![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাফ খাতা থেকে পাঁকা খাতায় প্রতিদিন ভ্রমণ করি
প্রস্তুতি নিই জীবনের চুড়ান্ত পরীক্ষার
কমন না পড়লেও প্র্যাকটিস থাকা চাই।
আমার ভাবনাগুলো কষতে থাকি গণিত খাতায়
সমস্ত হিসাব মিলাতে থাকি
বারবার কাটি, আবার লিখি
সঠিক উত্তর আসার আগ পর্যন্ত চলতে থাকে
খাতার পৃষ্ঠা ফুরায়
কিন্তু জানতে পারিনা আর কত পৃষ্ঠা রয়ে গেল।
বাংলা বইয়ের পড়াগুলো লিখি স্বপ্ন খাতায়
যা মনে আসে লিখি
সৃজনশীল উত্তর হলেই হল
উদ্দীপকের সাথে মিল রেখে এগিয়ে যাই স্বপ্নের বাহাদুর পাড়ায়।
আমার প্রতিদিন হল সাধারণ জ্ঞানের খাতা
বিজ্ঞান ভূগোল ইতিহাস রাজনীতি সাম্প্রতিক জ্ঞান- কিছুই বাদ যায় না।
প্রতিদিন কিছু না কিছু পাল্টায়, রাবার দিয়ে মুছে সঠিকটা লিখি।
এখন মনে হয়- তাহমিনা ম্যামের আদর্শ ছাত্র হতে পেরেছি
পড়াশোনায় না হলেও টপিট আলাদা করে নোট রাখতে পারি
বড় বিস্ময় লাগে, তবুও লিখে চলি জীবনের নোট।
সময়ের ভীড়ে ধূলাচাপা পড়ে গুরুত্বহীন পয়েন্ট গুলো
আবার মুছে তুলে রাখি সেল্ফে।
আমার জীবনটাই একটা রাফ খাতা
নোট খাতা তৈরি করতে পারলাম কৈ?
পয়েন্ট মিলাতে পারি না আজো।
কারো সাথে কোন পয়েন্টই মিলে না
অপূর্ণ থাকে আমার প্রস্তুতি।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
সাফি উল্লাহ্ বলেছেন: অসংখ্য ধন্যবাদ..
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩১
মাসুম মুনাওয়ার বলেছেন: অভিনন্দন
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:২০
সাফি উল্লাহ্ বলেছেন: অসংখ্য ধন্যবাদ...ভাইয়া
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৫
বাবু মোহন বলেছেন: darun