নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকার ও অনুবাদক

সাফি উল্লাহ্‌

জীবন লিখি...

সাফি উল্লাহ্‌ › বিস্তারিত পোস্টঃ

চুপ কেন রে

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

দেহের বয়স বাড়ছে তবু মনটা ভরা তেজে
গল্প করার মাঝে আয়রে খাব যে চাল ভেজে।
আজকে চল নদীর ধারে উড়াব লাল ঘুড়ি
আনমনা তুই থাকবি বসে, করব সুতা চুরি।
শক্ত করে নেংটি মেরে মাথায় নিব বোঝা
আমরা যাব পিছুপিছু ছাগল যাবে সোজা।
সকাল বেলায় পাটি পেড়ে চলনা বসে পড়ি
নুন দি’ খাব ভাতের পানি, সাঁঝে ঘুঘু ধরি।
হাটের দিনে বাবার সাথে চল না রে যাই হেঁটে
ঈদের দিনে সেলামী নিই, মেহেদি দিই বেটে।
বিকেল বেলায় সবাই মিলে খেলি লুকোচুরি
কানামাছি- চোর হবি তুই, দেব যে সুরসুরি।

চুপ কেন রে, সাদা কাপড় কেন রে তোর গায়ে?
বল কথা বল, চুপ থাকিস না, পড়ি তোর দু’পায়ে।
বড় হয়ে গেছিস বলে একাই চলে যাবি
খাটলিতে ক্যান আছিস শুয়ে, ওখানে কী খাবি?
আমাকে বল, আমি যে তোর শিশু বেলার সাথি
দেহের বয়স বাড়ছে তবু শোক মালা যে গাঁথি।

(জানুয়ারি, ২০১৫
মুংলী, চারঘাট, রাজশাহী)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.