কেনো!! অবশ্যই আছে।
- ফুটবল আমরা রেগুলার খেলি না।
৪| ০৩ রা জুলাই, ২০২৫ রাত ৯:১৫
কামাল১৮ বলেছেন: এই ফুলটি কখনো দেখেছি বলে মনে পড়ছে না।বাড়ি করার ঝামেলায় অন্য সব ঝামেলা বাদ দিয়েছেন।বিলের ধারের জমিটি কি আছে।
বলধা গার্ডেনে কয়েকবার গেছি।হয়তো তখন ফুল ধরার সময় ছিলো না বলে চোখে পড়েনি।আপনার মতো দৃষ্টিনিয়ে কখনো দেখা হয়নি।
০৪ ঠা জুলাই, ২০২৫ দুপুর ১২:০০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাড়ির কাজ আপাততো বন্ধ, ৬ তলা পর্যন্ত রেডি করতে পেরেছি। বাকিটা আগামিদে কখনো সুযোগ হলে করবো।
- জয়দেবপুরের জমিটি হয়তো বিক্রয় করে ফেলতে পারি। নাগরির আশ্রম রইবে।
- ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
৫| ০৩ রা জুলাই, ২০২৫ রাত ৯:৩৯
এইচ এন নার্গিস বলেছেন: ফুল টি আমার অচেনা অদেখা।
০৪ ঠা জুলাই, ২০২৫ দুপুর ১২:০১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এটাই স্বাভাবিক। বাংলাদেশে এটি একেবারেই কম আছে।
৬| ০৪ ঠা জুলাই, ২০২৫ সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: অক্টোপাস নামটা সুন্দর না।
০৪ ঠা জুলাই, ২০২৫ দুপুর ১২:০১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- তাতে কিছু যায় আসে না।
৭| ১০ ই জুলাই, ২০২৫ রাত ১০:১৬
অপু তানভীর বলেছেন: এই রকম ফুল তো আগে দেখি নি।
১১ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:১১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- বাংলাদেশে এর বিস্তার খুব কম। তাই হয়তো চোখে পড়ে নাই।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন: =================================================================
আজি যত কুসুম কলি ফুটিলো কাননে
অশোক, অক্টোপাস ফুল, অর্কিড, অলকানন্দা, অলকানন্দা (বেগুনী), অলকানন্দা (হলুদ), অ্যালামন্ডা (বেগুনী), অপরাজিতা, আকন্দ, আমরুল, আফ্রিকান টিউলিপ, আলোকনন্দা (হলুদ)
উগান্ডা শিখা, উর্বশী, উর্বসী, এরোমেটিক জুঁই, এ্যালামন্ডা (বেগুনী)
কলাবতী, কচুরিপানা ফুল, কসমস, কালো পঙ্গপাল, কালো বাসক, কালো বাদুড় ফুল, কর্ণফ্লাওয়ার, কন্টকলতা, ক্যালেনডুলা, ক্যাসিয়া রেনিজেরা, কামান গোলা, কাগজ ফুল, কাঠগোলাপ, কাঠচাঁপা, কাঁটামুকুট, কন্টকমুকুট, কাঞ্চনার, কাঞ্চনক, কুর্চি, কুরচি, কৃষ্ণচূড়া, খাড়া মুরালি
গাঁদা, গেন্ধা, গন্ধা, রক্তগাঁদা, গামারি, গামার, গাম্বার, গোলাপ, গোলাপি আমরুল, গ্লুকাস ক্যাসিয়া, গৌরিচৌরি, গিরিপুষ্প, গুলেটু, গুলমোহর, ঘোড়া চক্কর
