নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

হাবীবুল্লাহ নকীব

আমার মন থেকে তোমাকে খুঁজে নাও।

হাবীবুল্লাহ নকীব › বিস্তারিত পোস্টঃ

রাতে ঘুমানোর পূর্বের আমল

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮



এমনও কিছু আমল রয়েছে যা করা খুবই সহজ এবং নেকীর দিক থেকেও অনেক। রাতে ঘুমানোর পর্বে আমরা যদি সামান্য কিছু সময় ব্যয় করে কিছু আমল করি তাহলে আমরা অনেক সওয়াবের অধিকারী হতে পারব।

একদা রাসুলে কারীম (সাঃ) হযরত আলী (রাঃ) কে ইরশাদ করেন,
হে আলী তুমি প্রতিদিন চার হাজার দিনার ছদকা করে ঘুমাও ?
এক খতম কুরআন খতম করে ঘুমাও ?
বেহেশতের মুল্য দিয়া ঘুমাও ?
উভয়ের মাঝে ঝগড়া বিবাদ মিটাইয়া ঘুমাও ?
একটা হজ্ব করিয়া ঘুমাও ?

হযরত আলী (রা:) আরজ করলেন, ইয়া রাসুলাল্লাহ ঐগুলো তো আমার জন্য খুবই কঠিন কাজ। আমি কি করিয়া ঐগুলো করতে পারবো ?

তদুত্তোরে হুজুর পাক (সাঃ) বললেন- তাহলে তুমি শুন, আমি তোমাকে কিছু আমলের কথা বলে দিব যেগুলো করতে পারলে সেই পরিমাণ সওয়াব অর্জন করতে সক্ষম হবে ।

সেই আমলগুলো হল :
১. চারবার “সুরা ফাতিহা” পাঠ করিয়া ঘুমালে চার হাজার ছদকা করার সওয়াব পাওয়া যায়।
২. তিনবার “সুরা ইখলাস” পড়িয়া ঘুমাইলে এক খতম কুরআন পড়ার সওয়াব পাওয়া য়ায়।
৩. তিনবার “দূরুদ শরীফ” পড়িয়া ঘুমাইলে জান্নাতের মুল্য দেওয়া যাইবে।
৪. দশবার “আস্তাগফার” পড়িয়া ঘুমাইলে উভয়ের বিবাদ মিটানোর সওয়াব হইবে।
৫. চারবার “কালিমা তামজিদ” পড়িয়া ঘুমাইলে এক হজ্বের সওয়াব পাইবে।
[ সুবহানাল্লাহ ]

আসুন আমরা সকলেই উপরোক্ত আমলগুলো করার চেষ্টা করি |

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৮

কানিজ রিনা বলেছেন: আপনি অশেষ ভাগী হইবেন।

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৫

হাবীবুল্লাহ নকীব বলেছেন: আল্লাহ আমার এই সামান্য খেদমত কে কবুল করুক। আমীন

২| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাদীসটির রেফারেন্স দিলে সবচেয়ে গ্রহনযোগ্য হতো
পোষ্টের জন্য ধন্যবাদ

০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৬

হাবীবুল্লাহ নকীব বলেছেন: আগামীতে ইন শা আল্লাহ রেফারেন্স সহ লিখব

৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

সামছুল ইসলাম মালয়েশিয়া বলেছেন: সুন্দর পোস্ট আল্লাহ আপনাকে এই খেদমত কে কবুল করুক, আমীন

০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

হাবীবুল্লাহ নকীব বলেছেন: আমীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.