নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.....

হাবীবুল্লাহ নকীব

আমার মন থেকে তোমাকে খুঁজে নাও।

হাবীবুল্লাহ নকীব › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা তুমি

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৪

স্বাধীনতা তুমি অবৈধ সরকারের সাজানো ইলেকশন,
স্বাধীনতা তুমি মন্ত্রীর তালিকায় অযোগ্য সিলেকশন।
স্বাধীনতা তুমি মন্ত্রী সভায় বলা ফাকা বুলি,
স্বাধীনতা তুমি শাপলা চত্বরে চালানো নির্বিচারে গুলি।
স্বাধীনতা তুমি প্রতিবাদী বোনের বুকে বুটের লাথি,
স্বাধীনতা তুমি ছাত্রলীগের কু কর্মের সাথী।
স্বাধীনতা তুমি বাংলা মায়ের বুকের দীর্ঘশ্বাস,
স্বাধীনতা তুমি ঝুলন্ত ফেলানির লাশ।
স্বাধীনতা তুমি ক্ষমতাসীনদের স্বপ্ন বিলাস,
স্বাধীনতা তুমি রানা প্লাজার বিভত্স লাশ।
স্বাধীনতা তুমি পদ্মা সেতুর আবুলের হাসি,
স্বাধীনতা তুমি সাজানো রায়ে সত্যের ফাসি।
স্বাধীনতা তুমি রক্তে রঞ্জিত পিলখানা,
স্বাধীনতা তুমি শাহবাগে মাতালের আস্তানা।
স্বাধীনতা তুমি শিয়ার বাজারে লুটতারাজ,
স্বাধীনতা তুমি মধ্য বিত্তের মাথায় বাজ।
স্বাধীনতা তুমি ছাত্রলীগের অবাধ গুলি বর্সন,
স্বাধীনতা তুমি রাস্তা ঘাটে মা বোন্ ধর্সন।
স্বাধীনতা তুমি দু চোখে দেখা আমার সর্বনাস,
স্বাধীনতা তুমি পরীক্ষার আগে প্রশ্ন পত্র ফাস।
স্বাধীনতা তুমি মুক্তি যুদ্ধের বিকৃতি ইতিহাস,
স্বাধীনতা তুমি সরিষার মধ্যে ভুতের বসবাস।
স্বাধীনতা তুমি ফসলের নায্য মুল্য না পাওয়া চাষী,
স্বাধীনতা তুমি সোনার বাংলা, তোমায় ভালবাসি।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

ধৈঞ্চা বলেছেন:
আজ শামসুর রহমান বেচে থাকলে বর্তমান সময়ে কবিতাটা হয়ত এভাবেই লিখতেন।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০১

আজব অহন বলেছেন: ভালো চিন্তার লেখা....। :)

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

নতুন বলেছেন: স্বাধীনতা তুমি শাপলা চত্বরে চালানো নির্বিচারে গুলি।

কবিতায় লাইক দিয়েছি.

কিন্তু জিঙ্গাসা কত জন মানুষ শাপলা চত্বরে চালানো হয়েছিলো??? কত হাজার?

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

নতুন বলেছেন: স্বাধীনতা তুমি সাজানো রায়ে সত্যের ফাসি।

ভাই প্রথম কয়েক লাইনের কথায় লাইক দিয়ে ফেলেছি.

কিন্তু আপনার উদ্দেশ্য ভাল না... আপনিও রাজাকারদের ফেরেস্তা মনে করেন.???

একটা দেশের আদালতের রায়কে কিভাবে সাজানো বলেন? তাদের পক্ষে আইনজীবি যুক্তি দিয়েছেন... তারা তো বলেনা যে এটা সাজানো... আপনি কিভাবে জানলেন যে এটা সাজানো?

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

নিষ্‌কর্মা বলেছেন: কিছু কথা আপত্তিকর, তার পরেও রিপোর্ট করলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.