চন্দ্রপ্রভা, চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (হালকা গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (সাদা), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (লালচে গোলাপি), চন্দ্রমুখী চন্দ্রমল্লিকা (কমলা), চন্দ্রমল্লিকা (হলুদ-সাদা), ছোটপানা
জবা, সাদা জবা, ঝুমকো জবা, ঝুমকা জবা, লঙ্কা জবা, পঞ্চমুখী জবা, বহুদল জবা, রক্ত জবা, হলুদ জবা, ক্রিম জবা, গোলাপী জবা, হাইব্রিড জবা, হাইব্রিড গোলাপী জবা, হাইব্রিড ক্রিম জবা
জারবেরা, জ্যাকারান্ডা, ঝুমকোলতা, ঝুমকো জবা
টগর, জংলি টগর, ডালিয়া, তমাল, তারাঝরা
দাঁতরাঙ্গা, দাদমর্দন, দদ্রুমর্দন, দাদমারী, দেবকাঞ্চন, দোলনচাঁপা, দুপুরমনি, ধুতুরা
নাগেশ্বর, নাগচম্পা, নাগেসর, নাগলিঙ্গম, নীল হুড়হুড়ে, নীল জ্যাকারান্ডা, নীলচূড়া, নীল বনলতা, নীল লতা, নীলাতা, নীল-পারুল, নীল-পারুল লতা, নয়নতারা,
পপী, পুন্নাগ, পারুল লতা, পঞ্চমুখী জবা, পুর্তলিকা, পুত্তলিকা, পটপটি
ফাল্গুনমঞ্জরী, ফুরুস (সাদা)
বরুণ, বড়নখা, বিড়াল নখা, বিলাই আঁচড়া, বাদুড় ফুল, বাগানবিলাস, বাসন্তীলতা, বোগেনভিলিয়া, বোতল ব্রাশ, ব্লিডিং হার্ট, বন পালং, বন তেজপাতা, বার্মিজ গোলাপি সোনাইল, ভাট ফুল, ভ্রমরপ্রিয়া
মাধবীলতা, মাধবিকা, মধুমঞ্জরি, মিয়ানমার ফুল, মুচকুন্দ চাঁপা, মেক্সিকান সোর্ড লিলি
রঙ্গন, রুক্সিনী, রক্তক, রুদ্রপলাশ, রাজ অশোক, রাজ অশোক, রাধীকা নাচন, রাধাচূড়া, রত্নগণ্ডি, রাণীচূড়া, রসুন্ধি লতা, রুয়েলিয়া, রক্ত জবা, রক্তকাঞ্চন, রক্তপুষ্পক, রক্তপুষ্পিকা, রক্ত শিমুল, রক্ত কমল, রক্তচূড়া
লতা মাধবী, লতা পারুল, লাল আকন্দ, লাল কাঞ্চন, লাল শাপলা, লাল কমল, লাল শিমুল
শটি ফুল, শাপলা (সাদা), শাপলা (লাল), শিউলি, শেফালি, শেফালিকা, শিবজটা, শিবঝুল, শিমুল, শ্বেত অপরাজিতা, শ্বেত পুষ্পা, শ্বেত অকন্দ
সন্ধ্যামালতী, সন্ধ্যামনি, সুলতান চাঁপা, সুভদ্রা, সুখ মুরালি, সূর্যমুখী, সুরজমুখী, সোনাপাতি, সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বরা, সোকরে, সোর্ড লিলি, সাদিমুদি, সোনালু
হাতি জোলাপ, হাতিশুঁড়, হলুদ জবা
অশোক ফুলের ছবি, নাগেশ্বর ও ভমর, পলাশ ফুটেছে......, ডালিয়া, ধুতরা ফুল, একটি দাঁতরাঙ্গা ফুল
মিষ্টি জলপাইয়ের ফুল, ডালের ফুল, চুকাই ফুল, চুকুর ফুল, সরষে ফুল, সর্রিষা ফুল, তিল ফুল, বিষকাটালি, পাহাড়ি বিষকাটালি,
বাংলাদেশের সংরক্ষিত উদ্ভিদের সচিত্র তালিকা, অশোক সমগ্র, কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও কনকচূড়া বিতর্ক, পলাশ ও পারিজাত পরিচিতি, পারিজাতের পরিচয়, চাঁপা নিয়ে চাপাবাজি, আতা কাহিনী, বিলম্ব, মাছি ফাঁদ উদ্ভিদ, জল জমানি পাতা, শিউলি
=================================================================