![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনের আলোতে লগইন করলেই নোটিফিকেশনের মিছিল আসে
স্টেশনের কুলিদের মত তেড়ে
আমি কোনমতে এগিয়ে যাই।
বাসা থেকে বের হলে, না হলে
ডিপার্টমেন্টের করিডোরে হাঁটলে, না হাঁটলে
মেয়েদের সাথে কথা বললে, না বললে
রাজনীতি করলে, না করলে
বাবা-মা’র কথা শুনলে, না শুনলে
হাজারো নোটিফিকেশন আসে কানে চোখে মাথায়।
আমি তবুও থেমে থাকি না।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
সাফি উল্লাহ্ বলেছেন: জ্বী ভাই.... ঠিক বলছেন
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪
আরণ্যক রাখাল বলেছেন: আনস্টপেবল!